প্রতিষ্ঠা দিবসে পূর্বে তৃণমূলের দখলে আরও একটি পঞ্চায়েত
য়নার শ্রীকণ্ঠার পর এ বার তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর ১ গ্রাম পঞ্চায়েত।
পঞ্চায়েত সদস্যরা দলে যোগ দেওয়ায় ফের একটি পঞ্চায়েত দখলে এল তৃণমূলের। বুধবার মেচেদার বিদ্যাসাগর মোড়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সভায় সাংসদ শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে শান্তিপুর-১ পঞ্চায়েতের সিপিএম প্রধান নুর নেহার বেগম, নির্দল উপ-প্রধান দিলীপ ফদিকার-সহ ৯ জন বামফ্রন্ট পঞ্চায়েত সদস্য আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেন। এর ফলে শহিদ মাতঙ্গিনী ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একমাত্র দখলে থাকা পঞ্চায়েতটিও হাতছাড়া হল বামফ্রন্টের।
এর আগের দফায় শান্তিপুর ১ গ্রাম পঞ্চায়েতে ক্ষমতায় ছিল তৃণমূলই। কিন্তু এ বার পঞ্চায়েত নির্বাচনে ১৭ সদস্য বিশিষ্ট শান্তিপুর-১ পঞ্চায়েতের ১১টি আসনে জেতে বামফ্রন্ট। এদের মধ্যে সিপিএমের ৯, সিপিআই ও নির্দলের এক জন করে সদস্য ছিলেন। মাত্র ৬টি আসনে জেতে তৃণমূল। খোদ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন ওই পঞ্চায়েত এলাকায় বামফ্রন্টের কাছে পরাজয়ের জেরে অস্বস্তিতে পড়ে শাসকদল। প্রধান নির্বাচনের দিন থেকেই গোলমাল চলছিল পঞ্চায়েতটিতে। এমনকী বিক্ষোভের জেরে প্রধান পঞ্চায়েত অফিসে ঢুকতে পর্যন্ত পারছিলেন না।

মেচেদার অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী। ছবি: পার্থপ্রতিম দাস।
সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নিরঞ্জন সিহি বলেন, “প্রথম দিন থেকেই ওখানে গণ্ডগোল পাকাচ্ছে তৃণমূল। পুলিশ-প্রশাসনও সহযোগিতা করেনি। কোথাও ভয়-ভীতি, কোথাও টোপ দেখিয়ে পঞ্চায়েত সদস্যদের দলে টেনেছে ওরা।” সদ্য তৃণমূলে আসা পঞ্চায়েত প্রধান নুর নেহার বেগম অবশ্য মুখে বলছেন, “উন্নয়নের স্বার্থেই তৃণমূলে যোগ দিয়েছি।” তৃণমূল সূত্রে খবর, প্রধান হিসেবেই থাকছেন নুর নেহার বেগম।
এ দিনের সভায় শান্তিপুর-১ গ্রাম পঞ্চায়েতের ৯ জন বামফ্রন্ট সদস্য ছাড়াও ওই ব্লকেরই শান্তিপুর-২ গ্রাম পঞ্চায়েতের এক জন কংগ্রেস, এক জন নির্দল সদস্য, কাখরদা গ্রাম পঞ্চায়েতের এক নির্দল সদস্য ও তমলুক শহরের স্থানীয় তিন কংগ্রেস নেতা-সহ দলের বেশ কিছু সমর্থক আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেন। সভায় শুভেন্দু বলেন, ‘‘বামপন্থীরা আমাদের দলে এসেছিল বলেই আমরা হলদিয়া পুরসভা দখল করতে পেরেছি। এর আগে ময়না ব্লক সিপিএম মুক্ত হয়েছিল। আজকে শহিদ মাতঙ্গিনী ব্লক সিপিএম মুক্ত হল। উন্নয়নের স্বার্থেই জনপ্রতিনিধিরা আমাদের দলে যোগ দিতে চেয়ে আবেদন করেছিলেন। আমরা আবেদন গ্রহণ করেছি।” আসন্ন লোকসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে এদিন সভায় ফের শুভেন্দু বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে দেশে পরিবর্তনের ডাক দিয়েছেন। কংগ্রেস নয়। বিজেপি নয়। এদের জনবিরোধী কাজের বিরুদ্ধে বিকল্পশক্তি হিসেবে ন্যাশনাল ফ্রন্ট গড়ে তুলে সরকার গড়তে হবে। সেই লক্ষ্যে আমরা তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী দল হিসেবে গড়ে তোলার জন্য লড়াই চালাব।”
এ দিনই দুর্গাচক নিউ মার্কেটে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদ্যাপনের অনুষ্ঠানে সাংসদ শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, “আগামী ১১ জানুয়ারি সুতাহাটার এক দলীয় সভায় কয়েকজন সিপিএম ও সিপিআই পঞ্চায়েত প্রতিনিধি আমাদের দলে যোগ দেবেন।” সুতাহাটা বাজারের এক অনুষ্ঠানে হলদিয়ার বিধায়ক শিউলি সাহার উপস্থিতিতে ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের কয়েকজন নির্দল সদস্য তৃণমূলে যোগ দেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.