দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের দলের সাফল্য মাথায় রেখে সামাজিক আন্দোলনের গুরুত্ব নিয়ে নতুন করে সক্রিয় হচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা। বেশ কিছু দিন ধরেই দলিত ও সংখ্যালঘুদের জন্য সামাজিক ন্যায়-বিচারের দাবি নিয়ে দলের বাইরে আলাদা মঞ্চে সামিল হয়েছেন সিপিএমের রাজ্য কমিটির এই বর্ষীয়ান সদস্য। দিল্লিতে আপ-এর সাফল্য দেখার পরে সেই কর্মকাণ্ডের গতি বাড়াতে চাইছেন তিনি। ওই সংগঠনের কাজ করতে গিয়ে দলের সঙ্গে বিরোধ দেখা দিলে বোঝাপড়া করে নিতেও ছাড়বেন না বলে এ বার হুঁশিয়ারি দিয়েছেন রেজ্জাক!
কলকাতা প্রেস ক্লাবে বুধবার তাঁর ওই অরাজনৈতিক সংগঠন ‘আদম’-এর মুখপত্র আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেছেন রেজ্জাক। রেজ্জাক এ দিন বলেন, “দলিত শ্রেণি ও সংখ্যালঘুদের একাংশের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে সিপিএম। দলিত ও সংখ্যালঘুদের সামাজিক ন্যায়-বিচারের দাবি নিয়ে অরাজনৈতিক সংগঠনের মাধ্যমে আন্দোলন করতে হবে।” আপাতত তিনি সিপিএম না ছাড়লেও সিপিএমের কাঠামোর মধ্যে থেকে সামাজিক সংগঠনের কাজ করতে গিয়ে সমস্যা দেখা দিলে ‘বোঝাপড়া’ও করে নেবেন, জানান প্রবীণ বিধায়ক!
দিল্লিতে আপ-এর সরকার গড়ার বিষয়টিও উল্লেখ করে রেজ্জাক বলেন, “মানুষ অরাজনৈতিক সংগঠনের দিকে ঝুঁকতে শুরু করেছে। আমাদের এখানে সমাজের বঞ্চিত দলিত ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ন্যায়-বিচার ও প্রাপ্যের দাবিতে ‘আদম’ আন্দোলনে যোগ দিতে পারবেন।” সিপিএমে ‘কালো চুলে’র নেতাদের প্রয়োজন আছে বলে দীর্ঘদিন ধরে সরব রেজ্জাকের নেতৃত্বাধীন সংগঠনের মাথায় অবশ্য ‘সাদা চুলে’র ব্যক্তিত্বরাই রয়েছেন! রেজ্জাকের ব্যাখ্যা, “কালো চুলের ছেলেরা মাঠেঘাটে আন্দোলন করবে। আর পাকা চুলের নেতারা আন্দোলনের দিশা দেখাবেন।” |
দুর্ঘটনায় মৃত্যু কাকা-ভাইপোর
নিজস্ব সংবাদদাতা • কল্যাণী ও স্বরূপনগর |
নদিয়ার কল্যাণীতে বর্ষশেষের রাতে দুর্ঘটনায় প্রাণ গেলেন কাকা-ভাইপোর। অন্য দিকে, বছরের শুরুর দিনটিতে হুগলির চণ্ডীতলা এবং ধনেখালিতে দু’টি পৃথক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও দু’জন। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কল্যাণী থানার বুদ্ধ পার্কের বি এড কলেজের কাছে দুর্ঘটনায় মৃত্যু হয় প্রসেনজিৎ ঘোষ (২৩) ও শুভাশিস ঘোষের (২৪)। বলাগড়ের ডুমুরদহের ঘোষপাড়ার বাসিন্দা প্রসেনজিৎ ও তাঁর ভাইপো শুভাশিস আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। ট্রাক ধাক্কা মারে তাঁদের। অন্য একটি ঘটনায়, দু’টি মোটর বাইকের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয়েছে এক জনের। জখম দু’জন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরের চারঘাটে। পুলিশ জানায়, মৃতের নাম তাপস মণ্ডল (৩২)। ঘন কুয়াশার জন্যই দুর্ঘটনা বলে পুলিশের অনুমান। |