টুকরো খবর |
ম্যাচ বাতিলে ক্ষোভ মাঠে |
|
শুক্রবার কলকাতা-শান্তিনিকেতন রুটে চলার জন্য যোত্রিবাহী এই ৭ আসন কপ্টারটি বোলপুর
স্টেডিয়াম
মাঠে
সফল ভাবে ওঠা-নামা করল। পবনহংসের দায়িত্বে থাকা আধিকারিক বীরেন্দ্র সিংহ
জানান,
প্রতি শনিবার
এই পরিষেবা দেওয়া হবে। কপ্টারের টিকিট বোলপুর এবং ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
জেলাশাসক
জগদীশপ্রসাদ মিনা বলেন, “খুব তাড়াতাড়ি নির্ধারিত পরিষেবা চালু হবে।” ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |
হেলিকপ্টার পরিষেবার জন্য ‘ট্রায়াল’ হল। আর সেই ‘ট্রায়ালে’র কারণে শুক্রবার বোলপুর স্টেডিয়াম মাঠে বাতিল হল একটি ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল। যার জন্য প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাবকেই দুষছেন উদ্যোক্তারা। খেলা বন্ধ করে খেলার মাঠকে অস্থায়ী ভাবে হেলিকপ্টার ওঠা-নামার জন্য ব্যবহার করায় অনেকই মানুষ ক্ষুব্ধ। ১৯ ডিসেম্বর থেকে বোলপুর স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশানের উদ্যোগে বোলপুরের স্টেডিয়াম মাঠে ওই প্রতিযোগিতা চলছিল। উদ্যোক্তাতের পক্ষে কোষাধ্যক্ষ অতনু ঘোষ বলেন, “জানি না খেলার মাঠে অস্থায়ী হেলিপ্যাড বানিয়ে ফেলা কতটা যুক্তিযুক্ত!” ফুটবলপ্রেমীরা বলছেন, “সময় মতো জানালে ম্যাচ বাতিল হত না।” বোলপুরের মহকুমাশাসক মলয় হালদার বলেন, “ম্যাচটি অন্যত্র সরিয়ে নিতে অনুরোধ করেছিলাম। ম্যাচ তো বাতিল হয়নি, কেবল মাত্র পিছিয়েছে।”
|
জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু তিন বাসযাত্রীর মরণ ফাঁদ |
|
প্রতাপপুরের কাছে বেহাল জাতীয় সড়ক। ছবি: অনির্বাণ সেন। |
যন্ত্রাংশ ভেঙে একটি বেসরকারি যাত্রিবাহী বাস উল্টে তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে নলহাটি থানার জগধারী মোড় এলাকায়, ৬০ নম্বর রানিগঞ্জ-মোরগ্রাম জাতীয় সড়কে। বাসটি শিলিগুড়ি থেকে রাঁচি যাচ্ছিল। পুলিশ জানায়, মৃতেরা হলেন লক্ষণ ওরাঁও (২৮), মনজরু নাগাসিয়া (৪৫) ও আনু ওরাঁও (৪০)। প্রথম জনের বাড়ি ওড়িশার সুন্দরগড় জেলার রাজগ্রামপুর থানার বাবুডি বাঁশতলি গ্রামে। বাকি দু’জনের বাড়ি ঝাড়খণ্ডের গুমলা জেলার পলকোট থানা এলাকায়। দুর্ঘটনায় কমবেশি ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক। ওই দুই শিশু-সহ চার জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দশ জন রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। বাস চালক পলাতক। বাসের এক কর্মীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বাসযাত্রী রামচন্দ্র ওরাঁও ও অভিরাম বিশই বলেন, “বাসটি খুব জোরে আসছিল। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।” স্থানীয় বাসিন্দারা নলহাটি থানায় দুর্ঘটনার খবর দিলে জাতীয় সড়কের উপরে টহলরত পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। |
|