ইকুয়েডরের যুব মঞ্চে বাঙালি কণ্ঠ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিশ্ব যুব ও ছাত্র উৎসবের আন্তর্জাতিক মঞ্চ এ বার দেখল বাঙালি তারুণ্য! ওই উৎসবের ১৮তম আসর এ বার বসেছিল ইকুয়েডরের রাজধানী কুইটো-য়। দক্ষিণ আমেরিকার সেই আসরে বাম ও কংগ্রেসের প্রতিনিধিত্ব করে এলেন বাঙালি নেতারাই। সিপিএমের তরফে এ রাজ্য থেকে ভারতীয় প্রতিনিধিদলে ছিলেন তাপস সিংহ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, দেবজ্যোতি দাস, মধুজা সেন রায়েরা। আবার রাহুল গাঁধীর যুব কংগ্রেসের তরফে যে তিন জনকে বেছে নেওয়া হয়েছিল, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি অরিন্দম ভট্টাচার্য। ইকুয়েডরের ‘তরুণ’ প্রেসিডেন্ট রাফায়েল করিয়ার উদ্বোধন করে-যাওয়া আসরে সুযোগ পেয়ে সাম্রাজ্যবাদ-বিরোধী সুর চড়িয়ে এসেছেন তাপসবাবুরা। আবার উৎসবের ‘এশিয়া প্যাসিফিক ডে’-র আনুষ্ঠানিক বক্তৃতা করার সুযোগ দেওয়া হয়েছিল অরিন্দমকে। পৃথিবীর ৬৪টি দেশের যুব নেতাদের সামনে কংগ্রেসের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত অরিন্দম।
|
বর্ষশেষে ধ্রুপদী আসর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সংস্কৃতির হাত ধরে অন্য আমেজ বর্ষশেষের শহরে। সৌজন্যে ‘দ্য টেলিগ্রাফ’ এবং ‘৯১.৯ ফ্রেন্ডস এফএম। তাদেরই উদ্যোগে ক্যালকাটা ক্লাবে শুরু হচ্ছে দু’দিনের শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন। আজ, শনিবার সম্মেলনের প্রথম দিনে সন্ধ্যা সাড়ে ছ’টায় থাকছে আমান আলি খানের সরোদবাদন। রবিবার সন্ধ্যায় থাকবে যামিনী রেড্ডির কুচিপুড়ি নৃত্য এবং অশ্বিনী ভিদে দেশপান্ডের হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীত।
|
চিত্র প্রদর্শনী উলুবেড়িয়ায় |
উৎসাহী দর্শকেরা। —নিজস্ব চিত্র। |
উলুবেড়িয়ার কুলগাছিয়া আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হল চিত্র প্রদর্শনী। ২১-২৫ ডিসেম্বর পর্যন্ত প্রদর্শিত হল অনির্বাণ শেঠ, গৌতম শর্মা, প্রণব হাজরা, প্রদীপ প্রধান, শর্মিষ্ঠা কর এবং তপন করের আঁকা বিভিন্ন ছবি। শিল্পী সবিতা মান্নার পোড়ামাটির কাজও ছিল। গ্যালারির তরফ থেকে প্রবীণ ভাস্কর চণ্ডীচরণ দাসকে ‘শিশির কর’ স্মৃতি পুরস্কার দেওয়া হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন কবি পল্লব মুখোপাধ্যায়। হাজির ছিলেন চিত্রশিল্পী পাপিয়া ঘোষাল, গবেষক অবন্তী রায় প্রমুখ। |