আন্দোলনে নামবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
একমাসের মধ্যে ডুয়ার্সের বন্ধ চা বাগানগুলি না খুললে বড়মাপের আন্দোলনে নামবে ঝাড়খন্ড মুক্তি মোর্চা। শনিবার নাগরাকাটায় পঞ্চায়েতের জয়ী প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান ঝাড়খন্ড মুক্তি মোর্চার কেন্দ্রীয় কমিটির নেতা জন বারলা। তিনি জানান, বন্ধ বাগানের শ্রমিকরা দুর্দশায় দিন কাটাচ্ছেন। রাজ্য সরকার সদর্থক ভূমিকা গ্রহণ করছে না। বর্তমানে ডুয়ার্সে রেডব্যাঙ্ক গোষ্ঠীর তিনটি বাগান, বান্ধাপাণি এবং ঢেকলাপাড়া বাগান বন্ধ রয়েছে। দ্রুত বাগান না খুললে আন্দোলন নামা হবে। এদিন অনুষ্ঠানে পঞ্চায়েত স্তরে জয়ী ১০৮সদস্য উপস্থিত ছিলেন। |
আজ ফাইনাল
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মাস্টার প্রীতনাথ মেমোরিয়াল উইনার্স ও সাবিত্রী দেবী জাজোদিয়া রানার্স দিন রাতের অনূর্ধ্ব ১৫ নক আউট প্রতিযোগিতায় ফাইনালে মুখোমুখি হবে শুভজিত মৈত্র (দানু) মেমোরিয়াল ক্রিকেট কোচিং সেন্টার এবং বহরমপুরের অরুণ বসু ক্রিকেট কোচিং সেন্টার। আজ, রবিবার ফাইনাল। |
ইসলামপুরে বাড়ি থেকে উদ্ধার বধূর ঝুলন্ত দেহ |
বাড়ি থেকে উদ্ধার হল বধূর ঝুলন্ত দেহ। শনিবার দুপুরে ইসলামপুর থানার নেতাজীপল্লি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম শিবানী আইচ (২৪)। তাঁর বাড়ি ওই এলাকাতেই। এদিন দুপুরে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পরিবারের লোকেরা পুলিশকে খবর দেয়। ওই গৃহবধূকে অতিরিক্ত পণের দাবিতে খুন করা হয়েছে বলে মৃতের পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মৃতার স্বামী বিজন আইচকে। তিনি কৃষি দফতরের অস্থায়ী কর্মী। মৃতার বোন অর্পিতা বলেন, “দিদির বাড়িতে দুপুরে যাই। অনেক ডাকাডাকির পর বাড়ির লোকজন দরজা খোলে। দিদির ঘরে গিয়ে ঝুলন্ত দেহ দেখি। এলাকার লোকজনের সাহায্যে ওঁকে হাসপাতালে নিয়ে যাই।” মৃতার মা শেফালী দে বলেন, “বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে ওঁর শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার করত। ওকে খুনই করা হয়েছে।” গত ফেব্রুয়ারি মাসে ওই দম্পতির বিয়ে হয়। খবর পেয়ে থানায় যান পুরসভার চেয়ারম্যান কানাইলাল অগ্রবাল। ইসলামপুর থানার আইসি মকসুদুর রহমান বলেন, “মৃতার স্বামীকে ধরা হয়েছে। বাকিরা পলাতক।” |
বাসে তল্লাশি চালিয়ে আগ্রেয়াস্ত্র-সহ এক যুবককে বিএসএফ গ্রেফতার করেছে। শুক্রবার সন্ধ্যায় হিলি সীমান্তের খারুন সেতুর উপর ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, ধৃতের নাম ইস্তামুল মণ্ডল। বাড়ি হিলির উজাল এলাকায়। বাসটি বালুরঘাট থেকে হিলি যাচ্ছিল। সেতুর উপর বাস থামিয়ে জওয়ানেরা একটি রিভলভার ও ৩টি গুলি সহ ওই যুবককে ধরে। |
পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল বাণেশ্বর বাজারে। শনিবার সন্ধ্যায় কোচবিহার কোতোয়ালি থানার। পুলিশ এসে ব্যাগটি তল্লাশি করে তা থেকে কিছু পুরোনো কাপড় উদ্ধার করে। |