কেন্দ্র বস্তার বরাত কমানোয় বিপাকে পাটশিল্প, মমতার হস্তক্ষেপ দাবি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কেন্দ্র বস্তার বরাত কমিয়ে দেওয়ায় চরম বিপাকে রাজ্যের চটকলগুলি। সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করল পাটশিল্প। বরাত কমায় গত এক মাসে ৪টি চটকল বন্ধ হয়ে গিয়েছে। উৎপাদনের সময় কাটছাঁট করতে বাধ্য হচ্ছে বাকি চটকলগুলি। প্রায় ৫০ হাজার শ্রমিক কাজ হারাচ্ছেন। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ এনে চটকল মালিকদের সংগঠন আইজেএমএ জানিয়েছে, সরকারি স্তরে চটের বস্তার বাধ্যতামূলক ব্যবহারের উদ্দেশ্যে ১৯৮৭ সালে আনা কেন্দ্রীয় আইন বারেবারে দিল্লিই লঙ্ঘন করে আসছে। কিন্তু গত ২৮ নভেম্বর চিনির ক্ষেত্রে ৮০% ও খাদ্যশস্যের ক্ষেত্রে ১০% প্লাস্টিকের বস্তা ব্যবহারের যে-নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রিসভা দিয়েছে, তার মতো এত বড় সিদ্ধান্ত আগে কখনও হয়নি। আইজেএমএ চেয়ারম্যান রাঘব গুপ্তের অভিযোগ, “এখন আমাদের রাজ্যের শাসকদলের সঙ্গে কেন্দ্রের সম্পর্ক ভাল নয়। তার সুযোগ নিচ্ছে কেন্দ্র।” আইজেএমএ-র প্রাক্তন চেয়ারম্যান সঞ্জয় কাজারিয়া বলেন, “এই শিল্পে আড়াই বছরে কোনও বড় ধর্মঘট হয়নি। কাঁচামালের অভাব বা উৎপাদন প্রক্রিয়ায় সমস্যা হয়নি। তবু বস্তা ব্যবহারের বরাত কমানো হল।” এ নিয়ে প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও তাঁরা দেখা করেছেন।
|
শিল্প মেলা শুরু আজ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বেঙ্গল ন্যাশনাল চেম্বার আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলা আজ থেকে মিলন মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। প্রদর্শনীর চেয়ারম্যান সন্দীপ সেন জানান, মেলার থিম ‘ব্র্যান্ড বেঙ্গল-অপরচুনিটিজ আনলিমিটেড’। বিশেষ গুরুত্ব পাচ্ছে ছোট ও মাঝারি শিল্পের ক্ষমতায়ন। যোগ দেবেন বিদেশের প্রতিনিধিরাও।
|
অ্যাক্সিস ব্যাঙ্কে বিদেশি লগ্নি |
অ্যাক্সিস ব্যাঙ্কে মোট বিদেশি লগ্নির ঊর্ধ্বসীমা এখনকার ৪৯% থেকে বাড়িয়ে ৬২% করার ব্যাপারে বৃহস্পতিবার সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি। তবে বিদেশি আর্থিক সংস্থার হাতে মোট শেয়ার মূলধনের সর্বোচ্চ সীমা হবে ৪৯%। পাশাপাশি, প্রত্যক্ষ বিদেশি লগ্নি নীতির আওতায় পড়বে ব্যাঙ্ক। এই অনুমোদনে ৭,২৫০ কোটি টাকার বিদেশি লগ্নির পথ তৈরি হল বলে জানিয়েছে ব্যাঙ্কটি।
|
চিনিকলগুলিকে বিনা সুদে ৬,৬০০ কোটি টাকার ব্যাঙ্কঋণ নেওয়ার ব্যাপারে চূড়ান্ত নির্দেশিকা অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি। ধুঁকতে থাকা চিনিশিল্প যাতে সময় মতো আখচাষিদের দাম চোকাতে পারে, সে জন্য এই সিদ্ধান্ত। |