স্বাস্থ্য পরিষেবা চেয়ে আন্দোলন
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
জেলা হাসপাতালের চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে সঠিক পরিষেবার দাবিতে আন্দোলনে নামল এসইউসি প্রভাবিত হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন। শুক্রবার দুপুরে সংগঠনের শতাধিক সদস্য রায়গঞ্জের কর্ণজোড়ায় বিক্ষোভ মিছিল করে উত্তর দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখান। পরে তাঁরা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। বিকাল সাড়ে ৫টা নাগাদ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাসবিহারী দত্ত বলেন, “সংগঠনের অভিযোগ ও দাবি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” সংগঠনের অভিযোগ, রায়গঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসকদের একাংশ মাঝেমধ্যেই দেরি করে বর্হিবিভাগে আসেন। কিছু চিকিৎসক ঠিক সময়ে রাউন্ডে যান না। সেই কারণে, আড়াই ঘণ্টা বিনা চিকিৎসায় গত বুধবার শিশু বিভাগে চিকিৎসাধীন চারমাসের একটি শিশুকন্যার মৃত্যু হয়। সংগঠনের জেলা আহ্বায়ক মাধবীলতা পাল জানান, চিকিৎসকদের একাংশের কর্তব্যে গাফিলতি তো রয়েছেই। সেইসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিকাঠামোর অভাবে রায়গঞ্জ জেলা হাসপাতালের পরিষেবা ভেঙে পড়েছে। জানুয়ারি মাসের মধ্যে সমস্যার সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য জেলা স্বাস্থ্য দফতর অচল করে দেওয়া হবে।
|
বিনা খরচে হৃদরোগের পরীক্ষা শিবির হয়ে গেল মাকড়দহে। শনিবার মাকড়দহ মন্দির প্রাঙ্গণে শিবিরটি হয়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এর আয়োজন করেছিল চণ্ডী সেবাইত সঙ্ঘ ও মন্দির উৎসব ও উন্নয়ন কমিটি। |