টুকরো খবর
কর্মবিরতি তুলে নিলেন ঠিকাশ্রমিকরা
কর্মবিরতি তুলে নিলেন অধিকাংশ ঠিকা শ্রমিকরা। এর ফলে খড়্গপুরে নম্বর জাতীয় সড়কের ধারে খড়্গপুরের রূপনারায়ণপুরে নির্মাণ যন্ত্রাংশ তৈরির কারখানায় পরিস্থিতি স্বাভাবিক হল। গত ১৯ ডিসেম্বর থেকে কাজের দিন বৃদ্ধি, স্থায়ী বেতনক্রম চালু, ছাঁটাই বন্ধ -সহ নানা দাবিতে ঠিকাদার সংস্থার অধীনে কর্মরত প্রায় ৩০০ জন শ্রমিক কাজ বন্ধ করে দেন। তৃণমূলের নেতৃত্বে তাঁরা কারখানার গেটের সামনে বিক্ষোভও দেখান। সোমবার তাঁদের মধ্যে ২২ জন কাজে যোগ দেন। ওই কারখানায় এআইটিইউসি পরিচালিত শ্রমিক সংগঠনের সম্পাদক অশোক সেনাপতি বলেন, “শ্রমিকদের ভুল বুঝিয়ে তৃণমূলের একটি গোষ্ঠী কাজ বন্ধ করে দিয়েছিল। আমরা কারখানা কর্তৃপক্ষের কাছে মাসে ২৩ দিন কাজ ২৪ দিনের বেতন দেওয়ার দাবি জানিয়েছি। শ্রমিকেরা তাতে আশ্বস্ত হয়েই কাজ শুরু করেছেন।” যদিও তৃণমূলের স্থানীয় নেতা নগেন মাণ্ডির দাবি, শ্রমিকেরা তাঁদের দাবিতে অনড়। কিছু শ্রমিককে ভুল বুঝিয়ে জোর করে কাজে যোগ দিতে বাধ্য করা হয়েছে। প্রকল্পের বিভাগীয় ম্যানেজার (এইচআর ) সুদীপ মালাকার জানান, “এ দিন প্রায় ৮০ শতাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছে। শ্রমিকদের দাবি নিয়ে ভেবে দেখা হবে।”

অবস্থান সত্যাগ্রহের হুঁশিয়ারি মানসের
দলীয় কর্মী-সমর্থকদের বাড়িতে হামলার দশ দিন পরেও পুলিশ অভিযুক্ত তৃণমূলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। এই অভিযোগে সরব হয়ে সবং থানায় ‘অবস্থান-সত্যাগ্রহ’ করার ডাক দিলেন কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া। মঙ্গলবার বিকেলে সবংয়ের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের মুরারিচক গ্রামে প্রতিবাদ সভায় মানসবাবু অভিযোগ করেন, “দলীয় কর্মীদের ওপর আক্রমণের এত দিন পরেও পুলিশ কাউকে গ্রেফতার করল না! আমরা সিদ্ধান্ত নিয়েছি জানুয়ারির ৪, ৫ ও ৬ তারিখ সবং থানায় অবস্থান সত্যাগ্রহে বসব। তাতে কাজ না হলে মহকুমা ও জেলা পুলিশের দফতরের সামনে বসা হবে।” উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর মুরারিচক গ্রামের সংসদ সভায় কংগ্রেস পঞ্চায়েত সদস্যা সবিতা বর্মন গ্রাম পঞ্চায়েতের কাজে বৈষম্যের অভিযোগ তোলেন। সবিতাদেবীর দাবি ছিল, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত তাঁর বুথের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। এই নিয়ে বাদানুবাদে উত্তপ্ত হয় সংসদ সভা। পরে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ বাধে। অভিযোগ, কংগ্রেসের নেতা হরিপদ ধাড়া ও রাধানাথ ধাড়ার বাড়িতে তৃণমূল কর্মীরা হামলা চালান। তৃণমূল পাল্টা অভিযোগ তোলে কংগ্রেসের আক্রমণে দলের চার কর্মী জখম হয়েছেন। উভয়পক্ষই থানায় অভিযোগ দায়ের করে। কংগ্রেসের এ দিনের সভায় মানসবাবু ছাড়াও ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি বিকাশ ভুঁইয়া, ব্লক সভাপতি অমল পণ্ডা প্রমুখ।

দু’বছর পরে খড়্গপুরে ফের ব্যবসায়ী সম্মেলন
আগামী ৩১ ডিসেম্বর খড়্গপুর ব্যবসায়ী সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। খড়্গপুরের ট্রাফিক রিক্রিয়েশন ময়দানে পঞ্চম বর্ষের ওই সম্মেলনে সাংসদ শুভেন্দু অধিকারী থাকবেন। সম্মেলনে পঞ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা, ঝাড়গ্রামের পুরপ্রধান দুর্গেশ মল্লদেব, মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বস,ু খড়্গপুরের উপ -পুরপ্রধান চিত্তরঞ্জন মণ্ডল, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আলো সিংহ উপস্থিত থাকার কথা। ঠিক হয়েছে, সম্মেলনে খড়্গপুর শহরের রাস্তার বেহাল দশা, নাগরিক সুযোগসুবিধার অপ্রতুলতা, শিল্পায়ন, প্রস্তাবিত শিল্পের গতিহীনতার কথা নিয়ে আলোচনা করা হবে। ৩০ ডিসেম্বর শহরে মোটরবাইক র্যালিও হবে। সংগঠনের জেলা সম্পাদক রাজা রায় বলেন, “নানা কারণে গত দু’বছর সম্মেলন বন্ধ ছিল। বার জেলার বাণিজ্যিক পরিকাঠামো উন্নয়নের দাবি নিয়ে সম্মেলনের ডাক দিয়েছি।”

ছাত্র বিক্ষোভ
আইটিআই উত্তীর্ণদের বিক্ষোভ।
সরকারি প্রকল্পে প্রশিক্ষণ নিয়েও প্রতিশ্রুতি মতো কাজ মেলেনি। প্রতিবাদে আইটিআই উত্তীর্ণ ছাত্রছাত্রীরা মঙ্গলবার জেলাশাসকের দফতরের সামনে অবস্থান -বিক্ষোভ করলেন। তাঁদের বক্তব্য, তাঁরা সকলেই আইটিআই উত্তীর্ণ। বাড়ি জঙ্গলমহলে। সরকারের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে প্রশিক্ষণও নিয়েছেন। জঙ্গলমহলে আইটিআই উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য ওই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রতিশ্রুতি ছিল, প্রশিক্ষণের পর চাকরির ব্যবস্থা করা হবে। কিন্তু তা হয়নি। তারই প্রতিবাদে দিনের বিক্ষোভ।

রাস্তা বন্ধ, নিত্য ভোগান্তি
মেদিনীপুরের গোলকুয়াচকে যানজট। —নিজস্ব চিত্র।
নিকাশি নালা সংস্কারের কাজ চলায় নিত্য যানজট দেখা দিচ্ছে মেদিনীপুর শহরের গোলকুয়াচকে। রাস্তার একদিকে নালা সংস্কারের কাজ চলছে। ফলে, এই দিকটি বন্ধ রাখা হয়েছে। কোনও গাড়ি চলাচল করছে না। রাস্তার অন্য দিক দিয়ে সমস্ত গাড়ি চলাচল করছে। গোলকুয়াচক শহরের গুরুত্বপূর্ণ এলাকা। চারটি বড় রাস্তা এখানে এসে মিশেছে। ফলে, দিনের বেলায় যানজট তীব্র আকার নিচ্ছে। গত সপ্তাহে সংস্কার কাজ শুরু হয়েছে। সমস্যার শুরু তখন থেকে। পুর- কর্তৃপক্ষ অবশ্য দ্রুত কাজ শেষের আশ্বাস দিয়েছেন।

বিডিওর দ্বারস্থ পঞ্চায়েত সদস্য
তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে কাজে বাধার অভিযোগে বিডিও-র দ্বারস্থ হলে কংগ্রেস পঞ্চায়েত সদস্যা। মঙ্গলবার খড়্গপুর-২ ব্লকের কালিয়ারা-২ পঞ্চায়েতের কংগ্রেস সদস্যা শ্যামলী সামন্ত তৃণমূলের বিরুদ্ধে কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, স্থানীয় তৃণমূলের লোকেরা উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন। এমনকী গ্রাম পঞ্চায়েতটিও তৃণমূলের দখলে থাকায় তাঁর বুথকে বঞ্চিত করা হচ্ছে। যদিও এলাকা থেকে নির্বাচিত জেলা পরিষদের পরিষদীয় নেতা তথা তৃণমূল ব্লক সভাপতি অজিত মাইতির দাবি, “রাজনৈতিক স্বার্থে ওই অভিযোগ করা হচ্ছে। কোনও অভিযোগ থাকলে আমদের কাছে ওই কংগ্রেস সদস্যা সরাসরিও আসতে পারেন।” বিডিও সোমা দাস অভিযোগ খতিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞান কংগ্রেসে জেলার মেয়ে
২১ তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে যোগ দিতে ভূপাল রওনা হল অনু দাস। অনু পশ্চিম মেদিনীপুরের একমাত্র প্রতিনিধি। রাজ্যের মোট ৩০ জন ছাত্রছাত্রী এ বার ভূপালে শিশু বিজ্ঞান কংগ্রেসে যোগ দেবে। ২৭- ৩০ ডিসেম্বর শিশু বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হবে। অনু দাঁতন থানার জেনকাপুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। এ বার রাজ্যস্তরের প্রতিযোগিতায় ২০৮ জন অংশগ্রহণ করে। এদের মধ্যে ৩০ জন ২১ তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসে যোগ দেওয়ার জন্য নির্বাচিত হয়।

এনএসএস শিবির
মেদিনীপুর কলেজের এনএসএসের শীতকালীন শিবির শুরু হয়েছে গত ২০ ডিসেম্বর। চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। শিবিরের উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুধীন্দ্রনাথ বাগ। শিবিরে যোগ দেওয়া ছাত্রছাত্রীরা শহরের কারগিলবস্তি, চন্দনবস্তি, মজদুরনগরবস্তি, তালপুকুরবস্তি এলাকায় আবর্জনা সাফাই, ফিনাইল -ব্লিচিং ছড়ানো কাজ করছেন। স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় শিবিরও হবে। সব মিলিয়ে কলেজের ১৮০ জন ছাত্রছাত্রী শীতকালীন শিবিরে যোগ দিয়েছেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.