টুকরো খবর
বিদ্যুৎ মাসুল ১৫ পয়সা বৃদ্ধি শহরের বাইরে

ফের মাসুল বাড়াল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থা। জ্বালানি খরচ বাবদ প্রতি ইউনিটে ১৫ পয়সা করে মাসুল বাড়বে বলে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তারা। বাড়তি ফুয়েল সারচার্জ আদায় করা হবে ডিসেম্বর মাসের বিলেই। এতে গৃহস্থের ইউনিট পিছু গড় মাসুল গিয়ে দাঁড়াবে ৬ টাকা ৮ পয়সা করে (রাজ্য সরকারের ২৫ পয়সা করে ভর্তুকি বাদ দিয়ে)। সিইএসসি এলাকায় এখন ইউনিট পিছু গড় মাসুল হচ্ছে ৬ টাকা ১৭ পয়সা। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থার অধীন এলাকায় ২০১৩-র শুরুতে এক বার জ্বালানি খরচ বেড়েছিল। মাঝে জ্বালানি খরচ-সহ অন্যান্য কারণে মাসুল বাড়ানোর জন্য বিদ্যুৎকর্তারা বারবার তদ্বির করেছেন। কিন্তু সামনে তখন বেশ ক’টি পুরসভা ও রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচন। ফলে রাজ্য সরকারের অনুমতি মেলেনি। সে সবের পাট চুকে যাওয়ায় এখন অনুমতি পাওয়া গিয়েছে বলে মনে করছেন বিদ্যুৎ দফতরের কর্তারা। জ্বালানি খরচ বাড়লে বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন আগে উৎপাদক সংস্থাগুলিকে বাড়তি মাসুল আদায়ের অনুমতি দিত বছরের শেষে। এতে এক ধাক্কায় অনেকটা মাসুল বেড়ে যাওয়ায় গ্রাহকরা চাপে পড়তেন। ২০১১-র এপ্রিলে ওই নিয়ম বদলে ফেলা হয়।

মোদী-ক্যালেন্ডার নিয়ে জনসংযোগ
নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগেই তাঁর নাম ও ছবি অঙ্কিত ক্যালেন্ডার ছাপিয়ে বিলি করতে শুরু করছে বিজেপি-র যুব এবং সংখ্যালঘু মোর্চা! লোকসভা ভোটের প্রচারে আগামী ৫ ফেব্রুয়ারি ব্রিগেডে গুজরাতের মুখ্যমন্ত্রী তথা বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদীর জনসভা। ওই সভাকে সামনে রেখে জনসংযোগ বাড়াতে এক লক্ষ ক্যালেন্ডার ছাপাচ্ছে বিজেপি-র যুব এবং সংখ্যালঘু মোর্চা। তাতে লেখা থাকছে ‘৫ ফেব্রুয়ারি ব্রিগেড চলুন’ এবং ‘জুড়বে যুবক, বদলাবে ভারত’। সঙ্গে থাকছে মোদী, বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ এবং যুব মোর্চার রাজ্য সভাপতি অমিতাভ রায়ের ছবি। আজ, বুধবার নতুন বছরের প্রথম দিন থেকেই ক্যালেন্ডার নিয়ে বাড়ি বাড়ি যাবেন বিজেপি-র যুব ও সংখ্যালঘু মোর্চার কর্মীরা। দলীয় সূত্রের ব্যাখ্যা, দেশের যুব সম্প্রদায় মোদী-মুগ্ধ এবং সংখ্যালঘুরা আদৌ গুজরাত দাঙ্গার স্মৃতি নিয়ে ভাবিত নন, এই বার্তা দিতেই এই ক্যালেন্ডার-উদ্যোগ।

গ্যাসের দর বাড়ল
দাম বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের (১৪ . কেজি ) কলকাতায় তা ২১৯ .৫০ টাকা বেড়ে হচ্ছে সিলিন্ডার পিছু ১,২৭০ টাকা। চলতি অর্থবর্ষে ভর্তুকিতে ৯টি সিলিন্ডার কেনা হয়ে গিয়ে থাকলে আপাতত গ্রাহককে গ্যাস কিনতে ওই বেশি দামই দিতে হবে। বিশ্ব বাজারে দাম বাড়ায় এই সিদ্ধান্ত। দিকে, অটো এলপিজির দামও লিটার পিছু ১১ .১৬ টাকা বেড়ে হয়েছে ৬৫ .৭১ টাকা।

সম্মানিত সুরঞ্জন
সাউথ এশিয়ান ইউনিভার্সিটির পরিচালন সমিতিতে মনোনীত হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। সার্ক দেশগুলির পক্ষ থেকে দিল্লিতে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। সেখানকার পরিচালন সমিতিতে ভারত থেকে মনোনীত দু’জনের মধ্যে সুরঞ্জনবাবু ছাড়াও আছেন ইউজিসি-র চেয়ারম্যান বেদ প্রকাশ।

টেট মার্চ
প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য পরবর্তী পরীক্ষা (টেট ) নেওয়া হবে মার্চ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার জানান, ২০ হাজারেরও বেশি শূন্য পদে শিক্ষক বাছাইয়ের জন্য এই পরীক্ষা নেওয়া হবে। রাজ্যের শিক্ষা দফতর থেকে খুব শীঘ্রই পরীক্ষার নিয়মবিধি পাঠিয়ে দেওয়া হবে স্কুল সার্ভিস কমিশনের দফতরে।

পরীক্ষা স্থগিত
ছুটির জন্য আজ, বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পলিমার সায়েন্সের পরীক্ষা স্থগিত হল। বিশ্ববিদ্যালয়ের এক কর্তা জানান, হঠাৎ ছুটি ঘোষণা হওয়ায় পরবর্তী পরীক্ষার দিন এখনও ঠিক হয়নি। পরে বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার পরিবর্তিত দিন জানানো হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.