টুকরো খবর
থানায় বিক্ষোভ তৃণমূলের
পুলিশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূল। রবিবার ভরতপুরের ঘটনা। তৃণমূলের অভিযোগ, কর্মীদের পাশাপাশি এলাকার মানুষকেও মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিচ্ছে ভরতপুর থানার পুলিশ। সম্প্রতি হরিশচন্দ্রপুর গ্রামে ময়ূরাক্ষী নদীর বালি তোলাকে কেন্দ্র করে এলাকায় বোমাবাজি হয়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূল সমর্থক হাতেম শেখ নামে এক যুবককে গেফতার করে পুলিশ। হাতেম এখন জেলে রয়েছে।
ভরতপুর থানার সামনে বিক্ষোভ তৃণমূলের।—নিজস্ব চিত্র।
ভরতপুর ব্লক তৃণমূলের সভাপতি সৈয়দ রফিকুল হাসান বলেন, “বহু দিন ধরে এই থানার ওসিকে নিরপেক্ষভাবে কাজ করার দাবি জানিয়ে আসছি। কিন্তু ওসি আমাদের কথার গুরুত্বই দেন না। হাতেম এক সময় সমাজবিরোধী ছিল। কিন্তু সে যখন সমাজের মূল স্রোতে ফিরতে চাইছে তখনই তাকে গ্রেফতার করা হল।” এ দিন বিক্ষোভ দেখাতে গিয়ে তৃণমূলের সমর্থকরা থানা চত্বরে ঝাঁটা, ছেঁড়া জুতো নিয়ে হাজির হয়ে ছিলেন। থানার মূল ফটকের সামনে থেকে পুলিশকে লক্ষ করে ঝাঁটা ছুড়তেও দেখা গিয়েছে। যদিও দলীয় নেতৃত্বরা উত্তেজিত কর্মীদের থানার ভিতরে ঢুকতে দেননি। ভরতপুর থানায় উপস্থিত ছিলেন কান্দির সিআই পিন্টু সাহা। বিক্ষোভ শেষে তাঁর হাতে একটা স্মারকলিপিও তুলে দেওয়া হয়।

কৃষ্ণনগর বইমেলা
আজ, সোমবার থেকে শুরু হচ্ছে ২৯তম কৃষ্ণনগর বইমেলা। কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে মেলা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। বইমেলায় শিল্পী মান্না দের নামাঙ্কিত মঞ্চ তৈরি করা হয়েছে। মেলা কমিটির তরফে শিবনাথ চৌধুরী বলেন, ‘‘মেলার উদ্বোধন করবেন জেলা পরিষদের সভাধিপতি বানীকুমার রায়। মেলায় ৮০টি স্টল থাকছে। মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা ছাড়াও জেলার আলোকচিত্রীদের তোলা ছবি নিয়ে প্রদর্শনীও চলবে।”

দুর্ঘটনায় মৃত ছাত্র
লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্রের। মৃতের নাম মুস্তাফিজুর রহমান (১২)। তার বাড়ি বেলডাঙার দেবকুন্ডু গ্রামে। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বেলডাঙা বড়ুয়া মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর। পুলিশ জানিয়েছে বেলডাঙা সিআরজিএস হাই স্কুলের ছাত্র মুস্তাফিজুর সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল। সেই সময় একটি লরি তাকে চাপা দেয়। পুলিশ লরিটিকে আটক করেছে। চালক পলাতক।

জয়ী কংগ্রেস
কামুড়দেয়াড় নজবুল হক হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হল কংগ্রেস। রবিবার ওই নির্বাচনে ৬টি আসনেই জয়ী হয়েছে কংগ্রেস সমর্থিত প্রার্থীরা।

দলবদল
রবিবার বেলডাঙায় তৃণমূলের এক সভায় কংগ্রেস ও সিপিএম থেকে বেশ কিছু কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন বলে জানিয়েছেন বেলডাঙা ১ ব্লক তৃণমূলের সভাপতি সানাউল্লা শেখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.