লোকায়ুক্ত আইন বদলের দাবি ত্রিপুরায়
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
সংসদে লোকপাল বিল পাশ হওয়ার পরই ত্রিপুরার লোকায়ুক্ত আইন পরিবতর্নের দাবি তুলল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। দলের মুখপাত্র অশোক সিনহা বলেন, ‘‘রাজ্যের লোকায়ুক্ত কার্যতঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার। তারা শুধু তদন্ত করে উচ্চতর কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা দেয়। সরকারি কোনও কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে, তদন্ত শুরুর জন্য লোকায়ুক্তকে সংশ্লিষ্ট দফতর কর্তৃপক্ষের অনুমতিও নিতে হয়।” তিনি জানান, অভিযুক্তের বিরুদ্ধে তদন্তের অনুমতি না-পাওয়া গেলে, লোকায়ুক্ত তদন্তও শুরু করতে পারে না। তদন্তে অভিযোগের ‘সত্যতা’ প্রমাণিত হলেও, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারার কোনও ক্ষমতা ত্রিপুরার লোকায়ুক্তের নেই। লোকায়ুক্ত আইন চালু হয় ২০১০ সালে।
|
সাজা নাবালকের
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
গুয়াহাটির খ্রিস্টান বস্তি এলাকায় গত বছর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত নাবালককে এক বছর বিশেষ সংশোধনাগারে রাখার আদেশ দিল জুভেনাইল আদালত। ঘটনাটি ঘটেছিল ২০১২ সালের ৯ জুলাই রাতে। ওই নাবালক-সহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। তারমধ্যে, চারজনকে বেকসুর খালাস করে কামরূপ সিজেএম আদালত। ১১ জনের বিরুদ্ধে ছ’মাস, এক বছর এবং দু’বছরের সাজা ঘোষণা করা হয়। আজ বিশেষ জুভেনাইল আদালত নাবালক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। ঘটনার রাতে গুয়াহাটির খ্রিষ্টান বস্তি এলাকায় একটি পানশালার সামনে এক যুবতীর শ্লীলতাহানি করা হয়। খবর পেয়ে পুলিশের ভ্যান ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে।
|
অ্যাস্টন মার্টিন
সংবাদ সংস্থা • মুম্বই |
অ্যাস্টন মার্টিন দুর্ঘটনায় রিলায়্যান্সের কাছ থেকে কোনও ক্ষতিপূরণ পাননি বলে জানিয়েছেন মুম্বইয়ের বাসিন্দা ২৫ বছরের তরুণী ফোরাম রুপারেল। তবে তাতে কোনও আপত্তি নেই ফোরামের। কারণ, নিজের অডি এ৬-এর পরিবর্তে নয়া অডিএ৬ পেয়েছেন তিনি। তাই রিলায়্যান্সের চালকের বিরুদ্ধে অভিযোগ নিয়েও আর এগোতে চান তিনি। ৯ ডিসেম্বর মুম্বইয়ে একটি অ্যাস্টন মার্টিন ধাক্কা মারে ফোরামের অডি ও বিক্রম মিশ্রের হুন্ডাই এলান্ট্রায়। জানা যায়, অ্যাস্টনটি মুকেশ অম্বানীর রিলায়্যান্স গোষ্ঠীর। ফোরাম পুলিশকে জানান, এক তরুণ ওই গাড়ি চালাচ্ছিলেন। তাঁকে দেখে চালক বলে মনে হয়নি। ফোরাম অবশ্য রিলায়্যান্সের কর্মী ৫৫ বছরের বংশীলাল সোনিকেই অ্যাস্টনের চালক হিসেবে মেনে নিয়েছেন। হুন্ডাই এলান্ট্রার বদলে স্কোডা সুপার্ব পেয়ে গিয়েছেন বিক্রম মিশ্রও। তিনি অবশ্য পুলিশে অভিযোগই করেননি। ফোরাম দাবি করেছেন, বিমা সংস্থার মাধ্যমেই ক্ষতিপূরণ হিসেবে নয়া গাড়ি পেয়েছেন তিনি। এর সঙ্গে রিলায়্যান্সের কোনও যোগ নেই। |