টুকরো খবর
বিভূতি মেলা শুরু হল গোপালনগরে
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১২০ তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার থেকে গোপালনগরে শুরু হল ‘বিভূতি মেলা’। স্থানীয় বিভূতিভূষণ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির আয়োজনে গোপালনগরের হরিপদ ইনস্টিটিউশন ময়দানে আয়োজিত মেলা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কৌশিক গুপ্ত। মেলা এ বার ২০ বছরে পড়ল। প্রথম দিন বিকেলে স্থানীয় পাঠাগার থেকে মেলার মাঠ পর্যন্ত ট্যাবলো-সহ শোভাযাত্রা হয়। বিভিন্ন দিনে থাকছে সাহিত্যবাসর, বাউল, নৃত্যনাট্য, মূকাভিনয়, ম্যাজিক শো-সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা।
কেনাকাটা। —নিজস্ব চিত্র।
থাকছে ভাস্কর্য, চিত্র, হস্তশিল্প এবং জনশিক্ষামূলক প্রদর্শনী। মেলাটি পরিচালনা করে বিভূতি মেলা কমিটি। ছোটদের মনোরঞ্জনের জন্য মেলায় বসেছে নাগরদোলা, চক্ররেল, ড্রাগন ট্রেন, মিকি মাউস। রয়েছে বেশ কিছু খাবারের স্টল। মেলা কমিটির যুগ্ম সম্পাদক দীপক চট্টোপাধ্যায় এবং আশিস বসু বলেন, “বিভূতিভূষণের সাহিত্যকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে এই মেলার ভাবনা।” মেলার মাঠের পাশেই বিভূতিভূষণের বাড়ি। জেলা পরিষদের মাধ্যমে ওই বাড়িতে সাহিত্যিকের নামে একটি সংরক্ষণশালা তৈরির আশ্বাস দিয়েছেন জেলা সভাধিপতি রহিমা মণ্ডল।

বাসন্তীর মাঠে সুন্দরবন কাপ
সুন্দরবন কাপে যোগদানকারী দলগুলি থেকে ২০ জন প্রতিভাবান ফুটবলারকে বেছে নিয়ে উন্নত প্রশিক্ষণের জন্য জার্মানির বার্য়ান মিউনিখে পাঠানোর উদ্যোগ করছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। সম্প্রতি বাসন্তীর সুন্দরবন হাইস্কুল মাঠে ‘সুন্দরবন কাপ-২০১৩’-র উদ্বোধনে অনুষ্ঠান মঞ্চে এ কথা জানান পুলিশ সুপার প্রবীণকুমার ত্রিপাঠী। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা, সাংসদ চৌধুরী মোহন জাটুয়া, গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর, অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) কঙ্কর প্রসাদ বারুই প্রমুখ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বাসন্তীর সোনাখালি পল্লি উন্নয়ন সমিতি ও সোনাখালি আলাপন ক্লাব। ১-০ গোলে জয়ী পল্লি উন্নয়ন ক্লাব। ঢোলাহাট থানার উদ্যোগে ঢোলাহাটে চলছে সুন্দরবন কাপ। ১২টি পঞ্চায়েতের ১৬ দলের এই খেলার প্রথম খেলাটি হয় স্থানীয় পূর্ণচন্দ্রপুর চাঁদমনি শিক্ষায়তন বিদ্যালয়ের মাঠে। মুখোমুখি হয় হরেন্দ্রনগর সবুজ সঙ্ঘ এবং দিগম্বরপুর শান্তি সঙ্ঘ। ১-০ গোলে জয়ী হয় হরেন্দ্রনগর সবুজ সঙ্ঘ।

গাইঘাটায় ফুটবল
গাইঘাটার ঐক্যতান ক্লাবের পরিচালনায় আট দলের নক-আউট ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল শ্যামনগরের তরুণ সঙ্ঘ। রবিবার গাইঘাটা হাইস্কুলের মাঠে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে তারা ২-০ গোলে হারিয়ে দেয় ত্রিবেণীর শিবপুর স্পোর্টিং ক্লাবকে। প্রতিযোগিতা এ বার সাত বছরে পড়ল।

ঠাকুরনগর বইমেলা
শিক্ষা-সংস্কৃতির সার্থক বিকাশ এবং বই পড়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে বেশি করে আগ্রহ সৃষ্টি করতে ঠাকুরনগরে হয়ে গেল ১৮ তম ‘ঠাকুরনগর বইমেলা’। ১৩ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলা ওই মেলার আয়োজক ঠাকুরনগর বইমেলা ও প্রদর্শনী সমিতি।

বিবেক চেতনা
স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে বনগাঁ ব্লকে যুব কল্যাণ বিভাগ আয়োজিত দু’দিনের ‘বিবেক চেতনা উৎসব’ শেষ হল রবিবার।

ফের জেরা
পুলিশ হেফাজতে ধনেখালির তৃণমূল নেতা কাজি নাসিরুদ্দিনের মৃত্যুর ঘটনার তদন্তে শাসক দলের স্থানীয় বিধায়ক অসীমা পাত্রকে ফের মঙ্গলবার সাড়ে তিন ঘণ্টা জেরা করল সিবিআই। তা ছাড়াও দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় নাসিরুদ্দিনের স্ত্রী মনুজা বিবি, দাদা কাজি সামসুদ্দিন এবং বন্ধু শেখ সাবিদ আলি ওরফে পল্টুকে। সিবিআই সূত্রের খবর, সোমবার কলকাতার লর্ড সিনহা রোডের অফিসে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে অসীমা সময় চেয়ে নেন। সেই কারণে মঙ্গলবারও তাঁকে জেরা করা হয়। ধনেখালিতে ঘাঁটি গেড়ে মনুজাদের সঙ্গে আগেও কথা বলেন তদন্তকারীরা। অসীমাকে পূর্ণ জেরা এই প্রথম।

আবৃত্তি উৎসব ও গানমেলা
তিন দিন ব্যাপী আবৃত্তি উৎসব ও গানমেলা হয়ে গেল ক্যানিংয়ে। অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দ, দ্বিজেন্দ্রলাল রায় এবং প্রফুল্লচন্দ্র রায়ের সার্ধজন্মশতবর্ষ উপলক্ষে তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী কুমার শানু।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.