স্বেচ্ছাশ্রমে পিকনিক স্পট তৈরি করেছেন বাসিন্দারা
রকারি সাহায্য ছাড়াই বনবস্তির বাসিন্দারা স্বেচ্ছাশ্রমে গড়ে তুলেছেন পিকনিক স্পট। আমলকি হরতি, বয়রা, শাল সেগুনের জঙ্গলে ভিড় করছেন বাসিন্দারা। জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ ছেড়ে ৪০ জন পুরুষ মহিলা বানিয়া নদীর ধারে শুরু করেছেন ওই পিকনিক স্পটটি। বন দফতর সূত্রে জানাগেছে, ২০০৯ সালে ডিসেম্বর মাসে বন্যপ্রান তিন বিভাগের চিলাপাতা রেঞ্জের বানিয়া নদীর ধারে বাংলা সিনেমা ‘মনের মানুষের’ শু্যটিং হয়। পরের বছর ২০১০ সালে জঙ্গল সংলগ্ন বানিয়া নদীর পাশে বন দফতরের ৩৫-৪০ বিঘা জমিতে থাকা আমলকি হরতকির জঙ্গলে শুরু হয় স্পটটি। নাম দেওয়া হয় ‘মনের মানুষ’। নিজেরাই জঙ্গল সাফ করে পর্যটকদের ঘোরার ব্যবস্থা করেন বাসিন্দারা। বন দফতরের অনুমতি না থাকলেও ভাল কাজ দেখে বাধা দেননি আধিকারিকরা।
বাসিন্দারাই গড়ে তুলেছেন এই পিকনিক স্পট। ছবি: নারায়ণ দে।
বন্যপ্রাণ তিন বিভাগের ডিএফও রাজেন্দ্র জাখর জানান, বনবস্তির অধিকাংশ বাসিন্দা জঙ্গলের জ্বালানি কাঠ সংগ্রহ করে বিক্রি করেন। এখন তাঁদের একাংশ পিকনিক স্পটটি চালাচ্ছে। এতে জঙ্গলের উপর নির্ভরতা চালাচ্ছে। আমরা বানিয়া নদীর মধ্যে বাঁধ দিয়ে সেখানে নৌকা চালানোর চিন্তাভাবনা করছি। বানিয়া ইকো ডেভলপমেন্ট কমিটির সদস্য ছিপুয়া ওরাঁও, মঙ্গল রাভা, সুনীল রাভা, একাদশী রাভা’রা জানান, ধান ভুট্টার ফসলের সময় হাতি বাইসনের হানা লেগে থাকেই। জঙ্গলে কাঠ সংগ্রহ করে বেশিরভাগ লোকের সংসার চলে। স্পটটি হওয়ায় বাসিন্দাদের আয় কিছুটা বেড়েছে। বন দফতর এগিয়ে এলে এলাকাবাসীর আরও উন্নয়ন হতে পারে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.