সিপিএম থেকে তৃণমূলে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বালি জগাছা ব্লকের পঞ্চায়েত সমিতি বিরোধী-শূন্য হল। পুরোটাই চলে গেল তৃণমূলের হাতে। পঞ্চায়েত নির্বাচনে ওই ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতই পায় তৃণমূল। কিন্তু পঞ্চায়েত সমিতিতে ২৪টি আসনের মধ্যে দু’টি ছিল সিপিএমের দখলে। বুধবার চামরাইল পঞ্চায়েতের সদস্য, সিপিএমের এনামুল হোসেন মল্লিক এবং জগদীশপুর পঞ্চায়েতের সিপিএম সদস্য শেফালি কয়াল তৃণমূলে যোগ দেন। এর ফলে সমিতির ২৪টি আসনই তৃণমূলের দখলে চলে আসে। চামরাইল পঞ্চায়েতের সাত সিপিএম সদস্যের মধ্যে চার জনও এ দিন তৃণমূলে যোগ দেন।
|
অস্বাভাবিক মৃত্যু হল এক বধূর। মঙ্গলবার রাতে আরামবাগের গৌরহাটির বারোয়ারি সংসদের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম বন্দনা পোড়েল (২৫)। এই ঘটনায় বধূর স্বামী-সহ পাঁচ জনের বিরুদ্ধে আরামবাগ থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেন বন্দনার মা গঙ্গা বাড়ুই। পুলিশ জানায়, বছর পাঁচেক আগে ওই গ্রামের যাদববাটি সংসদের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে বিয়ে হয়েছিল বারোয়ারি সংসদের প্রদীপ পোড়েলের। বধূর মা পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, মাস ছয়েক আগে জামাই এবং তাঁর মা ২০ হাজার টাকা দাবি করেছিলেন। তাঁরা ওই টাকা দিতে রাজি না হওয়ায় মেয়ের উপরে শারীরিক-মানসিক নির্যাতন হত। তার জেরেই আত্মহত্যা করে মেয়ে। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।
|
সম্প্রতি দু’দিনব্যাপী গ্রামীণ মেলা হয়ে গেল আমতায়। আমতা গ্রামীণ মেলা কমিটির উদ্যোগে আমতা অডিটোরিয়াম হলে এই মেলার উদ্বোধন করেন খড়িয়প রামকৃষ্ণ প্রেমবিহারের স্বামী ভাবস্থিতানন্দ। উপস্থিত ছিলেন জেলাপরিষদ সদস্য রমেশ পাল। মেলায় যোগ দেয় আমতা ও ডোমজুড়ের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী। |