ফের অস্ট্রেলিয়ায় হামলার শিকার ভারতীয় ছাত্র। পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় মেলবোর্নের প্রিন্সেস ব্রিজ এলাকায় ২০ বছরের মনরাজবিন্দ্র সিংহকে আট জন দুষ্কৃতী বেধড়ক মারধর করে। লাঠি মেরে মাথাও ফাটিয়ে দেয় তারা। মনরাজবিন্দ্র কোমায় চলে গিয়েছেন। বেশ ক’বছর ধরে অস্ট্রেলিয়ার নানা জায়গায় দুষ্কৃতী হামলার শিকার ভারতীয় ছাত্ররা। বেশির ভাগ ক্ষেত্রেই হামলার কারণ বর্ণবিদ্বেষ।
|
পিছনে নীল পৃথিবী। তার সামনে মহাশূন্যে ভাসছেন মার্কিন মহাকাশচারী মাইক হপকিন্স। বড়দিনের আগের রাতে ছবিটি তুলেছিলেন মাইক নিজেই। সঙ্গে ছিলেন সহকর্মী রিক মাস্ত্রাচ্চিও। ছবিতে তাঁকে সরাসরি না দেখা গেলেও মাইকের হেলমেটে রিকেরই প্রতিচ্ছবি। সে দিন আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রের জলের পাম্পের গোলযোগ ধরা পড়েছিল। সারাতে মহাকাশ-সফরে গিয়েছিলেন দু’জন। পরে মাইক টুইট করেন, “এমন অভিজ্ঞতা ভাষায় বর্ণনা করা যায় না।” সম্প্রতি ছবিটি প্রকাশ করেছে নাসা। |