মাঠের মধ্যে ছটফট করছিল একটি হাতি। স্থানীয় বাসিন্দারা তার মাথায় জল ঢালেন। কিছু ক্ষণ পরেই মৃত্যু হয় ওই হাতির। বুধবার বিকেলে বড়জোড়ার জমাদার গ্রামের ঘটনা। ডিএফও (বাঁকুড়া উত্তর) সুধীরচন্দ্র দাস বলেন, “বছর পনেরোর ওই হাতিটি কী কারণে মারা গিয়েছে, তা স্পষ্ট নয়। মৃত্যুর কারণ জানতে দেহটির ময়নাতদন্ত করা হবে। বড়জোড়ার প্রাণী-স্বাস্থ্য আধিকারিক সঞ্জয় শীট জানিয়েছেন, আজ বৃহস্পতিবার হাতিটির দেহের ময়নাতদন্ত করা হবে। সোমবার বড়জোড়ারই সয়েরগ্রামে বিদ্যুতের খুঁটি থেকে ঝুলে থাকা তারে বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা যায় একটি দাঁতাল।
|
চোরাশিকারিদের গুলিতে মৃত্যু হল মানসের আরও একটি গন্ডারের। গত সন্ধ্যায় বাঁশবাড়ি রেঞ্জে। সারফুলি শিবিরের কাছে গুলির শব্দ পান বনরক্ষীরা। একটি স্ত্রী গন্ডারের রক্তাক্ত দেহ খুঁজে পাওয়া যায়। ২০১২-তে পবিতরা থেকে ওই গন্ডারটিকে মানসে প্রতিস্থাপিত করা হয়েছিল। এ নিয়ে মানসে এক বছরে ৬টি গন্ডার শিকারিদের হাতে মারা পড়ল। বাকি রয়েছে ২৫টি। নাগাড়ে গন্ডার হত্যার জেরে, ‘ইন্ডিয়ান রাইনো ভিশন’ কর্তৃপক্ষ মানসে ফের কোনও গন্ডার না-পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
|