টুকরো খবর
পাহাড়ে মিছিল
সংখ্যালঘুদের রক্ষণাবেক্ষণের জন্য একটি বোর্ডের দাবিতে মিছিল করল দার্জিলিং জেলা উপজাতি কল্যাণ সমিতি। বৃহস্পতিবার দার্জিলিঙে মিছিলের পর জেলাশাসকের দফতরে স্মারকলিপি দেয় তারা। জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র পাঠানো হয়। সংগঠনের সম্পাদক মান সিংহ বোমজান বলেন, “আমার সমস্ত উপজাতি সম্প্রদায়ের জন্য একটা উন্নয়ন পর্ষদ চাই। যার অধীনেই পাহাড় ও ডুয়ার্সের সমস্ত উপজাতির কল্যাণ করা হবে। এতে আরও বেশি করে উন্নয়নে মনোযোগ দেওয়া সম্ভব।” দার্জিলিং জেলা উপজাতি কল্যাণ সমিতি প্রতিষ্ঠা হয় ১৯৯৬ সালে। মোট ৯ টি উপজাতি সম্প্রদায় নিয়ে সমিতির প্রতিষ্ঠা হয় উন্নয়নের দাবি নিয়ে। মুখ্যমন্ত্রী দার্জিলিঙে থাকার সময় তাঁরা মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সেই সময় বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছিলেন বলে দাবি সমিতির।

দাবি পুলিশি অভিযানের
আলিপুরদুয়ার ২ ও কুমারগ্রাম ব্লকে হাট-বাজার থেকে বনবস্তিসর্বত্র জুয়া-মদের আসর চলছে বলে অভিযোগ। খোয়ারডাঙা, ধওলাবস্তি, মারাখাতায় বেশ কিছু চোলাইয়ের কারখানা থেকে ছোট-বড় পাউচে চোলাই ছড়িয়ে পড়ছে দু’টি ব্লকের বিস্তীর্ণ এলাকায়। বাসিন্দাদের একাংশের অভিযোগ, পুলিশ এবং আবগারি দফতর ধারাবাহিক ভাবে অভিযান না চালানোয় অবৈধ কারবার বন্ধ হচ্ছে না। যদিও, পুলিশ ও আবগারি দফতর সূত্রে জানা গেছে, ওই দুটি ব্লকে মদ ও জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন মাসে ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে কয়েক হাজার লিটার চোলাই মদ। অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “মদ ও জুয়ার বিরুদ্ধে লাগাতার পুলিশি অভিযান চলছে। শীঘ্রই আরও অভিযানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”

পুলিশি নজরদারি
২৬ ডিসেম্বর কেএলওর শহিদদিবস উপলক্ষে আলিপুরদুয়ারে কড়া নজরদারি চালাল পুলিশ। বৃহস্পতিবার আলিপুরদুয়ার মহকুমার বিভিন্ন এলাকায় সর্তক ছিল পুলিশ। অসম সীমানা, ভুটান সীমান্তেও কড়া নজরদারি ছিল। আলিপুর দুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “২৬ ডিসেম্বর কেএলওর শহিদদিবস এবং ২৮ ডিসেম্বর প্রতিষ্ঠা দিবস। এই দুই দিনটিকে মাথায় রেখে আমরা সতর্ক আছি।”

মুকুলের কর্মিসভা
লোকসভা ভোটকে মাথায় রেখে ৩ জানুয়ারি আলিপুরদুয়ারে কর্মী সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মকুল রায়। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে এক দলীয় বৈঠকের পর এ কথা জানান আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষক সৌরভ চক্রবর্তী। তিনি জানান, প্যারেড গ্রাউন্ডে মকুলবাবুর কর্মী সভা হবে। বিভিন্ন ব্লক থেকে হাজার হাজার মানুষ যোগ দেবেন।

দুর্ঘটনায় মৃত যুবক
বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে নাগরাকাটা থানার ধরণীপুর চা বাগানের অফিস লাগোয়া রাজ্য সড়কে ঘটনাটি ঘটেছে। মৃত শিশির টোপ্পো (৩৫) ডুয়ার্সের চেংমারি চা বাগানের বাসিন্দা। বন্ধু সন্তোষ ব্যাংকে ক্যারন বাগানে বাড়িতে তিনি পৌঁছে দিতে যাচ্ছিলেন।

ফাইনালে শুভজিৎ
মাস্টার প্রীতনাথ মেমোরিয়াল চ্যাম্পিয়ন ও সাবিত্রী দেবী জাজোদিয়া রানার্স দিন-রাতের সাব জুনিয়র নক আউট ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল আয়োজক জাগরণী সঙ্ঘের শুভজিত মৈত্র দানু মেমোরিয়াল ক্রিকেট কোচিং সেন্টার। এদিন কোয়ার্টার ফাইনালে তারা ১১ রানে হারায় জলপাইগুড়ির রায়কতপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনকে।

২৯৯ জনকে পাট্টা
নিজগৃহ নিজভূমি প্রকল্পে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরে ২৯৯ জন ভূমিহীণ মানুষের হাতে মোট ১০ একর ৬১ শতক জমির পাট্টা বিলি করা হয়। এদিন বালুরঘাটের বিডিও অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে জমির দলিল প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী শঙ্কর চক্রবর্তী, জেলাশাসক তাপস চৌধুরী, ভূমি রাজস্ব আধিকারিক সুবল রায় প্রমুখ।

দুর্ঘটনায় মৃত তরুণী
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক তরণীর মৃত্যু হল। বৃহস্পতিবার দুপুরে তুরতুরি হাসপাতাল চৌপথী এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতার নাম সুশান্তি লাকড়া (১৯)। তাঁর বাড়ি রায়ডাক চা বাগানের সোনিয়া লাইনে। কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। এদিন সাইকেলে তুরতুরি হাসপাতালের দিকে যাচ্ছিলেন। সেই সময় ট্রাকটি তাঁকে পিছন থেকে ধাক্কা মারে।

ঝুলন্ত দেহ উদ্ধার
বিদ্যুতের হাইটেনশন টাওয়ারে গামছার ফাঁস লাগানো এক ঝুলন্ত দেহ উদ্ধার করল শামুকতলা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম নেবেদ্র দাস (৪৭)। তাঁর বাড়ি ভাটিবাড়ি গ্রামে। পেশায় দিনমজুর নেবেন্দ্র সম্প্রতি অবসাদে ভুগছিলেন।

ছাই তিনটি দোকান
আগুনে পুড়ে ছাই হয়ে গেল তিনটি বাড়ি ও একটি দোকান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দার্জিলিঙের পুলবাজার এলাকায়। বিজনবাড়ি থেকে একটি ও দার্জিলিং থেকে দুটি দমকল এসে আগুন আয়ত্তে আনে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.