আটটি পরিকাঠামো শিল্পে উৎপাদন বৃদ্ধির হার নভেম্বরে দাঁড়াল ১.৭%। তবে অক্টোবরে এ ক্ষেত্রে উৎপাদন সরাসরি কমেছিল ০.৬%। গত বছর নভেম্বরে বৃদ্ধি ছিল ৫.৮%। সরকারি সূত্রের খবর, প্রাকৃতিক গ্যাস, তেল শোধন ও সার শিল্পে উৎপাদন তেমন না-বাড়ায় নভেম্বরের হারও আশানুরূপ বাড়েনি।
|
টাকার উপর কিছু লেখা থাকলে আজ থেকে কোনও ব্যাঙ্ক তা নেবে না বলে সম্প্রতি যে-গুজব ছড়িয়েছে, তা ঠিক নয়, জানাল রিজার্ভ ব্যাঙ্ক। শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, এমন নির্দেশ তারা দেয়নি। তবে ‘ক্লিন নোট পলিসি’-র অঙ্গ হিসেবে ব্যাঙ্ককর্মী ও মানুষকে টাকার উপর কিছু লিখতে বারণ করেছে তারা। |