সিঁড়ি দিয়ে দৌঁড়ে উঠছে দুই দামাল ছেলে। এক জনের বয়স ৭, অন্য জন ১০। কে কার আগে ওঠে, চলছে প্রতিযোগিতা। দুই ছেলের দিকে অপলকে তাকিয়ে রয়েছেন মা। কয়েক মাস আগেও এই দৃশ্য ছিল স্বপ্ন। তবে এক মাসের ব্যবধানে দুই ছেলের হৃদযন্ত্র প্রতিস্থাপন নতুন জীবন দিয়েছিল তাদের। তার পর ছিল মায়ের পালা। ক্যালিফোর্নিয়ার ডিয়েনা ক্রেমিস এবং তাঁর দুই ছেলে ম্যাথিউ আর ট্রেভিন নতুন জীবন ফিরে পেয়েছেন হৃদযন্ত্র প্রতিস্থাপনের পর। এক বছরের মধ্যে একই পরিবারে তিন জনের হৃদযন্ত্র প্রতিস্থাপনের ঘটনা বিশ্বে এই প্রথম। চিকিৎসকেরা জানান, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি নামের এক ধরনের জিনগত রোগে আক্রান্ত ছিলেন ডিয়েনা এবং তাঁর দুই ছেলে। বংশপরম্পরায় দিদিমা এবং মায়ের কাছ থেকে এই রোগ পেয়েছিলেন ডিয়েনা। এই রোগে হৃদযন্ত্রের পেশীগুলি মোটা হতে শুরু করে। এক সময় তা সংকোচন-প্রসারণের ক্ষমতাও হারিয়ে ফেলে তারা। ফলে স্তব্ধ হয়ে যায় হৃদস্পন্দন।
|
ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধের দোকান পরিদর্শনে নামলেন বাঁকুড়ার জেলাশাসক। মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল লাগোয়া গোবিন্দনগর ও লোকপুর এলাকার কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধ দোকান তিনি ঘুরে দেখেন। জেলাশাসক বলেন, “বেশ কিছু ওষুধ দোকান ও ডায়াগনস্টিক সেন্টার অবৈধ ভাবে চলছে বলে আমার কাছে অভিযোগ রয়েছে। এই সবের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল চক্র বাড়ছে বলেও অভিযোগ উঠছে। তাই পরিদর্শনে বেরিয়েছি।”
|
হোমিওপ্যাথ সম্পর্কে সচেতনতায় স্বাস্থ্য শিবির করল পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত মেডিক্যাল অফিসার্স অ্যাসোসিয়েশন। উত্তর দিনাজপুর জেলা কমিটির তরফে মঙ্গলবার দিনভর ইটাহারের পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের কোকনায়। |