‘সবচেয়ে বেশি তিন বার করে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতেছে ব্রাজিল আর নাইজিরিয়া’ (‘বিশ্বকাপের দেশ থেকে...’, ৬-১২), এ তথ্য ঠিক নয়। নাইজিরিয়া চার বার (আগে ১৯৮৫, ’৯৩, ২০০৭, ’১৩) অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতেছে। এই বিশ্বকাপের আয়োজন এশিয়ায় চিন (’৮৫), জাপান (’৯৩), আরব আমিরশাহি (’১৩) ছাড়া দক্ষিণ কোরিয়াতেও (’০৭) হয়েছে। প্রসঙ্গত, এশিয়ায় অনুষ্ঠিত প্রতিটি বিশ্বকাপেই জয়ী হয়েছে নাইজিরিয়া।
রতনকুমার দত্ত। কলকাতা-৮৬
|
‘জামায়াত আন্তর্জাতিক জঙ্গিবাদেরই শাখা, বলেছে তথ্যচিত্র’ সংবাদের (২২-১২) প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব হামিদুর রহমান আযাদ এম পি এক বিবৃতিতে জানিয়েছেন: ‘যে তথ্যচিত্রের বরাত নিয়ে সংবাদ ছাপা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন’।
জামায়াত একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক রাজনৈতিক দল। এর কার্যক্রম স্বচ্ছ ও প্রকাশ্য। জামায়াত কোনও সন্ত্রাসবাদকে সমর্থন বা প্রশ্রয় দেয় না, বাংলাদেশ-সহ বিশ্বব্যাপী সব ধরনের সন্ত্রাসবাদী আন্দোলনের বিরুদ্ধে তার অবস্থান সুস্পষ্ট।
মো: ইব্রাহিম। কেন্দ্রীয় প্রচার বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামি
|
১৮ বছরের কম বয়সে যদি কেউ ধর্ষণ করতে পারে, তাকে সাজা দেওয়া যাবে না কেন? (‘অনুতাপ নেই নাবালকের’, ১৬-১২) ‘ধর্ষণ’-এর মতো অপরাধ সে না-বুঝে করে ফেলেছে, এমন ভাবনা তো বাতুলতা ছাড়া আর কিছুই নয়।
অন্বেষা সেন। জগাছা, হাওড়া |