টুকরো খবর
৪০০ মৎস্যজীবীর বাড়ি গীতাঞ্জলি প্রকল্পে
মৎস্যজীবীদের ‘হাইজেনিক বক্স’ দেওয়ার কথা ছিল। কথা ছিল সাইকেল ও ভ্যান রিকশা দেওয়ারও। চলতি আর্থিক বছরের শেষ লগ্নে পৌঁছেও সেই পরিকল্পনা বাস্তবায়িত করা যায়নি। এ বার তার উপর গীতাঞ্জলি প্রকল্পে মৎস্যজীবীদের বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থির হয়েছে, শুধু পশ্চিম মেদিনীপুরেই ৪০০ জন মৎস্যজীবীকে বাড়ি তৈরি করে দেওয়া হবে। বাজারে যাওয়ার পথে মাছে পচন রুখতে পশ্চিম মেদিনীপুর জেলার ১৩৩৪ জন মৎসাজীবীকে ‘হাইজেনিক ইনসুলেটেড বক্স’ দেওয়ার কথা ছিল প্রশাসনের। প্রতিটি বাক্সে বরফ দেওয়ার পরেও ন্যূনতম ৫০ কেজি মাছ সংরক্ষণ করা সম্ভব। কিন্তু ২০১২-১৩ অর্থবর্ষের এই পরিকল্পনা ২০১৩-১৪ অর্থবর্ষের শেষলগ্নে এসেও কার্যকর হয়নি। কয়েকমাস আগে মুখ্যমন্ত্রীর একটি অনুষ্ঠানে মাত্র ৪০ জনকে বাক্স দেওয়া হয়। তারপর আর কেউ পাননি। অথচ, এই প্রকল্পের জন্য সরকার প্রায় সাড়ে ৪২ লক্ষ টাকা মঞ্জুর করেছিল। একইভাবে সাইকেল ও সঙ্গে একটি করে ‘হাইজেনিক ইনসুলেটেড বক্স’ দেওয়ারও পরিকল্পনা নেওয়া হয়েছিল ওই বছরেই। ১৬৫ জনকে সাইকেল ও বাক্স দেওয়ার জন্য অর্থ বরাদ্দ হলেও তা এখনও পড়ে। এ ছাড়াও চলতি আর্থিক বছরে ১৫ জন মৎস্যজীবীকে ভ্যান রিকশা দেওয়ার কথা ছিল। যে ভ্যান রিকশাতে থাকবে ২টি হাইজেনিক ইনসুলেটেড বক্স, মাইক ও আলো। প্রতিটির জন্য ৫০ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছিল। সে টাকাও এখনও পড়ে রয়েছে। এই প্রেক্ষিতে নতুন করে মৎস্যজীবীদের বাড়ি তৈরির জন্য সরকার উদ্যোগী হলেও তা কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। জেলা পরিষদ অবশ্য জানিয়েছে, উপভোক্তার তালিকা তৈরি করতে প্রতিটি ব্লককে চিঠি দেওয়া হয়েছে। ব্লক থেকে উপভোক্তাদের নাম আসার পরেই বাড়ি তৈরির কাজ শুরু হবে।

গড়বেতায় দৌড় প্রতিযোগিতা
গড়বেতা যুব গোষ্ঠীর উদ্যোগে ৮ মাইল দৌড় প্রতিযোগিতা হল গড়বেতায়। প্রতি বছরই ১ জানুয়ারি এই প্রতিযোগিতা হয়। এ নিয়ে প্রতিযোগিতাটি ৩৫ বছরে পদার্পণ করল। এ বার ২৫৬ জন প্রতিযোগী দৌড়ে অংশে নেন। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ২৫ জনকে পুরস্কার দেওয়া হয়। প্রথম ১৫ জন প্রতিযোগীকে পুরস্কৃত করার পাশাপাশি স্থানীয় ৫ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। আলাদা ভাবে মহিলাদের মধ্যে প্রথম তিন জনকে পুরস্কৃত করা হয়। এ ছাড়াও দৌড় শেষ করে আসা ১ জন প্রতিবন্ধী ও ১ জন বয়স্ক ব্যক্তিকেও পুরস্কৃৃত করা হয়েছে। প্রথম হয়েছেন আরোজ মণ্ডল, দ্বিতীয় হয়েছেন অর্জুন টুডু ও তৃতীয় স্থান অধিকার করেছেন নির্মল মাহাতো। তিন জনেই মেদিনীপুর শহরের তরুণ সঙ্ঘ ব্যায়ামাগারের সদস্য। স্থানীয় প্রতিযোগীদের মধ্যে প্রথম হয়েছেন ট্রলি চালক অজিত সর্দার। তিনি আবার মূল স্তরেও অষ্টম স্থান অধিকার করেছেন।

বর্ষবরণে তৃণমূল
তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার দিনভর জেলা জুড়ে নানা কর্মসূচি হয়েছে। দলের নির্দেশ ছিল, পতাকা উত্তোলন-মিছিল-পথসভার পাশাপাশি সমাজসেবা মূলক কর্মসূচিও করতে হবে। সেই মতো এ দিন জেলার বিভিন্ন প্রান্তে এমন কর্মসূচি হয়। মেদিনীপুর শহর যুব তৃণমূলের উদ্যোগে মেডিক্যাল কলেজ হাসপাতালে ফল বিতরণ করা হয়। গড়বেতা, কেশপুরেও নানা কর্মসূচি হয়েছে। মেদিনীপুর শহরের গাঁধীমূর্তির কাছে মঞ্চ বেঁধে মঙ্গলবার রাতভর অনুষ্ঠান হয় তৃণমূলের। মেদিনীপুর শহরের মতোই খড়্গপুর শহর থেকে শুরু করে মহকুমা ও ব্লকেও তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে মহাসমারোহে। তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় বলেন, “দলের উদ্যোগে বছরের নানা সময়ে সমাজসেবা মূলক কর্মসূচি হয়। দলের প্রতিষ্ঠা দিবসেও এমন কর্মসূচি হয়েছে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.