প্রতারণা, গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা |
ভুয়ো সংস্থা খুলে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে সোমবার গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অশোককুমার চক্রবর্তী। বাড়ি পাটুলি থানা এলাকার নাকতলা রোডে। পুলিশ জানায়, অভিযুক্ত বিভিন্ন সময় দেবুলাল শর্মা এবং সুশীলকুমার অধিকারী নামেও নিজের পরিচয় দিয়েছে। মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে অভিযুক্তের ৯ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজত হয়।পুলিশ জানায়, ২০১২-র অক্টোবরে কয়েক জন মিলে পূর্ব যাদবপুর থানা এলাকার কাটজুনগরে জয়পুরের এক বেসরকারি ভোজ্য তেল সংস্থার নামে একটি ভুয়ো সংস্থা খোলেন। ওই সংস্থা বিভিন্ন ব্যাঙ্ক থেকে ঋণও নেয়। ঋণের টাকা সময়ে ফেরত দেওয়া না হলে ব্যাঙ্কের পক্ষ থেকে খোঁজখবর করা হয়। তাতেই প্রতারণার ঘটনা সামনে আসে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লিন্ডসে স্ট্রিট শাখার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। ইতিমধ্যেই এই ঘটনায় আরও দুই অভিযুক্ত গ্রেফতার হয়েছে। পুলিশ জানায়, প্রতারকেরা প্রথমে কাটজুনগরে সংস্থার একটি অফিস খুললেও পরে সেটি বন্ধ করে সোনারপুরে নতুন অফিস খোলে। জয়পুরের সংস্থার নামে ভুয়ো সংস্থা খুলে যারা প্রতারণা করেছে, অশোক তাদেরই পাণ্ডা বলে মনে করছে পুলিশ। সূত্রের মাধ্যমে খবর পেয়ে বারুইপুরের নিউ পদ্মপুকুর এলাকা থেকে অশোককে ধরা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তদের ব্যাঙ্কক এবং বিধাননগর থেকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এখনও কিছু অভিযুক্ত অধরা বলে পুলিশ মনে করছে। তাদের খোঁজ চলছে।
|
অস্বাভাবিক মৃত্যু হল এক গৃহবধূর। মঙ্গলবার দুপুরে, লেক এলাকার রহিম ওস্তাগর রোডে। মৃতার নাম সীতা নাইয়া (৪৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন একটি টালির ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই বধূকে। কোনও সুইসাইড নোট মেলেনি।
|
কলকাতার পরবর্তী শেরিফ হচ্ছেন অভিনেতা রঞ্জিত মল্লিক। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর কলকাতার শেরিফ হয়েছিলেন চিকিৎসক স্বপনকুমার ঘোষ। |