ফের দলকেই কটাক্ষ রেজ্জাকের |
আসন্ন লোকসভা ভোটেও দলের ঘুরে দাঁড়ানোর কোনও আশা দেখছেন না বলে মন্তব্য করলেন সিপিএমের রাজ্য কমিটির বর্ষীয়ান সদস্য আব্দুর রেজ্জাক মোল্লা। সেই সঙ্গেই দলকে কটাক্ষ করে তিনি জানিয়ে দিয়েছেন, আগামী ৪ জানুয়ারি রাজ্য কমিটির বৈঠকেও তিনি যাবেন না। এ বার কোমরের ব্যথা এবং লিফটে না চড়তে চাওয়াকে কারণ হিসাবে সামনে এনেছেন প্রবীণ বিধায়ক! কলকাতা প্রেস ক্লাবে সোমবার একটি সংস্থার অনুষ্ঠানে অতিথি রেজ্জাক লোকসভা ভোটে বামেদের ঘুরে দাঁড়ানোর ডাক সম্পর্কে প্রশ্নের জবাবে বলেছেন, “কোন জাদুমন্ত্রে ঘুরে দাঁড়াবে, জানি না! চারটে দফায় (উপনির্বাচন, পঞ্চায়েত ও পুরভোট ধরে) ঘুরে দাঁড়ানোর কিছু তো দেখা গেল না!” জনসংযোগ হারিয়ে ফেলাকেই বামেদের বিপর্যয়ের কারণ বলে ফের ব্যাখ্যা করেছেন রেজ্জাক।
|
সিভিক পুলিশদের ফের চার মাসের জন্য চুক্তির ভিত্তিতে কাজে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার স্বরাষ্ট্র দফতর থেকে এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। নতুন ব্যবস্থায় সিভিক পুলিশদের দৈনিক ভাতা বেড়ে হচ্ছে ১৪২ টাকার কাছাকাছি। স্বারাষ্ট্র দফতরের এক কর্তা জানান, নতুন সিদ্ধান্তে প্রায় এক লক্ষ ৩০ হাজার সিভিক পুলিশ উপকৃত হবেন। এক জন সিভিক পুলিশ মাসে টানা ১৪ দিন বা দফায় দফায় ২০ দিন পর্যন্ত কাজ করতে পারবেন।
|
প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় (টেট) উত্তীর্ণদের আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই নিয়োগপত্র পাঠানো শুরু হবে। সোমবার পুরুলিয়ায় ৩১ তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করতে এসে এ কথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, “আগামী বছরের টেট পরীক্ষা হবে ৩০ মার্চ।” পরের বছর থেকেই চালু হবে প্রাথমিক শিক্ষকদের আপোসমূলক বদলির ব্যবস্থা। |