সারা রাত ফোন করেও ‘মাতৃযান’ মেলেনি। যন্ত্রচালিত ভ্যানে নিয়ে গিয়ে প্রসূতিকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু প্রসবের ১০ মিনিট পরেই মৃত্যু হয় সদ্যোজাতের। তার জেরেই রবিবার উত্তেজনা দেখা দেয় চাঁচলের মালতিপুর হাসপাতালে। স্বাস্থ্য দফতরের ভূমিকায় ক্ষোভ দেখান জেলা পরিষদের জনস্বাস্থ্য দফতরের কর্মাধ্যক্ষ। দুপুরে রোগীর পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্য দফতরে লিখিত অভিযোগ করা হয়। এদিন চাঁচলের সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপন বিশ্বাস বলেছেন, “ওই ব্লকে মাতৃযানের সংখ্যা কম। কিন্তু যা হয়েছে তা কখনও কাম্য নয়। একটি মাতৃযান যাতে রাতে হাসপাতালে থাকে, তার ব্যবস্থা করতে বলা হয়েছে।” প্রসূতির স্বামী মহিদুল ইসলাম বলেন, “রাতে ভর্তি হলে ছেলেটা বেঁচে যেত। এমন হলে মাতৃযান প্রকল্পের কী লাভ?”
|
স্বাস্থ্য শিবির হয়ে গেল বারাবনি বিধানসভা এলাকার নানা জায়গায়। প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা মানিক উপাধ্যায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার শিবিরের আয়োজন হয়। শিবিরগুলির উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা আসানসোলের বিধায়ক মলয় ঘটক। এ দিন কয়েকটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ফল দেওয়া হয়। মলয়বাবু বলেন, “দলের দুঃসময়ে এই সমস্ত নেতারা সংগঠন ধরে রেখেছিলেন বলেই আজ রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল।”
|
মহিষাদল রাজবাড়ির উদ্যোগে ও শ্যাওড়াফুলি সেবা নিকেতনের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা শিবির হল রাজবাড়ি প্রাঙ্গণে। রাজবাড়ির সদস্য শৌর্য্যপ্রসাদ গর্গ বলেন, “ আমরা চেষ্টা করছি, প্রতি মাসে একটি করে চিকিৎসা শিবির করতে।”
|
স্বাস্থ্য পরীক্ষা শিবির হল ঘাটাল কলেজে। পিয়ারলেস হাসপাতালের উদ্যোগে রবিবারে ওই স্বাস্থ্য শিবিরে প্রায় ২০০০ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়।
|
রক্ত পরীক্ষার নয়া যন্ত্র ‘নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্টিং’ (ন্যাট) এল বাইপাসের অ্যাপোলো হাসপাতালে। অ্যাপোলোর সিইও রূপালি বসুর দাবি, এটি দিয়ে রক্তদাতার রক্তের বিশুদ্ধতা পরীক্ষা করলে সংক্রমণের সম্ভাবনা কমবে। এখন বিশুদ্ধতা পরীক্ষার পরে রোগীর শরীরে তা থেকে সংক্রমণের সম্ভাবনা থাকে ০.৮-১.২%। ন্যাটে তা কমে হবে প্রায় ০.১%। হাসপাতালের ব্লাড ট্রান্সফিউশন বিভাগের প্রধান সুদীপ্ত শেখর দাস জানান, পুরনো যন্ত্র অ্যান্টিবডি দেখে তবেই রোগ ধরতে পারত। কিন্তু, ন্যাটে রোগ শরীরে বাসা বাঁধলেই ধরা পড়ে। |