টুকরো খবর |
ভিড় সামলাতে প্রস্তুত সৈকতশহর
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
আজ বড়দিন। সৈকতশহরে ছুটি কাটাতে প্রতি বছরই এই দিনটা উপচে পড়ে ভিড়। তা সামলাতে এ বার আগে থেকেই প্রস্তুত দিঘার পুলিশ-প্রশাসন। মঙ্গলবারই দিঘা সৈকতে প্রায় ৫০ হাজার পর্যটক এসেছিলেন। বড়দিনে লক্ষাধিক মানুষের ভিড় হবে বলে মনে করছেন দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেন পাল। মঙ্গলবার বিকেলে পুলিশ, হোটেল মালিক, পরিবহণ-সহ বিভিন্ন সংগঠনগুলির প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করেন সৌমেনবাবু। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ব্যাপক পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দিঘা থানার ওসি অজিত ঝা জানিয়েছেন। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে পর্যটকদের সাহায্যের জন্য ‘অ্যাসিস্ট্যান্স বুথ’ খোলা হচ্ছে। থাকছে পযার্প্ত নুলিয়ার বন্দোবস্ত। বেশি ভাড়া চেয়ে পর্যটকদের হেনস্থা না করার জন্য এ দিন মাইকে প্রচার করেছে দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি চাইলে অ্যাসোসিয়েশনের অফিসে পর্যটকদের যোগাযোগ করতে বলা হয়েছে।
|
সদ্য বিবাহিতা বধূর অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
সদ্য বিবাহিতা এক বধূর অপমৃত্যুর ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের বলরামডিহি এলাকায় শ্বশুরবাড়িতে রিয়া গুপ্তা (২৪) নামে ওই বধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গত ২৯ নভেম্বর রিয়ার সঙ্গে পেশায় ব্যবসায়ী সঞ্জীবের বিয়ে হয়েছিল। রিয়ার বাপের বাড়ি ঝাড়খণ্ডের বোকারো-য়। মঙ্গলবার রিয়ার বাবা মাতাদিন অগ্রবাল ঝাড়গ্রাম থানায় রিয়ার স্বামী, শাশুড়ি ও ভাসুরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার রিয়ার স্বামী সঞ্জীব গুপ্তাকে গ্রেফতার করা হয়। বাকি দু’জন পলাতক। মাতাদিনবাবুর অভিযোগ, বিয়ের সময় পাত্রপক্ষকে নগদ ৯ লক্ষ টাকা ও আরও কয়েক লক্ষ টাকার যৌতুক-সামগ্রী দেওয়া হয়েছিল। কিন্তু বিয়ের কয়েক দিন কাটতে না কাটতেই আরও পাঁচ লক্ষ টাকা দাবি করেন রিয়ার শ্বশুরবাড়ির লোকেরা।
|
গণ-ডেপুটেশন
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো, কালোবাজারি ও মজুতদারি নিয়ন্ত্রণ, নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা-সহ ১২ দফা দাবিতে মঙ্গলবার কাঁথির মহকুমাশাসক ও কাঁথি-১ ব্লক অফিসে গণ ডেপুটেশন দিল এসইউসি। তার আগে দুই দফতরের সামনে বিক্ষোভ-সমাবেশ হয়। সমাবেশে প্রতিটি গ্রামে পরিস্রুত পানীয় জল, বেহাল রাস্তাঘাট ও সেতুর সংস্কার, চাষিদের বিনামূল্যে সার কীটনাশক সরবরাহের দাবি জানান নেতারা। ডেপুটেশনের আগে একটি মিছিল কাঁথি শহর পরিক্রমা করে।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম বাদল সামন্ত (৬১)। বাড়ি চন্দ্রকোনার জগন্নাথপুর গ্রামে। মঙ্গলবার ঘাটাল-চন্দ্রকোনা সড়ক ধরে চন্দ্রকোনা থানার কালিকাপুরের দিকে যাওয়ার সময় চন্দ্রকোনাগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ট্রাকটিকে আটক করেছে।
|
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
খালে ডুবে যাওয়ার তিন দিন পর রাকেশ সামুই (১১)-এর দেহ উদ্ধার হল। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার চন্দ্রকোনার পলাশচাপড়ি ব্রিজের তলা থেকে রাকেশের দেহ উদ্ধার হয়। উল্লেখ্য, শনিবার চন্দ্রকোনার রাসকা এলাকার ওই বালক তার দিদি ও পড়শিদের সঙ্গে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যায়।
|
চার সদস্যের তৃণমূলে যোগ |
|
ছবি তুলেছেন পার্থপ্রতিম দাস। |
মঙ্গলবার ময়না ব্লকের শ্রীকণ্ঠা পঞ্চায়েতের সিপিএমের প্রধান-সহ চার সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েতটি তৃণমূলের দখলে এল। রামচন্দ্রপুরে মঙ্গলবার তৃণমূলের সভায় তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী বলেন, “৩০ ডিসেম্বর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তমলুকে আসবেন। তার আগে ময়না সিপিএম-মুক্ত করে বুদ্ধবাবুকে উপহার দেওয়া হল।” |
|