জীবনবিমা
ডাক যোগে সুরক্ষা
সংখ্য চিঠিপত্রের আদান-প্রদান এবং একগুচ্ছ ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প পরিচালনা এটাই ডাক বিভাগের কাজ বলে জানেন বেশির ভাগ মানুষ। অথচ অনেকেই খবর রাখেন না যে, ভারতে প্রথম জীবনবিমা প্রকল্প চালু করার কৃতিত্ব এই ডাক বিভাগেরই। যার নাম ‘পোস্টাল লাইফ ইনশিওরেন্স’ (পিএলআই)। এই বিমা এখনও দেশ জুড়ে ভাল ভাবেই চলছে এবং সেটা আজকের বিমা বাজারের তীব্র প্রতিযোগিতার মধ্যে দাঁড়িয়েও। তবে ডাক বিভাগের জীবনবিমার যতটা প্রচার এবং প্রসার হওয়া উচিত ছিল, ততটা হয়নি। ফলে সমাজের একটা বড় অংশ এর সুযোগ নিতে পারেন না।

কাদের জন্য
১৮৮৪ সালে মূলত ডাক ও তার বিভাগের কর্মীদের জন্য পিএলআই চালু হয়। কিন্তু দ্রুত জনপ্রিয়তা অর্জন করায় প্রকল্পটিকে ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীর মধ্যে। এখন যাঁরা এই বিমার সুবিধা পেতে পারেন, তাঁরা হলেন—
• রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককর্মী
• বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী
• সরকারি অর্থ প্রতিষ্ঠানের কর্মিবৃন্দ
• পুরসভা এবং জেলা পরিষদের কর্মী
• রিজার্ভ ব্যাঙ্ক ও গ্রামীণ ব্যাঙ্ক কর্মী
• প্রতিরক্ষার কাজে নিযুক্ত কর্মী
• সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল এবং কলেজের কর্মচারী-সহ বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মী।
শুরুতে সর্বাধিক বিমার অঙ্ক ছিল ৪০০০ টাকা। বর্তমানে সবক’টি প্রকল্প মিলিয়ে ডাক বিমা নেওয়া যেতে পারে সর্বাধিক ১০ লক্ষ টাকার।

প্রকারভেদ
পিএলআই-এর অধীনে ৬ ধরনের পলিসি আছে। এগুলি হল, সন্তোষ, যুগল সুরক্ষা, সুমঙ্গল, সুবিধা, সুরক্ষা ও শিশুদের পলিসি। যোগ দেওয়া যায় ১৯ বছর বয়স হলে। শিশু পলিসি করার বয়স ৫ থেকে ২০ বছর। পলিসিগুলির ধরন এনডাওমেন্ট, জয়েন্ট লাইফ এনডাওমেন্ট, হোল লাইফ পলিসি।

বিমার সুবিধা
এই জীবনবিমা প্রকল্পে সুবিধা অনেক। দেখে নেব এক নজরে।
• দীর্ঘ মেয়াদে ছোট প্রিমিয়াম
• উঁচু বোনাস
• ঝুকির বিরুদ্ধে বিমা চালু বিমাপত্র গ্রহণের দিন থেকেই
• সবই ‘লাভ-সহ’ পলিসি
• আয়কর সাশ্রয় হয়
• পলিসি জমা রেখে ঋণ মেলে
• বন্ধ হওয়া পলিসি যে-কোনও সময়ে বাঁচিয়ে তোলা যায়
• নমিনেশনের সুবিধা আছে
• প্রিমিয়াম অগ্রিম দেওয়া যায় এবং তার দরুন রিবেটও পাওয়া যায়
• গ্রুপ ইনশিওরেন্স করা যায়
• বিমা অ্যাকাউন্ট এক ডাকঘর থেকে অন্যটিতে স্থানান্তর করা যায়।

গ্রামীণ ডাক জীবনবিমা
গ্রামের মানুষও যাতে জীবনবিমার সুবিধা পান, তার জন্য ১৯৯৫ সালে ডাক জীবনবিমা প্রসারিত করা হয় গ্রামের মানুষের জন্যও। চাকরিজীবী না-হয়ে গ্রামীণ ডাক জীবনবিমার সুবিধা নিতে পারবেন গ্রামের অতি সাধারণ মানুষ। আর্থিক ভাবে দুর্বল মানুষের নিরাপত্তা দেওয়ার জন্যই এই প্রকল্পের সূচনা। সামান্য প্রিমিয়ামে একজন সামর্থ্য অনুযায়ী বিমা করাতে পারবেন। বিভিন্ন প্রয়োজন মেটাতে আছে নানা বিমা প্রকল্প। আছে ছোট মেয়াদের এবং মানি ব্যাক প্রকল্পও।

প্রচার ও প্রসার
প্রচার নেই, তাই যতটা হওয়া উচিত ছিল ততটা প্রসার লাভও করেনি। অতি অল্প খরচে ন্যূনতম সুরক্ষার ব্যবস্থা করতে পারেন অসংখ্য সরকারি ও আধা-সরকারি কর্মী এবং গ্রামের অতি সাধারণ মানুষ। ডাকঘর জীবন বিমার ব্যাপারে বিশদ তথ্য এবং বিমা ক্রয়ের জন্য ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন স্থানীয় ডাকঘরে।

পিএলআই ওয়েবসাইট
পোস্টাল লাইফ ইনশিওরেন্স ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের পলিসির তথ্য মিলবে। www.postallifeinsurance.gov.in ওয়েবসাইটে পাওয়া যাবে অতীতে ঘোষিত বোনাস সংক্রান্ত তথ্য, বিভিন্ন প্রশ্নের উত্তর, পিএলআই প্রিমিয়াম ক্যালকুলেটর, সারেন্ডার, ঋণ সংক্রান্ত তথ্য, বিভিন্ন ধরনের ফর্ম ইত্যাদি।
লেখক বিনিয়োগ বিশেষজ্ঞ
(মতামত ব্যক্তিগত)


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.