ন্যাস-এর প্রকৃতিপাঠ
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
দুই পাশে ঘন জঙ্গল। লোকালয়ে যেতে হলে নদীর ধার ধরে ৩ কিমি যেতে হবে। এরকমই দুর্গম পরিবেশে প্রকৃতিপাঠ শিবির আয়োজন করল ডুয়ার্সের ওদলাবাড়ির পরিবেশপ্রেমী সংগঠন নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি (ন্যাস)। বৃহস্পতিবার থেকে ডুয়ার্সের গরুবাথান ব্লকের বাগরাকোট লাগোয়া চুনাভাটিতে লিস নদীর ধারে শিবির শুরু হয়েছে। শিবির চলবে ৩১ ডিসেম্বর অবধি। যোগ দিয়েছে রাজ্যের নানা প্রান্তের ৮২ শিশু, কিশোর কিশোরী। এদের ১৫ জন বিশেষ চাহিদাসম্পন্ন। বৃহস্পতি বার বাগরাকোট সেনা ছাউনির ব্রিগেডিয়ার এমজি শেখরণ শিবিরটির উদ্বোধন করেন। ন্যাসের সম্পাদক নাফসার আলি জানান, আবাসিকদের দুটি দলে ভাগে ভাগ করা হয়েছে। একটি দলে রয়েছে ৮ থেকে ১২ বছর বয়স অবধি শিশু কিশোররা. অন্য দলটিকে ১২ থেকে ১৮ বছর বয়সীরা। প্রথম দলটিকে প্রকৃতি পাঠ শেখানো হবে। অন্য দলকে প্রকৃতিপাঠ ছাড়া অ্যাডভেঞ্চার স্পোর্টস অনুশীলনও করানো হবে।
|
বুনো হাতির হামলা
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
বুধবার রাতে নুরপুর হামিদপাড়ায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফাঁসখোয়া বনাঞ্চল থেকে একটি বুনো দাঁতাল বেরিয়ে আলি হোসেন ও আজহার মিঁয়া নামে দুই ব্যক্তির বাড়িতে ভাঙচুর করে চাল আটা ও লবন খেয়ে নেয়।
|
ঘণ্টা তিনেকের চেষ্টায় ‘মস্তি’তে মগ্ন কুনকিকে বাগে আনল মাহুতরা। বৃহস্পতিবার সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের চেকো বিটের কুনকি নোনাইকে নিয়ে বেরোন মাহুত শালকুমা এক্কা এবং পাতাওয়ালা সঞ্জয় নার্জিনারি। হঠাৎ নোনাই নামে বছর ছাব্বিশের ওই দাঁতালের মস্তি ওঠে। কাউকে সে কাছে ঘেষতে দিচ্ছিল না। পরে ওই বিটের মহিলা কুনকি হাতি সিংহেশ্বরীকে নিয়ে আসার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। হস্তি বিশেষজ্ঞ পার্বতী বড়ুয়া জানান, এ বয়সে হাতিদের মস্তি ওঠা স্বাভাবিক। |