দলের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে জঙ্গি কার্যকলাপে যুক্ত সংগঠনগুলিকে জনবিচ্ছিন্ন করতে ডাক দিল তৃণমূল। গোটা উত্তরবঙ্গ জুড়ে রাজনৈতিক ভাবে ওই লড়াইতে সামিল হওয়ার কথা জানাল তারা। বুধবার দলের প্রতিষ্ঠা দিবসের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে সেই বার্তা দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। এ দিন ছোট বড় অন্তত ১৫ টি সভায় তিনি বক্তৃতা করেন। সব ক্ষেত্রেই তিনি জানিয়ে দেন, “সন্ত্রাসবাদের মোকাবিলায় রাজ্য সরকার কড়া ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি রাজনৈতিকভাবেও আমাদের এর মোকাবিলা করতে হবে। সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত গোষ্ঠীগুলিকে জন বিচ্ছিন্ন করতে সে কারণে দলের কর্মীদেরও সর্বদাই সচেষ্টা হতে হবে। মানুষের স্বার্থে এই লড়াই আমাদের করতেই হবে।” আজ, বৃহস্পতিবার জঙ্গি কার্যকলাপ এবং বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিলের করবেন তাঁরা।
এ দিন শিলিগুড়ি-সহ জলপাইগুড়ি, রায়গঞ্জ, কোচবিহার, তুফানগঞ্জ বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলিতে যে সমস্ত কর্মসূচি পালন করা হয়েছে সব ক্ষেত্রেই সেই বার্তা দিতে চেয়েছে তৃণমূল। শিলিগুড়ি হিলকার্ট রোডে তৃণমূলের দলীয় কার্যালয়ে এ দিন পতাকা তোলা হয়। ট্যাবলো এবং বাইক নিয়ে র্যালি বার করা হয়। তা শহর পরিক্রমা করে। উন্নয়নের বার্তা দেওয়ার পাশাপাশি জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে সরব হন দলের নেতা কর্মীরা। বিভিন্ন ওয়ার্ডে প্রতিষ্ঠা দিবস পালনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে দলের কর্মীদের জন সংযোগ বাড়াতে বলেন। মানুষকে নিয়ে বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার পরামর্শ দেন।
এ দিন সকালে হরিশ্চন্দ্রপুর হাসপাতালেও রোগীদের ফল বিলি করা হয়। স্থানীয় ব্লক নেতৃত্বের উদ্যোগে শতাধিক রোগীকে ফল দেওয়া হয়। মালবাজার মহকুমা জুড়েই দলের নেতা কর্মীরা দিনটি পালন করেন। মালবাজার এবং নাগরাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মালবাজার মহকুমা হাসপাতাল ও শুল্কাপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল মিষ্টি বিলি করা হয়। বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি তুলে ধরে পদযাত্রা করেন তাঁরা। মালবাজার শহরে মালবাজার বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায় আইএনটিটিইউসি’র পক্ষ থেকে দলীয় পতাকা উত্তোলন করে শোভাযাত্রা বার করা হয়। সংগঠনের জেলা সভাপতি মিঠু মোহন্ত পতাকা উত্তোলন করেন। কুমারগ্রাম এবং আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের বিভিন্ন বুথ এলাকায় পতাকা উত্তোলন এবং মিছিল হয়। বারবিশা ব্যবসায়ী সমিতির ভবনে ১০০ জন গরিব পরিবারের বাসিন্দাদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কম্বল তুলে দেন দলের আলিপুরদুয়ার সাংগঠনিক জেলা সভাপতি অনিল অধিকারী, মৃদুল গোস্বামীরা। চৌপথিতে প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানে সিপিএমের দশজন কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করেন দলের শ্রমিক নেতা গোবিন্দ চৌধুরী।
উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল আচার্য বলেন, ‘‘বিচ্ছিন্নবাদী কাজকর্মের বিরুদ্ধে দলের নেতা কর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে। কোথাও কিছু দেখলে পুলিশ প্রশাসনকে জানাতে হবে। বাসিন্দাদের সঙ্গে জন সংযোগ বাড়িতে এই কাজ দলের কর্মীদের করতে হবে।” রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৩০০ রোগীর মধ্যে এ দিন তাঁরা ফল, মিষ্টি বিলি করেন। পরে রায়গঞ্জে শিশুসদনের অনাথ আবাসিক এবং সূর্যোদয়ের মূক ও বধির আবাসিকদের মধ্যে ফল, মিষ্টি এবং উপহারসামগ্রী বিলি করা হয়। বিকালে অমলবাবু এবং রায়গঞ্জ শহর তৃণমূল সভাপতি প্রিয়তোষ মুখোপাধ্যায়ের নেতৃত্বে দলের শতাধিক কর্মী-সমর্থক রায়গঞ্জে মোটরবাইক র্যালি করেন।
তুফানগঞ্জ মহকুমার রামপুরে এ দিন আলাদা ভাবে দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করল তৃণমূলের দুই গোষ্ঠী। দলীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন রামপুরের জোড়াইয়ে দলের অফিসে স্থানীয় অঞ্চল সভাপতির অনুগামীরা প্রতিষ্ঠা দিবস পালন করেন। তার বিরুদ্ধ গোষ্ঠীর নেতাকর্মীরা কালীমাঠ এলাকায় আলাদা অনুষ্ঠান করেন। তৃণমূলের বক্সিরহাট ব্লক কার্য্যকরি সভাপতি স্বপন সাহা বলেন, “বিষয়টি শুনেছি বিস্তারিত খোঁজ নিচ্ছি।” |