সংস্থা ঢেলে সেজে পদ ভাগ ইনফোসিসে
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
গত ছ’মাসে আট কর্তা ইনফোসিস ছাড়ার পর এ বার নতুন করে সংস্থার বিভিন্ন দায়িত্ব ভাগ-বাটোয়ারার পথে হাঁটল দেশের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থাটি। শুক্রবার এক বিবৃতিতে তারা জানিয়েছে যে, ব্যবসাকে এ বার দু’টি ভাগে ঢেলে সেজেছে তারা। অংশ দু’টি পরিচালনার দায়িত্বে আনা হয়েছে বি জি শ্রীনিবাস ও ইউ বি প্রবীণ রাও-কে। সংস্থার বর্তমান সিইও এস ডি শিবুলাল অবসর নেওয়ার পর যাঁদের ওই পদের সম্ভাব্য দাবিদার বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সংস্থার যাবতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় যে উচ্চ পর্যায়ের বিভাগ, সেই এগ্জিকিউটিভ কাউন্সিলকেও ভেঙে দেওয়া হচ্ছে আগামী ১ এপ্রিল থেকে।
|
তহবিল জোগাড়ে উদ্যোগী এমসিএক্স
সংবাদ সংস্থা • মুম্বই |
শেয়ারহোল্ডাররা যাতে এমসিএক্স স্টক এক্সচেঞ্জে নতুন করে টাকা ঢালেন, সে জন্য রাইটস শেয়ার ইস্যু করার পরিকল্পনা করেছে শেয়ার বাজারটি। শুক্রবার তাদের পরিচালন পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রতি ইক্যুইটি শেয়ারের জন্য একটি করে রাইটস শেয়ার ইস্যু করা হবে। বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে শেয়ারহোল্ডারদের সঙ্গে কথা বলবে পর্ষদ। পাশাপাশি, সৌরভ সরকারকে স্টক এক্সচেঞ্জটির নয়া সিইও হিসেবে নিয়োগ করতে সেবি-র সায় মিলেছে বলেও খবর।
|
কেজি বেসিনে গ্যাস উৎপাদন বাড়াতে
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
চলতি মাসে কৃষ্ণা-গোদাবরী অববাহিকার কেজি-ডি৬ ক্ষেত্রে দৈনিক গ্যাস উৎপাদন ১০-৩০ লক্ষ ঘন মিটার বাড়াতে চলেছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। দীর্ঘদিন ধরে সেখানে কমতে থাকা উৎপাদন যাতে আর না-কমে সেই উদ্দেশ্যে কাজও শুরু করেছে তারা। সে ক্ষেত্রে ওই বাড়তি উৎপাদন আসবে এমএ-৮ কূপ থেকে।
|
ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, পেট্রোল বেড়েছে লিটারে ৭৫ পয়সা এবং ডিজেলে ৫০ পয়সা। কলকাতায় কর যোগ করে লিটার পিছু পেট্রোলের দাম ৯৫ পয়সা বেড়ে দাঁড়াল ৭৯.৫৫ টাকা। ডিজেলে ৫৮ পয়সা বেড়ে ৫৮.৭৬ টাকা। শুক্রবার মধ্যরাত্রি থেকেই এই নয়া দর কার্যকর হয়েছে।
|
নিউ ইয়র্ক টাইমসে আগ্রহী চিনা শিল্পপতি |
নিউ ইয়র্ক টাইমসে অংশীদারি কিনতে আগ্রহী চিনা শিল্পপতি চেন গুয়াংবিয়াও। লগ্নি করতে চান ১০০ কোটি ডলার। তবে নিউ ইয়র্ক টাইমস এই খবর অস্বীকার করেছে। |