দু’টি পৃথক ঘটনায় ধারাল অস্ত্র দিয়ে দু’জনকে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রামনগর ও জয়নগরে। পুলিশ জানিয়েছে নিহত দু’জনের নাম অরিন্দম রায় (২৯) এবং ইদ্রিস আলি শেখ (৩৯)।
রবিবার রাতে রামনগরের রায়চকে একটি ইটভাটার কাছে খুন হন কলকাতার ডায়মন্ড পার্ক এলাকার বাসিন্দা অরিন্দম। পুলিশ জানায়, জোকার ডায়মন্ড পার্ক এলাকায় অরিন্দমদের ফ্ল্যাটের পাশে থাকতেন বিষ্ণুপুর থানার পাবর্তীপুর গ্রামের বাসিন্দা সুক মহম্মদ ও তার ছেলে মনসুর শেখ। দিন কয়েক আগে অরিন্দমের মা সবিতদেবী ফ্ল্যাটটি বিক্রির ব্যাপারে সুক মহম্মদের সঙ্গে কথা বলেন। টাকার লেনদেনের জন্য রবিবার সবিতাদেবী ছেলেকে নিয়ে এবং মনসুর ও সুক মহম্মদ রায়চকে আসেন। পরে সুক মহম্মদ ও সবিতাদেবী বাড়ি ফিরে গেলেও অরিন্দম ও মনসুর রায়চকে থেকে যান। সন্ধে সাড়ে ৭টা নাগাদ কয়েক জন স্থানীয় মানুষ অস্ত্রের আঘাতে গুরুতর জখম অবস্থায় অরিন্দমকে পড়ে থাকতে দেখেন। ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে নিয়ে গেলে রাতে সেখানেই মারা যান অরিন্দম। সুক ও তাঁর ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় থানায়। সন্দেহভাজন কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে কেউ ধরা পড়েনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ফ্ল্যাট বিক্রির টাকা লেনদেন নিয়ে দু’পক্ষের মধ্যে কোনও রকম ঝগড়া-বিবাদ থেকেই এই খুন।
অন্য দিকে, বাড়ি ফেরার পথে রবিবার রাতে জয়নগরের খাকুড়া পাখিপাড়ায় খুন হন ইদ্রিস। গ্রামে ঢোকার মুখে জনা কয়েক দুষ্কৃতী তাঁর উপরে চড়াও হয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাঁকে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, প্রতিবেশীদের সঙ্গে পুরনো বিবাদের জেরেই এই খুন। তাঁর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাতেও কেউ ধরা পড়েনি। |