টুকরো খবর |
টোলগেকে ছেড়ে দিল মহমেডান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কোচ আবদুল আজিজকে ছাঁটাই করার এক সপ্তাহের মধ্যেই লাল-কার্ড দেখিয়ে দেওয়া হল টোলগে ওজবেকে। শনিবার রাতেই অস্ট্রেলিয়ান স্ট্রাইকারকে ফোন করে জানিয়ে দেওয়া হয়, মহমেডানে তাঁর আর কোনও প্রয়োজন নেই। তিনি এ বার অন্য ক্লাব দেখে নিতে পারেন। বেশ কয়েক দিন ধরেই টোলগেকে নিয়ে টানাপোড়েনে ভুগছিল মহমেডান। ক্লাবের সভাপতি সুলতান আমেদ বলছিলেন, “টোলগেকে আমরা আর রাখছি না। ওকে সেটা ফোন করে বলেও দিয়েছি আমরা।” কর্তাদের আরও ব্যাখ্যা যে স্ট্রাইকার ১১ ম্যাচে এক গোল করেন, তাঁকে রাখার কোনও মানে নেই। যা খবর, সোমবার বিকেলে টোলগের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা সেরে রিলিজ করে দেওয়া হবে। তবে টোলগের পরিবর্তে নতুন এশীয় কোটার বিদেশি কে, সেটা এখনও ঠিক করে উঠতে পারেননি সাদা-কালো কর্তারা। টোলগে অবশ্য কলকাতার তিন প্রধানে খেলার পরে গোয়ার দিকে যেতে পারেন বলে খবর।
পুরনো খবর: টোলগের ভবিষ্যৎ ঝুলে থাকল
|
৪৮তম দৌড় প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
রবিবার ৪৮তম জাতীয় ক্রসকান্ট্রি দৌড় হল জলপাইগুড়িতে। স্পোর্টস কমপ্লেক্সের মাঠ থেকে প্রতিযোগিতা শুরু হয়ে শহরের মধ্যে দিয়ে তিস্তা নদীর বাঁধ এবং তিস্তার চরের মধ্যে দিয়ে ফের স্পোর্টস কমপ্লেক্সে শেষ হয়। দৌড়ের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব এবং রাজ্য অ্যামেচার অ্যাথেলিটিক ফেডারেশন সভাপতি প্রসূন মুখোপাধ্যায়। সকাল দশটার সময় ১৮ কিলোমিটার এই প্রতিযোগিতা শুরু হয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, ‘‘প্রত্যন্ত জেলা জলপাইগুড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এসেছেন। এই স্পোর্টস কমপ্লেক্সে প্রথম স্পোর্টস ভিলেজ তৈরি করা হচ্ছে।” সূচনার পরে এই দিন রাজ্য অ্যামেচার অ্যাথলেটিক ফেডারেশনের সভাপতি প্রসূনবাবু জানান, ২২ টি রাজ্য, রেল, সার্ভিসেস এবং পুলিশ মিলে বিভিন্ন বিভাগে মোট ৫০০ প্রতিযোগী যোগ দিয়েছিলেন। দলগত ফলে রেল পুরুষদের ১২ কিলোমিটার এবং মহিলাদের ৮ কিলোমিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়। অনুর্ধ্ব ২০ বছরের পুরুষদের ৮ কিলোমিটার দৌড়ে এবং অনুর্ধ্ব ২০ বছরের মহিলাদের ৬ কিলোমিটার দৌড়ে উত্তরপ্রদেশের প্রতিযোগীরা চ্যাম্পিয়ন হন।
|
দল বাছাই, ভাইচুং দার্জিলিঙে
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
আসন্ন ২০১৭ এর যুব বিশ্বকাপের জন্য খেলোয়াড় বাছাই করতে দার্জিলিঙে ঘুরে গেলেন প্রাক্তন ভারত ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া। রবিবার দার্জিলিঙের নর্থ পয়েন্ট স্কুল ময়দানে লায়ন্স কাপ নামে অনুর্ধ্ব ১৪ স্তরের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাইচুং ভুটিয়া বলেন, “প্রতিযোগিতা থেকে মোট ২০ জন খেলোয়াড়ের নাম বাছাই করা হবে। এদের সকলকে ইউনাইটেড সিকিম ক্লাবের তত্বাবধানে গড়ে তোলা হবে। আশা করছি যুব বিশ্বকাপে এঁদের মধ্যে কয়েকজন সুযোগ পাবে।” কালিম্পং, দার্জিলিং এবং সিকিমের দলগুলিকে নিয়ে এই প্রতিযোগিতাী আয়োজন করেছে বাইচুংয়ের ক্লাব ইউনাইটেড সিকিম ক্লাব। তিনটি জায়গায় জয়ী দলগুলিকে গ্যাংটকে নিয়ে যাওয়া হবে। তাঁদের মোট ৩৬ জনের মধ্যে থেকে এই চূড়ান্ত ২০ জনকে বাছা হবে। গত ১৯ ডিসেম্বর টুর্নামেন্ট শুরু হয়েছে।
|
অপ্রত্যাশিত হার ভবানীপুরের |
শিবশঙ্কর পাল, সৌরাশিস লাহিড়ী সহ বাংলার তিন ক্রিকেটার থাকা সত্ত্বেও সিএবি লিগে প্রথম ম্যাচেই পোর্টের তরুণ টিমের কাছে হেরে গেল ভবানীপুর। অপ্রত্যাশিত ভাবে তারা হারল ২১ রানে। দু’দিনের ম্যাচে পোর্টের ২৩৭-৬-এর জবাবে ভবানীপুর ২১৬ রানে অল আউট হয়ে যায়। লিগের অন্যান্য ম্যাচে দক্ষিণ কলিকাতা সংসদের (১১৯) বিরুদ্ধে বড় জয় পেল কালীঘাট (৫১৩-৮)। ইস্টবেঙ্গলের ৩৬৫-৭-এর জবাবে পাইকপাড়া ১৮৪ অল আউট। এরিয়ানের (৪৩৪-৯) বিরুদ্ধে ৭১ রানে জিতল মোহনবাগান (৫০৫-৮)। শ্যামবাজার (২২৫-১) ন’উইকেটে হারাল ভূকৈলাসকে। ইয়ং বেঙ্গল স্পোর্টিং অ্যাসোসিয়েশনের (৩০০) জিতেন্দ্র সাউ সাত উইকেট পেলেন ইউনাইটেড ক্লাবের (২৩৪) বিরুদ্ধে।
|
বায়ার্নের খেতাব |
মরসুমের পাঁচ নম্বর খেতাব জিতল বায়ার্ন মিউনিখ। ক্লাব ওয়ার্ল্ড কাপে জার্মান চ্যাম্পিয়নরা ২-০ হারাল মরক্কোর রাজা কাসাব্ল্যাঙ্কাকে। ম্যাচের প্রথম ২২ মিনিটেই দাতে আর থিয়াগোর গোলে এগিয়ে যায় বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেশলিগা আর জার্মান ক্লাব জয়ী প্রথম জার্মান টিম অগস্টে উয়েফা সুপার কাপও দখল করেছিল। বায়ার্নের কোচ পেপ গুয়ার্দিওলার এই নিয়ে তৃতীয় ক্লাব ওয়ার্ল্ড কাপ জয়। এর আগে দু’বার ২০০৯ আর ২০১১-এ গুয়ার্দিওলা এই ট্রফি জেতেন বার্সেলোনার কোচ থাকাকালীন।
|
ইউনাইটেড ছাড়ার এসএমএস র্যান্টির |
এলকো সাতোরির পর র্যান্টি মার্টিন্স। এক ইউনাইটেড কর্তাকে এসএমএস করে জানালেন, “যদি আমি দলের বোঝা হয়ে গিয়ে থাকি, তা হলে আমাকে যেন ছেড়ে দেওয়া হয়।” কর্তারা অবশ্য আজ, সোমবার কোচ এলকো এবং র্যান্টির সঙ্গে বসবেন। দু’জনকে বোঝানো হবে, যাতে তাঁরা ক্লাব ছেড়ে না যান। শনিবার স্পোর্টিং ম্যাচে বিরতির পর র্যান্টিকে তুলে নেওয়ায় ক্ষুব্ধ হন তিনি। ক্লাব সূত্রের খবর, কোচের উপরেও নাকি পরে ক্ষোভ প্রকাশ করেছিলেন র্যান্টি।
পুরনো খবর: পদত্যাগ করতে চান এলকো
|
ফাইনালে সিন্ধুর সামনে ঋতুপর্ণা |
ব্যাডমিন্টনের জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপে রবিবার বড় অঘটন ঘটিয়ে ফাইনালে গেলেন কলকাতার মেয়ে ঋতুপর্ণা দাস। সেমিফাইনালে তিনি ১৩-২১, ২১-১৩, ২১-১৪ হারালেন সপ্তম বাছাই সায়ালি গোখলেকে। ফলে এ বার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জজয়ী পি ভি সিন্ধুর সামনে ঋতুপর্ণা, যিনি এ বছর খেলছেন অন্ধ্র প্রদেশের হয়ে।
|
অন্য খেলায় |
২৯ ডিসেম্বর ইস্টার্ন রেলওয়ে জিমন্যাসিয়ামে রাজ্য আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ (সিনিয়র ও জুনিয়র)। আয়োজক কলকাতা জেলা জিমন্যাস্টিক্স। |
|