পাচারের জন্য আনা একটি রেড স্যান্ড বোয়া সাপ উদ্ধার করল বৈকুণ্ঠপুর বন বিভাগের কর্মীরা। রবিবার উত্তরায়ণ উপনগরীর কাছে। সাপ পাচারের অভিযোগে দু’জনকে ধরেছে পুলিশ। ধৃত রোহিত কুমার, দীপক সিংহের বাড়ি বিহার কিসানগঞ্জে। তবে মূল অভিযুক্ত মহম্মদ আনওয়ার এবং সন্তোষ কুমার পালিয়েছে। তারাও কিসানগঞ্জেরই বাসিন্দা বলে ধৃতরা জানায়। যে সাপটি উদ্ধার হয়েছে তার বিজ্ঞানসম্মত নাম এরিক্স জনি রাসেল। এই সাপ সাধারণত পাথুরে ও বালিয়াড়ি অঞ্চলে দেখা যায়। তামিলনাড়ুর কিছু এলাকায়, পাকিস্তান ও আফগানিস্তান এদের মূল আস্তানা। নেপাল ও ভুটানের বাসিন্দা এবং চিনাদের মধ্যে এই সাপ বাড়িতে রাখলে বৈভব আসে বলে ধারণা। বৈকুণ্ঠপুর বন বিভাগে ডিএফও ধর্মদেব রাই বলেন, “এটি বিরল প্রজাতির। আন্তার্জাতিক বাজারে ভাল দাম রয়েছে।”
|
নতুন বছরে শহরকে প্লাস্টিক-পলিথিন মুক্ত করতে সোমবার এক পদযাত্রার আয়োজন করল কাঁথি পুরসভা। পুরসভা ও কাঁথি বাজার ব্যবসায়ী সমন্বয় সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত ওই পদযাত্রাটি কাঁথি ডরমেটরি থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে।
|
বোলতার কামড়ে নাগপট্টিনমের একটি স্কুলের ৩১ জন ছাত্র জখম হল।, স্কুলের পাশে একটি গাছে বোলতার চাক হয়েছিল। সোমবার দুপুরে টিফিনের পর বাচ্চারা হাত ধুতে গেলে বাচ্চাদের কামড়ায় বোলতাগুলি। কিছু বাচ্চা অজ্ঞান হয়ে যায়। সঙ্গে সঙ্গে বাচ্চাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। |