টুকরো খবর
এখনও নিখোঁজ বধূর হদিস নেই
টাকা আনতে গিয়ে নিখোঁজ হওয়ার অভিযোগে অভিযুক্তকে ধরার পরেও হদিশ মেলেনি বধূর নমিতা মণ্ডলের। সোমবার রাতে নিউ জলপাইগুড়ি ফাঁড়িতে পুলিশের সঙ্গে দেখা করে তাঁর স্বামী চঞ্চল মণ্ডল বেশ কিছু ফোন নম্বর পুলিশের হাতে দেন। এ দিকে পুলিশি তদন্তে একজন পুলিশকর্মীর নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে। যদিও এখনও এ বিষয়ে নিশ্চিত না হয়ে পুলিশ মুখ খুলতে চাইছেন না। শিলিগুড়ি পুলিশের ডিসি ওজি পাল বলেন, “এখনই কিছু বলা সম্ভব নয়। পুলিশ তদন্ত করছে।” গত ২০ নভেম্বর প্রাপ্য ১০ হাজার টাকা দেবেন বলে নমিতাদেবীকে ডাকেন মনোজবাবু। নমিতাদেবী বাড়িতে মেয়ে রূপাকে জানান তিনি নকশালবাড়িতে ১০ হাজার টাকা আনতে যাচ্ছেন। এরপর থেকেই নিখোঁজ নমিতাদেবী। ২৮ ডিসেম্বর নিউ জলপাইগুড়ি ফাঁড়িতে অভিযোগ করেন নমিতার স্বামী। এর পরেও একমাসে অগ্রগতি না হওয়ায় ১৬ ডিসেম্বর পুলিশ কমিশনারের কাছে একটি অভিযোগ করেন তিনি। চঞ্চলবাবুর শিলিগুড়ির এনজেপিতে কাঠের দোকান রয়েছে। সেখানেই কিছু জিনিসপত্র তৈরি করে ১০ হাজার টাকা বকেয়া রেখেছিলেন তিনি। সেই টাকাই আনার কথা ছিল নমিতাদেবীর। মনোজ চৌধুরীর বাড়ি নকশালবাড়িতে। তিনি তালতলায় একটি আদার ব্যবসায়ীর কাছে মুন্সির কাজ করেন।

‘শান্তির জন্য দৌড়’ পাহাড়ে
‘শান্তির জন্য দৌড়’ হবে দার্জিলিঙে। আয়োজক দার্জিলিং পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১২ জানুয়ারি দার্জিলিঙে ঘুম থেকে ম্যাল চৌরাস্তা পর্যন্ত ১৩ কিলোমিটার দৌড় হবে। সোমবার সকালে শিলিগুড়ি সার্কিট হাউসে সাংবাদিক সম্মেলনে দার্জিলিঙের পুলিশ সুপার কুণাল অগ্রবাল জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশের সঙ্গে বাসিন্দাদের সুসম্পর্ক তৈরির জন্য খেলাধূলার আয়োজন হচ্ছে। ইতিমধ্যে ফুটবল, তিরন্দাজি, তাইকান্ডো ও ক্যারেটে প্রতিযোগিতা হয়েছে। এ বার ম্যারাথন হচ্ছে। ১ থেকে ৮ জানুয়ারি দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, সুকনা এবং বাগডোগরার সিআই অফিসে দৌড়ের ফর্ম বিলি হবে। ২০০ টাকা দিয়ে ফর্ম সংগ্রহ করতে হবে। ১১ জানুয়ারি মেডিক্যাল টেস্ট করা হবে। ২২ জানুয়ারি লেবং -এ এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। ১২ জানুয়ারি ম্যারাথনের সূচনা রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব।

পাহাড়ে উৎসব
দার্জিলিঙে রমরমিয়ে চলছে চা ও পর্যটন উৎসব। দার্জিলিঙের ম্যাল চৌরাস্তায় জিটিএ পর্যটন বিভাগ ও রাজ্য সরকার এবং চা শিল্পোদ্যোগীদের যৌথ উদ্যোগে এই উৎসব আয়োজন করা হয়েছে। প্রতিদিনই ভিড় উপচে পড়ছে উৎসবে। পর্যটকেরাও ঘোরা আর কেনাকাটার ফাঁকে উৎসবে ঢুঁ মারছেন। প্রতিদিনই চলছে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের দিয়ে উৎসব। এতে মূলত পাহাড়ের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পাহাড়ের তিন মহকুমা দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াঙের শিল্পীদের অনুষ্ঠান নজর কেড়েছে। সোমবার ভুটিয়াদের নাচ বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে।

একুশ দফা দাবি
পশ্চিমবঙ্গ ওবিসি মঞ্চের তরফে অবস্থান বিক্ষোভ করে একুশ দফা দাবির ভিত্তিতে আলিপুরদুয়ার-২ বিডিও-র কাছে সোমবার স্মারকলিপি দেওয়া হয়। ওই স্মারকলিপিতে চাকরি ক্ষেত্রে ওবিসিদের ২৭ শতাংশ সংরক্ষণ ও বয়সের ছাড় পাঁচ বছর, ওবিসি শংসাপত্র প্রদান পদ্ধতি সরল করার দাবি তোলা হয়।

ঝুলন্ত দেহ উদ্ধার
শোওয়ার ঘরে শাড়ির ফাঁসে ঝুলন্ত এক প্রৌঢ়ার দেহ উদ্ধার করল পুলিশ। শামুকতলার উত্তর ঢালকর গ্রামে। সোমবার সকালে। মৃত মহিলার নাম করুণা মারাক (৫১)। এটা আত্মহত্যা বলেই প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.