ঘিঞ্জি এলাকায় চুরি রেলশহরে
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় উত্তেজনা ছড়াল খড়্গপুরের মালঞ্চ ভগবানপুরে। পেশায় সোডা ওয়াটার ব্যবসায়ী অঞ্জন নিয়োগী ২৪ ডিসেম্বর সপরিবার তমলুকে আত্মীয় বাড়িতে গিয়েছিলেন। বাপের বাড়িতে ছিলেন স্ত্রী নমিতাদেবী। বুধবার রাতে তাঁরা ফিরে দেখেন ঘরের সব জিনিস লন্ডভন্ড। পাঁচিল ঘেরা একতলা বাড়ির গেটে তালা লাগানো থাকলেও নিয়োগী দম্পতির দাবি, ভিতরের দরজার তালা আলগাভাবে ঝুলছিল। অঞ্জনবাবুর কথায়, “ঘরে ঢুকে দেখি সব এলোমেলো। যত্রতত্র পানের পিক। টিভি, কাঁসার বাসনপত্র, সোনার জিনিসপত্র উধাও। নগদ ১০ হাজার টাকাও খোওয়া গিয়েছে।” শহরের ঘিঞ্জি ওই এলাকায় এই ধরনের চুরিতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে টাউন থানার পুলিশ। আগেও একাধিকবার মালঞ্চর বালাজি মন্দিরপল্লি, সুষমাপল্লি, যুবসঙ্ঘ এলাকায় চুরির ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, কিছু মাদকাসক্ত যুবক টাকার সংস্থান করতে চুরি করেছে। সম্প্রতি এলাকায় রাতে টহলদারি চলে। তবে ভগবানপুরের রাত পাহারার বন্দোবস্ত ছিল না। অভিযোগ, এলাকায় বহিরাগত নেশাগ্রস্ত যুবকদের আনাগোনা শুরু হয়েছে। তাঁরাই এই চুরির ঘটনায় অভিযুক্ত। স্থানীয় বাসিন্দা গৌতম চক্রবর্তী বলেন, “এলাকায় পুলিশের নজরদারি আরও বাড়ানো উচিত। আমরা রাত পাহারার বিষয়ে ভাবছি।”
|
দুর্ঘটনায় জখম
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
কর্মীদের দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |