কেএলও-র দাবির বিরোধিতায় কেপিপি
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
কেএলও জঙ্গি সংগঠনের পৃথক কামতাপুর রাষ্ট্র গঠনের দাবির বিরোধিতা করল কামতাপুর পিপলস পার্টি (কেপিপি)। বুধবার দলের কেন্দ্রীয় নেতৃত্ব জানান, ভারতীয় সংবিধানের কাঠামোর মধ্যে থেকে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন করছে কেপিপি। দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিখিল রায় বলেন, “শুধু কেএলও নয় যে কোনও সংগঠনের পৃথক রাষ্ট্র গঠনের দাবির আমরা বিরোধী। কেপিপি ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে পৃথক রাজ্যের দাবিতে গণতান্ত্রিক পথে আন্দোলন করছে। তবুও চক্রান্ত করে আমাদের কেএলও-র সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে।” উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর কেএলও-র ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনের সাধারণ সম্পাদক কৈলাস কোচ প্রেস বিবৃতি দিয়ে ফের পৃথক কামতাপুর রাষ্ট্র গঠনের হুমকি দিয়ে সশস্ত্র সংগ্রামের ডাক দেন। এদিন নিখিলবাবু বলেন, “আমরা বরাবর সন্ত্রাসবাদী কাজকর্মের বিরোধিতা করছি। দেশের অখণ্ডতা রক্ষায় আমরা প্রত্যেকে বদ্ধপরিকর।”
|
সিবিআই চেয়ে সই সংগ্রহে বামেরা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এসজেডিএর দুর্নীতি-কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে বামফ্রন্টের সই সংগ্রহের
অভিযানে সই করছেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। বুধবার শিলিগুড়িতে তোলা নিজস্ব চিত্র।
|
এসজেডিএ দুর্নীতি কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে সই সংগ্রহ অভিযানে নামল দার্জিলিং জেলা বামফ্রন্ট। বুধবার শিলিগুড়ির হাসমিচকে সই সংগ্রহের অভিযান শুরু হয়। শুরুতে সই করেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য-সহ বামফ্রন্টের জেলা নেতৃত্বের একাংশ। পরে হিলকার্ট রোডে সিপিএমের দলীয় কার্যালয়ের সামনে ফ্লেক্স রেখে সই সংগ্রহ চলে। ওই কর্মসূচিতে মাইক ব্যবহারের অনুমতি দেয়নি পুলিশ। তা নিয়ে দলের নেতা-কর্মীরা অসন্তোষ প্রকাশ করেছেন। অশোকবাবু বলেন, “জানুয়ারি মাস জুড়েই সই সংগ্রহ করা হবে। পরে সই সমন্বিত ওই ফ্লেক্স রাজ্যপালের কাছে পাঠিয়ে দাবির বিষয়টি জানানো হবে।” সিবিআই তদন্তের পাশাপাশি অপরাধীদের শাস্তির দাবি তুলেছেন তারা। আজ, বৃহস্পতিবার একই দাবিতে শিলিগুড়ি পুলিশ কমিশনারের দফতরে তারা স্মারকলিপিও দেবেন। অন্য দিকে মধ্যমগ্রামে গণধর্ষিতা কিশোরীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং বিচারের দাবিতে এ দিন শিলিগুড়িতে ধিক্কার মিছিল বার করে জেলা বামফ্রন্ট। তাদের দাবি, এ দিন অন্তত ১ হাজার জন উৎসাহী বাসিন্দা তাদের দাবির সঙ্গে সহমত পোষণ করে সই করেছেন। আবেদনপত্রেও সই করেছেন দলীয় নেতৃত্ব।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
বাইকে বাড়ি ফেরার সময় বাতিস্তম্ভে ধাক্কা খেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে শহরের শান্তিপাড়ার কাছে। পুলিশ জানায়, মৃতের নাম বিশ্বজিৎ মণ্ডল (২২)। তাঁর বাড়ি শহর লাগোয়া পাতকাটা কলোনি এলাকায়। চড়ুইভাতি খেয়ে বাড়ি ফেরার পথে ওই যুবক দুর্ঘটনার কবলে পড়েন।
|
বোমাতঙ্কের জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকল আলিপুরদুয়ার শহরে। বুধবার দুপুর একটা নাগাদ বক্সা ফিডার রোডের কদমতলা এলাকায় একটি পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছোয়। ঘটনার জেরে প্রায় আধাঘন্টা যান চলাচল বন্ধ ছিল। আলিপুরদুয়ার থানার আইসি দেবাশিস চক্রবর্তী জানান, “ওই প্লাস্টিকের ব্যাগটি রাস্তার ডিভাইডারের উপর রাখা ছিল। প্রাথমকি পরীক্ষার পর দেখে যায় তাতে খালি মদের বোতল কাগজে মুড়ে রাখা আছে।”
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। বুধবার সকালে ঘটনাটি ঘটে জয়গাঁ থানার বি বাড়ি এলাকায়। মৃতদেহটি রাস্তার মাঝে পড়ে থাকায় সকাল দশটা থেকে প্রায় আধঘণ্টা হাসিমারা জয়গাঁ রুটে যানচলাচল বন্ধ ছিল। জয়গাঁ থানার ওসি পঙ্কজ থাপা জানান, মৃতের নাম কমল ভুজেল (৫৮)। তোর্সা চা বাগানের বাসিন্দা কমল ওই সময় দলসিংপাড়া এলাকায় যাচ্ছিলেন। পেছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পলাতক বলে জানানো হয়েছে।
|
আলিরপুরদুয়ারে ওয়ার্ড উৎসবে যোগ দিলেন এভারেস্ট জয়ী ছন্দা গায়েন। বুধবার শহরের ৬ নম্বর ওয়ার্ডে শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় উৎসব। ছন্দা গায়েন সহ পবর্তারোহী রাজীব মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হয়। ওয়ার্ডের কাউন্সিলর গৌতম তালুকদার বলেন, “বাসিন্দাদের নিয়ে নানা আলোচনাও চলবে।” |