টিভি সিরিয়ালের চরিত্রে অটিজম-এর তকমা দিয়ে দর্শক মনোরঞ্জনের উদ্যোগ ও সেই চরিত্র নিয়ে অতি উৎসাহের সংবাদ (‘জনপ্রিয়তার জোয়ারেই...’, ১৫-১২) পড়ে যারপরনাই বিস্মিত ও ব্যথিত হয়েছি। এক জন অটিস্টিক সন্তানের বাবা হওয়ার সুবাদে এই প্রসঙ্গে দু-এক কথা না-বললেই নয়।
প্রথমত, অটিজম হল সম্পূর্ণ এক স্থায়ী বিকাশজনিত প্রতিবন্ধকতার অবস্থা। অটিস্টিক বাচ্চারা বেশির ভাগ সময়েই নিজেদের তৈরি কাল্পনিক জগতে বিচরণ করতে ভালবাসে।
দ্বিতীয়ত, ন্যায়-অন্যায়, ভাল-মন্দ বাছাই করার বিচার বোধ থাকে না।
তৃতীয়ত, যথাসম্ভব একা থাকা পছন্দ করে। চোখে চোখ রেখে কথা বলে না বা উত্তর দেয় না। |
চতুর্থত, ভাব আদানপ্রদানে অক্ষমতা, অর্থহীন, অসঙ্গতিপূর্ণ কথা বলা ইত্যাদি ছাড়াও অন্যান্য উপসর্গ আছে যার একটি ‘পারী’ চরিত্রে পরিলক্ষিত হয় না।
যে হেতু টেলিভিশন একটি গণমাধ্যম, এর মাধ্যমে ভুল বার্তা যাতে মানুষের কাছে না-পৌঁছয় সে দিকে নজর রাখা অত্যন্ত জরুরি। পরিচালক, প্রযোজকের কাছে আমার বিনীত অনুরোধ, এ সব শিশুকে নিয়ে যে সব প্রতিষ্ঠান বা ব্যক্তিমানুষ কাজ করছেন তাঁদের কাছে জানুন, বুঝুন, সহায়তা নিন। ঠিক তথ্য দিয়ে চরিত্রটি বানালে মানুষের কাছে গ্রহণীয় হবে। তা না-হলে সমাজের ক্ষতি হয়ে যেতে পারে।
আর, ‘পারি’ চরিত্র প্রসঙ্গে ‘পারি পাগলি’ শব্দটি না-উচ্চারিত হলেই ভাল। ‘অটিস্টিক’ সন্তান আবার একই সঙ্গে পাগল হয় কী ভাবে? জানা নেই।
সব্যসাচী পড়ুয়া। কলকাতা-৭৫ |