নতুন বছরের শুরুটা শেয়ার বাজারের পক্ষে তেমন ভাল হল না। অল্প হলেও বছরের প্রথম দিনই পড়ল সূচক। বুধবার সেনসেক্স পড়েছে ৩০.২০ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে তা দাঁড়ায় ২১,১৪০.৪৮ অঙ্কে। এ দিন আমেরিকা-সহ আন্তর্জাতিক দুনিয়ার বহু শেয়ার বাজারই বন্ধ ছিল। ভারতেও লেনদেন হয়েছে ঢিমেতালে। তবে দিনের শুরুতে সেনসেক্স অনেকটাই উপরের দিকে উঠেছিল। কিন্তু লাভের টাকা তুলে নেওয়ার জন্য লগ্নিকারীদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক পড়ে। যার জেরে নেমে আসে সূচকের পারা। বিশেষজ্ঞদের মতে, অনিশ্চিত বাজারে লগ্নিকারীরা বেশি দিন শেয়ার হাতে ধরে রাখতে চাইছেন না। ফলে কিছুটা মুনাফা হলেই শেয়ার বিক্রির প্রবণতা আগামী দিনে আরও বাড়তে পারে। যার নিট ফল প্রথমে উঠেও পরে পড়ার প্রবণতা ভবিষ্যতেও থাকতে পারে বাজারে। পিটিআইয়ের খবর, গত মঙ্গলবার আমেরিকার বাজার খুবই তেজী ছিল। ডাও জোন্স শিল্প সূচক গড়ে ২৬.৫% বেড়ে যাওয়ার খবর বুধবারও উৎসাহিত করেছে আমেরিকার লগ্নিকারীদের। এর জেরে ভারতের বাজারও এ সপ্তাহে চাঙ্গা হতে পারে, মত বিশেষজ্ঞদের একাংশের।
|
ইস্পাতের দাম বাড়ল টন প্রতি ১,০০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত। কাঁচা মালের দাম এবং পণ্য মাসুল বাড়ার কারণেই এই সিদ্ধান্ত বলে ইস্পাত শিল্পের পক্ষ থেকে জানানো হয়েছে। ক্রমেই কমতে থাকা মুনাফার অঙ্ক এর জেরে কিছুটা বাড়ানো সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেছে। এর ফলে হট রোল্ড কয়েলের দাম টনে বেড়ে হল ৩৯,৫০০ টাকা। সেপ্টেম্বরে দাম বেড়েছিল টনে ২৫০০ টাকা পর্যন্ত। কিন্তু তার পর এনএমডিসি টন প্রতি আকরিকের দাম বাড়িয়েছে ১০০ টাকা করে। ভারতীয় রেলও ব্যস্ত মরসুমের জন্য বাড়তি মাসুল ধার্য করেছে অক্টোবর থেকে। টাটা স্টিল ও সেল ছাড়া অন্য সংস্থাগুলি এনএমডিসি-র কাছ থেকেই আকরিক কেনে।
|
নতুন রেকারিং ডিপজিট প্রকল্প ‘আরডি প্লাস’ চালু করল অন্ধ্র ব্যাঙ্ক। ন্যূনতম ১০০ টাকা দিয়ে অ্যাকউন্ট খুলতে হয়। তার পর সেই অঙ্কের থেকে বেশি টাকা পরের মাসগুলিতে রাখা যায়। ১০০ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত যে-কোনও অঙ্কের টাকা যে-কোনও মাসে জমা দেওয়ার সুবিধা আছে এতে। এ দিকে, অন্ধ্র ব্যাঙ্কের কলকাতা শাখার কর্তা টি বেঙ্কাইয়া জানান, এই অর্থবর্ষের প্রথম ছ’মাসে তাঁরা ২ লক্ষ ৩০ হাজার ৫৭ কোটি টাকার ব্যবসা করেছেন।
|
বিমান জ্বালানি এটিএফের দাম বাড়ল ২.৭%। ভারত পেট্রোলিয়াম জানিয়েছে, এ বার দিল্লিতে কিলোলিটার পিছু ২,০৩৬.৫৯ টাকা বেড়ে দাঁড়াল ৭৬,২৪১.৩৩ টাকা। মুম্বইয়ে নতুন দাম কিলোলিটারে ৭৮,৭৮৩.৮৩ টাকা।
|
রাজেশকুমার সিংহ পূর্ব রেলের নতুন জেনারেল ম্যানেজার হলেন। তিনি উত্তর-পূর্ব সীমান্ত রেলের জিএম (নির্মাণ কাজ) ছিলেন। এর আগেও রেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজের অভিজ্ঞতা আছে তাঁর। লন্ডন ও জার্মানিতে ভারতীয় দূতাবাসে ভারতীয় রেলের উপদেষ্টা হিসাবেও কাজ করেছেন তিনি। |