যৌথ উদ্যোগে মিশ্র লোহা (ফেরো অ্যালয়) উৎপাদনের কারখানা গড়তে চলেছে তিন রাষ্ট্রায়ত্ত সংস্থা সেল, আরআইএনএল এবং এমওআইএল। সংশ্লিষ্ট সূত্রে খবর, নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র-সহ ওই কারখানা গড়া নিয়ে ইতিমধ্যেই কিছু বৈঠক হয়েছে তাদের। কারখানা ছত্তীসগঢ়ের নন্দিনী-তে হতে পারে বলে ইঙ্গিতও মিলেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে লাগবে আরও ক’মাস। কারণ বিষয়টি খতিয়ে দেখছে ইস্পাত মন্ত্রকের অধীন এক কমিটি। সংস্থা সূত্রে খবর, সেখানে তিন সংস্থার প্রতিনিধিই আছেন। তাঁরা শেয়ার বণ্টনের কাঠামো, প্রস্তাবিত কারখানার উৎপাদন ক্ষমতা, সম্ভাব্য লগ্নি অঙ্ক নিয়ে রিপোর্ট জমা দেবে। তার পর হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
|
বেআইনি ভাবে টাকা তোলা এবং লগ্নিকারীদের সঙ্গে প্রতারণা রুখতে কড়া ব্যবস্থার কথা জানাল সেবি। আইন মেনে চলা সংস্থার জন্য শেয়ার বা ঋণপত্র ছেড়ে মূলধন সংগ্রহের নিয়ম সরলও করেছে তারা। অন্য দিকে, বিদেশি আর্থিক প্রতিষ্ঠান বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর (এফ আই আই) ও মূলত ব্যক্তি নির্ভর ফরেন পোর্টফোলিও ইনভেস্টর (এফপিআই)-দের থেকে কর নেওয়ার অভিন্ন নিয়ম চালু করতে তাদের বৈদেশিক লগ্নিকারী বা ‘ওভারসিজ ইনভেস্টর’ হিসাবে চিহ্নিত করে এক ছাতার তলায় এনেছে সেবি। মঙ্গলবার পরিচালন পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে সেবি। |