টুকরো খবর
পাচার রুখতে বৈঠক সীমান্তে
সীমান্তে নারী ও শিশু পাচার রুখতে মঙ্গলবার দুটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সুতির সীমান্ত লাগোয়া বাজিতপুর গ্রামে একটি বৈঠক করল বিএসএফ। ওই বৈঠকে প্রায় আড়াইশো গ্রামবাসী যোগ দেন। বিএসএফের পক্ষ থেকে ইন্দ্রজিৎ রায় বলেন, ‘‘শুধু বিএসএফ সজাগ থাকলে পাচার পুরোপুরি বন্ধ করা যাবে না। সীমান্তের বাসিন্দাদেরও সচেতন হওয়া দরকার। সতর্ক থাকতে হবে তাঁদেরও। অচেনা কাউকে বাড়িতে আশ্রয় দেবেন না।” তিনি বলেন, “সীমান্ত লাগোয়া চর এলাকায় বহু পরিবার তাদের ছোট ছোট ছেলেদের খেতের কাজে পাঠান। তাঁদের কোনও পরিচয়পত্র থাকে না। পরে তারা অনেকেই হারিয়ে যায়। কিন্তু নাবালকদের কাজে না পাঠিয়ে স্কুলে পাঠানোর চেষ্টা করুন। সমাজের স্বার্থেই এটা প্রয়োজন।” স্বেচ্ছাসেবী সংস্থার সুপারভাইজার মীর আবু হেনা বলেন, ‘‘গ্রামবাসীদের সচেতন করতে বিএসএফের সঙ্গে যৌথভাবে আমরা বেশ কিছু বিষয়ে উদ্যোগী হচ্ছি। গ্রামবাসীদের নিয়ে তৈরি করা হচ্ছে সুরক্ষা মঞ্চ। সীমান্তের সব পঞ্চায়েত এলাকাতেই ওই মঞ্চ তৈরি হবে।’’সভায় উপস্থিত তৃণমুলের পঞ্চায়েত সদস্য রামচন্দ্র সিংহ বলেন, ‘‘এই ধরণের বৈঠকে বিএসএফের সঙ্গে গ্রামবাসীদের সম্পর্ক অনেক সহজ হয়। বিএসএফকে মনের কথা সহজেই বলতে পারবেন গ্রামের মানুষ। ফলে নারী ও শিশু পাচারকারীরা বিচ্ছিন্ন হয়ে পড়বে।”

স্ত্রীকে মারধর, অভিযুক্ত শিক্ষক
স্ত্রীকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগ উঠল এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। কৃষ্ণনগরের পোড়াগাছা প্রাথমিক স্কুলের অভিযুক্ত ওই শিক্ষকের নাম মলয় দাস। তিনি কৃষ্ণগরের সেগুন বাজার রাজা রোড এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত ওই স্কুল শিক্ষক ও তার পরিবারের লোকজন পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০৯ সালে আমিন বাজার এলাকার বাসিন্দা প্রিয়াঙ্কা মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল মলয় দাসের। প্রিয়াঙ্কার অভিযোগ, “বছর খানেক আগে টাকার দাবিতে আমার উপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যরা। আমি রাজি না হওয়ায় অত্যাচারের মাত্রা ক্রমশ বাড়তে থাকে। এরপর আমি বাপের বাড়ি চলে গিয়েছিলাম। বৃহস্পতিবার আমি জিনিস আনতে গেলে আমার মাথা ফাটিয়ে দেয়।” এরপরই পুলিশে অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

সংঘর্ষে জখম ছাত্র
ছাত্র সংঘর্ষে গুরুতর জখম হল মাজদিয়া সুধিরঞ্জন লাহিড়ী কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্র। ঘটনাস্থল মাজদিয়া স্টেশন। মঙ্গলবারের এই ঘটনায় জখম কিঙ্কর কাঞ্জিলালকে কৃষ্ণনগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম ছাত্রকে তাদের সমর্থক বলে দাবি করে এসএফআইয়ের অভিযোগ, কলেজে তাদের সমর্থকদের উপর হামলা চালাছে তৃণমূল ছাত্রপরিষদের ছেলেরা। এসএফআই-এর জেলা সভাপতি কৌশিক দত্ত বলেন, “মঙ্গলবার বহিরগাছি এলাকার বাসিন্দা কিঙ্কর কাঞ্জিলাল নামে আমাদের এক সমর্থক ট্রেন ধরে বাড়ি ফেরার জন্য মাজদিয়া স্টেশনে এলে তার উপরে হামলা চালায় তৃণমূল সমর্থকরা। অভিযোগ অস্বীকার করে তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের জেলা সভাপতি অয়ন দত্ত বলেন, “পুরোপুরি মিথ্যা অভিযোগ। ওরাই আমাদের ছেলেদের উপরে হামলা করেছিল।” উভয় পক্ষই কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কিশোরী অগ্নিদগ্ধ
নবম শ্রেণির এক ছাত্রীর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে কল্যাণীর ৬ নম্বর ওয়ার্ডের মাঝেরচর এলাকার ঘটনা। দগ্ধ ওই কিশোরী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অভিযুক্ত সোনাই গঙ্গোপাধ্যায় পলাতক। পুলিশ জানায়, বাড়িতে একাই ছিল ওই কিশোরী। হঠাৎ তার চিৎকারে পড়শিরা গিয়ে দেখেন দগ্ধ অবস্থায় পড়ে রয়েছে মেয়েটি। চিকিৎসকদের কাছে ওই কিশোরী জানায়, সোনাই নামে ওই যুবক তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। কারণ স্পষ্ট নয়। কিশোরীর দাদা ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের খোঁজ চলছে।

জয়ী সংহতি ক্লাব
স্থানীয় নবশক্তি সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় জিতল সংহতি ক্লাব। রবিবার রানাঘাট উত্তর নাসরার মাঠের এই ফাইনালে ট্রাইবেকারে হুগলি টিবিডি ক্লাবকে ৫-৪ গোলে হারায় বিজয়ী দল। ১৬টি দল এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.