টুকরো খবর
ঘিঞ্জি এলাকায় চুরি রেলশহরে
ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় উত্তেজনা ছড়াল খড়্গপুরের মালঞ্চ ভগবানপুরে। পেশায় সোডা ওয়াটার ব্যবসায়ী অঞ্জন নিয়োগী ২৪ ডিসেম্বর সপরিবার তমলুকে আত্মীয় বাড়িতে গিয়েছিলেন। বাপের বাড়িতে ছিলেন স্ত্রী নমিতাদেবী। বুধবার রাতে তাঁরা ফিরে দেখেন ঘরের সব জিনিস লন্ডভন্ড। পাঁচিল ঘেরা একতলা বাড়ির গেটে তালা লাগানো থাকলেও নিয়োগী দম্পতির দাবি, ভিতরের দরজার তালা আলগাভাবে ঝুলছিল। অঞ্জনবাবুর কথায়, “ঘরে ঢুকে দেখি সব এলোমেলো। যত্রতত্র পানের পিক। টিভি, কাঁসার বাসনপত্র, সোনার জিনিসপত্র উধাও। নগদ ১০ হাজার টাকাও খোওয়া গিয়েছে।” শহরের ঘিঞ্জি ওই এলাকায় এই ধরনের চুরিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে টাউন থানার পুলিশ। আগেও একাধিকবার মালঞ্চর বালাজি মন্দিরপল্লি, সুষমাপল্লি, যুবসঙ্ঘ এলাকায় চুরির ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, কিছু মাদকাসক্ত যুবক টাকার সংস্থান করতে চুরি করেছে। সম্প্রতি এলাকায় রাতে টহলদারি চলে। তবে ভগবানপুরের রাত পাহারার বন্দোবস্ত ছিল না। অভিযোগ, এলাকায় বহিরাগত নেশাগ্রস্ত যুবকদের আনাগোনা শুরু হয়েছে। তাঁরাই এই চুরির ঘটনায় অভিযুক্ত। স্থানীয় বাসিন্দা গৌতম চক্রবর্তী বলেন, “এলাকায় পুলিশের নজরদারি আরও বাড়ানো উচিত। আমরা রাত পাহারার বিষয়ে ভাবছি।”

দুর্ঘটনায় জখম
পিক আপ ভ্যানের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে জখম হলেন দু’জন। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুরের গোলবাজার সেতুর গোল্ডেনচকের কাছে। হাসপাতালের দিক থেকে মোটর বাইকে সেতুর দিকে আসছিলেন মনোরঞ্জন মোহান্তি ও তাঁর কর্মচারী বালাকৃষ্ণন। উল্টো দিক থেকে আসা পিক-আপ ভ্যানের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর জখম অবস্থায় দু’জনকে স্থানীয়রা রেল হাসপাতালে ভর্তি করান। মনোরঞ্জনবাবুর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে হাওড়ার একটি নার্সিংহোমে স্থানান্তর করা হয়েছে। পুলিশ পিক-আপ ভ্যান ও তার চালককে আটক করেছে।

কর্মীদের দাবি
পঞ্চায়েত কর্মচারীদের সার্ভিস বই ‘আপ টু ডেট’ করা, সরকারি নিয়ম মেনে সব কর্মচারীকে পে-স্লিপ সময়ে দেওয়া-সহ ১৫ দফা দাবিতে বৃহস্পতিবার মেদিনীপুরের (সদর) বিডিও ঋত্বিক হাজরাকে স্মারকলিপি দেয় ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন (পশ্চিমবঙ্গ)। নেতৃত্বে ছিলেন সংগঠনের জেলা কনভেনর অরুণকান্তি প্রতিহার, মহকুমা কনভেনর অরুণ চক্রবর্তী, সদর ব্লক কনভেনর দিলীপকুমার ঘোষ প্রমুখ। ছিলেন সংগঠনের জেলা কমিটির সদস্য তথা মেদিনীপুর শহর কনভেনর অনুপকুমার মান্না।

সাংস্কৃতিক অনুষ্ঠান
সাংস্কৃতিক সংস্থা ছন্দনীড়ের চতুর্থ বর্ষের অনুষ্ঠান ‘সিঞ্চন’ অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। মেদিনীপুরের প্রদ্যোৎ স্মৃতি সদনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমাশাসক (সদর) অমিতাভ দত্ত, বিধায়ক মৃগেন মাইতি, অবসরপ্রাপ্ত শিক্ষক চপল ভট্টাচার্য, আইনজীবী অলোক দাস প্রমুখ। অনুষ্ঠানে নৃত্যশিল্পী সবিতা মিত্র সাহাকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধিত করেন ছন্দনীড়ের অধ্যক্ষা জয়িতা হোড়। ভরতনাট্যম পরিবেশিত হয়। সংস্থার ছাত্রছাত্রীরাও নৃত্য পরিবেশন করে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.