টুকরো খবর
তাইল্যান্ডে খাদে বাস, মৃত ২৯

মাস দু’য়েকের ব্যবধান। ফের বড়সড় পথ দুর্ঘটনা তাইল্যান্ডে! বৃহস্পতিবার গভীর রাতে পেটচাবুন প্রদেশের লোম সাক জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ২৩০ ফুট গভীর খাদে পড়ে যায় যাত্রিবাহী একটি ভলভো বাস। তাইল্যান্ডের উত্তরে শিয়াং রাই প্রদেশে যাচ্ছিল সেটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৮ জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান আরও এক জন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। চালকের গাফিলতিতেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। পেটচাবুন প্রদেশের পুলিশ কম্যান্ডার সুকিত সামানা বলেন, “আমাদের ধারণা মাঝ রাতে চোখ লেগে এসেছিল চালকের।” অক্টোবর মাসে ঠিক একই ভাবে উত্তর-পূর্ব তাইল্যান্ডে যাত্রিবাহী বাস খাদে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল ২০ জনের। সে বার যাত্রীদের অধিকাংশই ছিলেন বৌদ্ধ ভিক্ষু। তবে বৃহস্পতিবারের ঘটনা আরও বেশি মর্মান্তিক। বড়দিনের ছুটি কাটাতে বেড়াতে যাচ্ছিলেন যাত্রীরা। গভীর রাতে ফামুয়াং সেতুর উপর দিয়ে প্রচণ্ড গতিতে ছুটছিল বাসটি। চালক নিয়ন্ত্রণ হারানোয় সেতুর গায়ে সজোরে ধাক্কা মারে সেটি। প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায় যাত্রীদের। কেউ কিছু বুঝে ওঠার আগেই নীল-সাদা ঝকঝকে ভলভো বাসটি দুমড়ে মুচড়ে সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়। তাইল্যান্ডের পুলিশ, সেনা ও স্বেচ্ছাসেবী মিলিয়ে ১০০ জনের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে শুরু হয় উদ্ধারকাজ। খাদের ভিতর থেকে তুলে আনা হয় একের পর এক দলাপাকানো মৃতদেহ। আহতদের পাঠানো হয় স্থানীয় হাসপাতালে।

খালেদার বার্তা
ঢাকা চলো অভিযান সফল করতে দেশবাসীকে আহ্বান জানালেন বিরোধী দলনেত্রী খালেদা জিয়া। যত প্রতিকূলতাই আসুক না কেন, তা সরিয়ে গণতন্ত্রের জন্য এই পদযাত্রা দেশের মানুষ সফল করবেন বলে শুক্রবার এক ভিডিও বার্তায় আশা প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবারই বাংলাদেশের রাস্তায় নেমেছে সেনাবাহিনী। নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই আশঙ্কায় ২৯ ডিসেম্বরের পদযাত্রার উপর নিষেধাজ্ঞাও জারি করে হাসিনা সরকার। এই ঘোষণার পর পরই আসে খালেদা জিয়ার বার্তা। গণতন্ত্র রক্ষা করতে দেশের সরকারকে উৎখাত না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে বলে, স্পষ্ট জানিয়েছেন তিনি।

সফর বাতিল
বিশেষ সুবিধা প্রত্যাহার করে নেওয়ায় নেপাল সফর বাতিল করলেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল। নিউ ইয়র্কের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী কাণ্ডের প্রতিবাদে ভারতে কর্মরত মার্কিন কূটনীতিকদের একগুচ্ছ বিশেষ সুযোগ সুবিধে বাতিল করে ভারতও। এ দেশের বিমানবন্দরে বিশেষ সুবিধার দৌলতে নিরাপত্তার ঘেরাটোপ অনায়াসেই পেরিয়ে যেতেন তাঁরা। কিন্তু নয়া বিধিনিষেধের ফলে সাধারণ নাগরিকদের মতোই নিরাপত্তা বলয়ের মধ্যে দিতে যেতে হবে।

অ্যাসিডে মৃত্যু
বিয়ের জন্য পার্লারে সাজগোজ করতে গিয়েছিলেন হরপ্রীত কৌর। সেখানেই তাঁর মুখ লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে দুষ্কৃতী। হাসপাতালে ২২ বছরের ওই তরুণীর মৃত্যু হয়। লুধিয়ানার এই ঘটনায় অমিতপল কৌর নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। সে হরপ্রীতের দাদার প্রাক্তন স্ত্রী। জেরায় অমিতপল জানায়, বিবাহবিচ্ছেদের পরে হরপ্রীতের পরিবার তাঁর বিয়ে নিয়ে খুশি ছিল। সেটা সহ্য হয়নি। তাই হরপ্রীতের উপরে অ্যাসিড ছোড়ার ছক কষে সে।

নিহত ৬
ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে কেঁপে উঠল লেবাননের রাজধানী বেইরুট। শুক্রবার এই ঘটনায় মৃত্যু হয়েছে ছ’জনের। গুরুতর জখম ১৫। নিহতদের মধ্যে রয়েছেন লেবাননের প্রাক্তন অর্থমন্ত্রী মহম্মদ বি চাট্টা। পুলিশের অনুমান, চাট্টাকে হত্যা করতেই বিস্ফোরণের ছক কষেছিল জঙ্গিরা।

দশ দিনে
সাইকেলে চেপে মাত্র দশ দিনে দক্ষিণ মেরু প্রদক্ষিণ করে নয়া রেকর্ড গড়লেন ব্রিটেনের মারিয়া লেইজারস্টাম। দু’জন পুরুষকে পিছনে ফেলে বরফে ঢাকা ৮০০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে এই নজির গড়লেন তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.