ফিলিপিন্সে মৃত দুই, আহত ৫৯৯ |
বছরের শেষটা ভাল কাটল না ফিলিপিন্সবাসীর। আতসবাজি বিস্ফোরণে সেখানে মৃত্যু হয়েছে দু’জনের। বড়দিন থেকে বর্ষশেষের রাত্তির, এই ক’দিন এ রকমই ছোটখাটো দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৫৯৯ জন। মঙ্গলবার রাতে যে দু’জন মারা গিয়েছেন তাঁর মধ্যে এক জন উত্তর কাগাইয়ান প্রদেশের বাসিন্দা। আতসবাজি বিস্ফোরণে মৃত্যু হয়েছে তাঁর। দ্বিতীয় জন বছর উনিশের এক যুবক। মাথায় গুলি লেগে মারা যান তিনি। এমনিতেই ২০১৩-র শেষ দুটো মাস খুব একটা ভাল কাটেনি ফিলিপিন্সের বাসিন্দাদের। নভেম্বর মাসে টাইফুন হাইয়ানের দাপটে মারা গিয়েছিলেন ছ’হাজারেরও বেশি মানুষ।
|
বিস্ফোরণে নিহত হলেন প্রাগে প্যালেস্তাইনের রাষ্ট্রদূত জামাল আল জামাল। গত অক্টোবরেই দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিছু দিন হল প্রাগের উত্তরে শহরতলি অঞ্চলের বাড়িটিতে ঠিকানা বদলে ছিলেন। এ দিন বাড়িতে একটি পুরনো আলমারি খোলার কিছু ক্ষণ পরে বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। আগের দূতাবাস থেকে আলমারিটি নতুন বাড়িতে আনা হয়েছিল। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণে গুরুতর জখম হন জামাল। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অস্ত্রোপচারও করা হয়। কিন্তু বাঁচানো যায়নি জামালকে।
|
নববর্ষে দেশবাসীর প্রতি এক বার্তায় অবশেষে সন্ত্রাসবাদ নিয়ে মুখ খুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত রবিবার ও সোমবার ২৪ ঘণ্টার ব্যবধানে রাশিয়ার ভলগোগ্রাদ শহরে দু’টি আত্মঘাতী বিস্ফোরণে ৩৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পুতিন বলেছেন, “যত ক্ষণ না সন্ত্রাসবাদের পুরোপুরি বিনাশ হচ্ছে, আমরা সন্তুষ্ট হব না।”
|
দেশদ্রোহের মামলার শুনানির জন্য বুধবার বিশেষ আদালতে হাজির হওয়ার কথা ছিল প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের। কিন্তু তাঁর খামারবাড়ির কাছে বোমা উদ্ধার হওয়ায় আদালতে যেতে পারলেন না তিনি। তিন সদস্যের বিচারকের বেঞ্চ মুশারফকে বৃহস্পতিবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
|
নববর্ষের উৎসবে জল ঢেলে দিল ইসলামাবাদ প্রশাসন। নতুন বছর উপলক্ষে হোটেলগুলিতে নানা অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। কিন্তু শেষ মুহূর্তে রাতভর পার্টির ছাড়পত্র বাতিল করে দিল প্রশাসন। |