টুকরো খবর
সারানো হল একটি পাম্প
জলসঙ্কটে জেরবার হাওড়া পুর-এলাকার হাল ফেরাতে ‘গাঁধীগিরি’র পথে হেঁটেছিলেন মেয়র রথীন চক্রবর্তী। কাজ হল তাতেই। দীর্ঘ দিন ধরে জল-প্রকল্পের যে দু’টি পাম্প খারাপ ছিল, রাতারাতি তা সারানো শুরু হল। বেশ কিছু দিন ধরেই বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা মেয়রের কাছে জলসঙ্কট নিয়ে অভিযোগ জানাচ্ছিলেন। এর প্রেক্ষিতেই ২৭ ডিসেম্বর আচমকা পদ্মপুকুর জল-প্রকল্প পরিদর্শনে যান মেয়র। প্রকল্পের সর্বত্রই অব্যবস্থা দেখে ক্ষুব্ধ হন। তিনি জানতে পারেন, প্রকল্পের তিনটি পাম্পের মধ্যে দু’টি দীর্ঘ দিন ধরেই অচল হয়ে রয়েছে। এর পরে ক্ষুব্ধ মেয়র সাফ জানান, সমস্যা না মেটা পর্যন্ত তিনি সেখানেই বসে থাকবেন। এর পরেই ইঞ্জিনিয়ারেরা লিখিত প্রতিশ্রুতি দেন, ৪৮ ঘণ্টার মধ্যে পাম্প সারানো হবে। পুর-সূত্রের খবর, এর পরেই ওই দু’টি বিকল পাম্পের মেরামতি শুরু হয়। শনিবার বিকেলে একটি পাম্প পুরোপুরি সারানো হয়েছে বলে দাবি করেন ইঞ্জিনিয়ারেরা। এ দিন রথীনবাবু বলেন, “আশা করি ৪৮ ঘণ্টার মধ্যে দু’টি পাম্পই চালু হয়ে যাবে। তাতে জলের সমস্যা অনেকটাই মিটবে।” তবে এত দিন কেন কোনও কাজ হয়নি সে বিষয়েও খোঁজ নেওয়া হবে বলে জানান মেয়র।

খোঁজ মিলল বৃদ্ধের
বালির খাল থেকে উদ্ধার হওয়া বৃদ্ধের পরিচয় মিলল। পুলিশ জানায়, প্রিয়শঙ্কর রায় (৬৮) নামে ওই ব্যক্তি সিঁথির বাসিন্দা। ২৬ ডিসেম্বর তাঁকে রাজচন্দ্রপুরের শেঁওড়াপোতা খাল থেকে উদ্ধার করেন স্থানীয়েরা। পুলিশ হাসপাতালে ভর্তি করে। তিনি নিজের সম্পর্কে কিছুই বলতে পারছিলেন না। পুলিশ জানায়, ২৫ ডিসেম্বর প্রাতর্ভ্রমণে বেরিয়ে নিখোঁজ হয়ে যান তিনি। একটি নিখোঁজ ডায়েরি হয়। পরে সংবাদপত্রে খবর দেখে পরিজনেরা তাঁকে খুঁজে পান। পরিবার সূত্রে খবর, বছর দেড়েক আগে সেরিব্রালে আক্রান্ত হওয়ার পর থেকেই সব ভুলে যেতেন তিনি।

যৌনকর্মীর মেয়েকে ধর্ষণের অভিযোগে ধৃত
যৌনকর্মী মা বাড়িতে ছিলেন না। সেই সুযোগে ঘরে ঢুকে তাঁর ন’বছরের মেয়েকে পর পর দু’বার ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম বাবু রুইদাস। তার বাড়ি সিঙ্গুরে। সে শেওড়াফুলির গড়বাগানের যৌনপল্লির এক যৌনকর্মীর ‘বাবু’ হিসেবে থাকত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মেয়েটির মা কিছুদিন ধরে গড়বাগানে একটি ঘর ভাড়া নিয়ে থাকেন। তাঁর মেয়ে ‘দুর্বার সমিতি’র স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। গত ২৪ ডিসেম্বর দুপুর ও রাতে মহিলা ঘরে ছিলেন না। অভিযোগ, সেই সুযোগে বাবু রুইদাস তাঁর ঘরে ঢুকে ওই বালিকাকে ভয় দেখিয়ে দু’বার ধর্ষণ করে। পুলিশের দাবি, দুপুরে যখন মেয়েটির উপর ওই যুবক অত্যাচার চালায়, তখন এলাকারই এক নাবালিকা সেই ঘটনা দেখে ফেলে। পরের দিন সে ওই ঘটনার কথা জানায় নির্যাতিতার মাকে। এর পরে মা শুক্রবার শেওড়াফুলির ‘দুর্বার সমিতি’তে যান। দুর্বারের তরফে শেওড়াফুলি ফাঁড়িতে যোগাযোগ করা হয়। সন্ধ্যায় দুর্বারের লোকজনের উপস্থিতিতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এসডিপিও (শ্রীরামপুর) রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, “মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।” তদন্তকারীরা জানান, ওই পরীক্ষায় প্রাথমিক ভাবে অত্যাচারের প্রমাণ মিলেছে। এ দিনই ওই হাসপাতালে ধৃতেরও ডাক্তারি পরীক্ষা করানো হয়। শ্রীরামপুর আদালতে ধৃতের ১৪ দিন জেল হাজতের নির্দেশ হয়।

নাবালিকাকে ধর্ষণ, ধৃত
মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তার প্রতিবেশী এক কলেজ ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাত ন’টা নাগাদ গাইঘাটার শিমুলপুরের বাসিন্দা জয়ন্ত মণ্ডল নামে ওই ছাত্রকে ধরে পুলিশ। তিনি গোবরডাঙার একটি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। পুলিশে দায়ের করা অভিযোগে ওই নাবালিকার বাড়ির লোকজন জানিয়েছেন, উপহারের প্রলোভন দেখিয়ে গত ২৫ ডিসেম্বর জয়ন্ত বছর তেরোর মেয়েটিকে নিজের বাড়ির ছাদে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মেয়েটি কথা বলতে পারে না। শুক্রবার অসুস্থ হয়ে পড়লে আকার-ইঙ্গিতে বৌদিকে ঘটনার কথা জানায়। সন্ধ্যায় তাকে ঠাকুরনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শুক্রবার রাতে অভিযোগ দায়ের হওয়ার পরে পুলিশ ওই নাবালিকাকে নিয়ে শিমুলপুরে যায়। নাবালিকা জয়ন্তের বাড়ি চিনিয়ে দেয়। জয়ন্ত ছিলেন না। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

পাইপ সরানো বন্ধ
সাগরমেলার জন্য ডায়মন্ড হারবার রোডে পুরসভার জলের পাইপ সরানোর কাজ আপাতত বন্ধ রাখা হচ্ছে। বিবাদি বাগ-জোকা মেট্রো রেল সম্প্রসারণ প্রকল্পের জন্য ওই রাস্তার নীচ থেকে জলের পাইপ সরানোর কাজ করছে কলকাতা পুরসভা। গত শনিবার নবান্নে রাজ্য সরকার এবং পুর কর্তৃপক্ষের বৈঠকের পরই সিদ্ধান্ত হয় আগামী ১ জানুয়ারি থেকে কাজ বন্ধ রাখা হবে। সাগরমেলায় যাওয়া-আসার জন্য যেহেতু ডায়মন্ড হারবার রাস্তাটিই সমস্ত তীর্থযাত্রীরা ব্যবহার করবেন, সেই কারণেই ২০ জানুয়ারি কাজ পুরোপুরি বন্ধ থাকবে বলে পুর-কর্তৃপক্ষ জানিয়েছে।

নয়া জল প্রকল্প
দক্ষিণ ২৪ পরগনায় নোদাখালি এলাকার ডোঙারিয়ায় দ্বিতীয় জল প্রকল্প থেকে ৭৩ কিলোমিটার দূরে রায়দিঘিতে গঙ্গার জল শোধন করে পৌঁছনোর কাজ শুরু হল শনিবার। জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এর উদ্বোধন করেন। তিনি জানান, এটি ডোঙারিয়ার দ্বিতীয় প্রকল্প। খরচ হবে ১২৩২ কোটি ৪১ লক্ষ টাকা। দু’বছরের মধ্যে কাজ শেষ হবে। প্রথম প্রকল্প থেকে ইতিমধ্যেই আর্সেনিকদুষ্ট এই জেলার ১১টি ব্লকে শোধন করা জল পৌঁছচ্ছে। নয়া প্রকল্পে আরও ১০টি ব্লকে পরিস্রুত জল পৌঁছে যাবে এবং ২৯টি ব্লকের মধ্যে ২১টিতেই পাইপের মাধ্যমে জল সরবরাহ সম্পূর্ণ হবে বলে জানান মন্ত্রী।

ধর্ষণে ধৃত
যৌনকর্মী মা বাড়িতে ছিলেন না। সেই সুযোগে ঘরে ঢুকে তাঁর ন’বছরের মেয়েকে দু’বার ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম বাবু রুইদাস। বাড়ি সিঙ্গুরে। সে শেওড়াফুলির গড়বাগানের যৌনপল্লির এক যৌনকর্মীর ‘বাবু’ হিসেবে থাকত। নির্যাতিতা মেয়েটির মা কিছুদিন ধরে গড়বাগানে একটি ঘর ভাড়া নিয়ে থাকছেন। তাঁর মেয়ে ‘দুর্বার সমিতি’র স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

দোকানে লুঠ
বন্দুক উঁচিয়ে গয়নার দোকান থেকে সোনা ও রুপোর অলঙ্কার এবং নগদ টাকা লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে উত্তরপাড়া স্টেশন সংলগ্ন রাজেন দে অ্যাভিনিউ-র ঘটনা। দোকান বন্ধ করার সময় দু’টি মোটরবাইকে চড়ে ছয় দুষ্কৃতী হানা দেয়। চার জন বাইরে পাহারা দেয়। ভিতরে ঢুকে দু’জনে মালিকের ভাইপোর কপালে রিভলবার ঠেকিয়ে লুঠপাট করে দুষ্কৃতীরা।

মৃত্যু প্রৌঢ়ার
পথ দুর্ঘটনায় মৃত এক প্রৌঢ়া। শনিবার সন্ধ্যায় আমতার উদংয়ের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আন্না পাত্র (৫৫)। বাড়ি ওই এলাকাতেই। উদং এবং কাজিপাড়ার মধ্যে একটি গ্যাসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। এর পর তার উপরেই উল্টে যায় গাড়িটি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মৃত্যু বালকের
নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ধাক্কা মারায় মৃত এক বালক। আহত দুই বালক-সহ তিন জন। শনিবার দুর্ঘটনাটি ঘটে উলুবেড়িয়ার কুলগাছিয়ার পোটোপাড়া মোড়ে। মৃতের নাম শেখ ইমরান (৮)। ওই এলাকাতেই তার বাড়ি।

নিখোঁজ ছাত্রী
পড়তে গিয়ে নিখোঁজ হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। পুলিশ জানিয়েছে, শিল্পা সোম নামে নিখোঁজ ওই ছাত্রীর বাড়ি বসিরহাটের কলেজপাড়ায়। পরিবারের দাবি, বৃহস্পতিবার টিউশন পড়তে গিয়ে সে বাড়ি ফেরেনি। তদন্ত করছে পুলিশ।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.