ভ্যানোর লাইসেন্স ত্রিস্তর পঞ্চায়েতেই |
ত্রিস্তর পঞ্চায়েত থেকে মিলবে ভ্যানোর (মোটর চালিত রিকশা) লাইসেন্স। সম্প্রতি রাজ্য সরকারের বিশেষ সচিব অন্য জেলাগুলির সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দফতরে এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, বার্ষিক ৫০০ টাকার বিনিময়ে ওই লাইসেন্স মিলবে। গ্রামের রাস্তায় ভ্যানো চললে সংশ্লিষ্ট পঞ্চায়েতই ওই লাইসেন্স দেবে। একাধিক পঞ্চায়েতের মধ্যে ভ্যানো চললে সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতি আর একাধিক পঞ্চায়েত সমিতির মধ্যে চলাচল করলে জেলা পরিষদ থেকে লাইসেন্স নিতে হবে। অর্থাৎ, জেলা পরিষদের লাইসেন্স থাকলে গোটা জেলায় মোটর চালিত রিকশাগুলি চলাচল করতে পারবে। তবে পরিবহণ দফতরের সঙ্গে এই লাইসেন্স দেওয়ার যোগ নেই বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। তাঁর কথায়, “যা করার স্থানীয় ভাবেই হচ্ছে।” দুর্ঘটনাজনিত বিমার কোনও সুযোগও থাকছে না এই ব্যবস্থায়।
|
তৃণমূল ছেড়ে কংগ্রেসের শ্রমিক সংগঠনে |
কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসার জোয়ারে উল্টো স্রোত। গোটা রাজ্যেই যখন একের পর এক কংগ্রেস নেতা সাঙ্গোপাঙ্গ নিয়ে শাসকদলে ভিড়ছেন, শ্রমিক সংগঠনের ক্ষেত্রে সেই হিসেব মিলল না। বৃহস্পতিবার বর্ধমান শিল্পাঞ্চলের বরাকরে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ছেড়ে কংগ্রেস প্রভাবিত আইএনটিইউসি-তে যোগ দিলেন প্রায় ৭৫ জন কর্মী। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য আইএনটিইউসি-রও সভাপতি। তাঁর উপস্থিতিতেই স্থানীয় হকার্স ইউনিয়নের ওই কর্মীরা এ দিন বিধান ভবনে এসে যোগ দেন। পরে তাঁর কটাক্ষ, “এ বার ওরা (তৃণমূল) দেখুক, কেমন লাগে!”
|
সদ্যগঠিত কমিশন নিয়ে মুখ বন্ধ রাখার নির্দেশ জারি হল ফরওয়ার্ড ব্লকে। দলত্যাগী নেতা সরল দেবকে ফেরানোর সম্ভাবনা, সদস্যপদ নবীকরণ নিয়ে তাঁর সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলা ফ ব নেতৃত্বের বিরোধ এবং দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নরেন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ খতিয়ে দেখতে জি দেবরাজন, শ্যামল রায় ও জর্নাদন পাণ্ডেকে নিয়ে কমিশন গড়া হয়েছে। কমিশন নিয়ে রোজই ফ ব নেতা-কর্মীদের ক্ষোভের কথা প্রকাশ্যে আসছে। কমিশন চেয়ারম্যান তথা ফ ব-র জাতীয় সম্পাদক দেবরাজন বলেন, গোটা বিষয় কমিশন খতিয়ে দেখবে। তাদের কাছে ছাড়া কেউ মন্তব্য করতে পারবেন না।
|
জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নিজস্ব আইন তৈরি করতে উদ্যোগী হয়েছে রাজ্য। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবার বোর্ডের সুবর্ণজয়ন্তী বর্ষের অনুষ্ঠানে বলেন, “বছরের পর বছর জয়েন্টের পরীক্ষা হয় সরকারি নির্দেশিকার ভিত্তিতে। এটা ঠিক নয়। তাই সকলের সঙ্গে কথা বলে আইন তৈরির উদ্যোগ চলছে।” আইন হলে সেটি বিধানসভায় গৃহীত হবে বলে ওই অনুষ্ঠানে আশা প্রকাশ করেন আইন ও বিচার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। |