|
|
|
|
মদ্যপদের উৎপাত, চোলাই ঠেক উচ্ছেদের দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শহরের বুকে চোলাইয়ের ঠেক। আর তার জেরে নাজেহাল মেদিনীপুরের নতুনবাজার নেতাজি ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দারা। অভিযোগ, প্রশাসনের নাকের ডগাতেই দিনের পর দিন এই ঠেক চলছে। কিন্তু কারও হেলদোল নেই। চোলাইয়ের ঠেক উচ্ছেদের দাবিতে এ বার তাই আন্দোলনে নামলেন এলাকার মানুষ। ইতিমধ্যে মহকুমাশাসক, পুরপ্রধান থেকে কোতয়ালি থানার আইসি, সকলের কাছে লিখিত দাবিপত্র দেওয়া হয়েছে। দাবি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক (সদর) অমিতাভ দত্ত। একই আশ্বাস দিয়েছেন এলাকার কাউন্সিলর কৌস্তভ বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “স্থানীয়দের দাবি যুক্তিসঙ্গত।”
মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় চোলাই মদের ঠেক চলে বলে অভিযোগ। সেখানে বহিরাগতরা ভিড় জমায়। দিনে-রাতে মদ্যপদের উৎপাত চলে। অনেক সময়ে মহিলাদেরও কটূক্তির মুখে পড়তে হয়। কেন এই সব ঠেকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না? প্রশাসন ও পুলিশের এক সূত্রের দাবি, মাঝেমধ্যে অভিযান চালানো হয়। তবে, অনেক সময় নির্দিষ্ট করে কেউ অভিযোগ জানান না। লিখিত অভিযোগ না থাকায় সে ভাবে ব্যবস্থা নেওয়া যায় না। শহরবাসীর অবশ্য বক্তব্য, এ ক্ষেত্রে অভিযোগ আসে না তার কারণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের একাংশ এই সংক্রান্ত অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। অভিযোগ, এই সব নেতাদের সঙ্গে ঠেক-ব্যবসায়ীদের যোগসাজশ রয়েছে। তাই ভয়ে স্থানীয় বাসিন্দারাও আপত্তি জানানোর সাহস দেখান না।
শহরের তাঁতিগেড়িয়া, রাঙামাটি সব বিভিন্ন এলাকাতে রমরমিয়ে চোলাই মদের ব্যবসা চলে বলে অভিযোগ। নতুনবাজারে ঠেক উচ্ছেদের দাবিতে অবশ্য দলমত নির্বিশেষে স্থানীয় সকলেই এগিয়ে এসেছেন। মহকুমাশাসক (সদর), পুরপ্রধান থেকে কোতয়ালি থানার আইসি, সকলের কাছে লিখিত যে দাবিপত্র দেওয়া হয়েছে, সেখানে সই রয়েছেন এলাকার প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের মৃণাল চৌধুরী, বর্তমান কাউন্সিলর কংগ্রেসের কৌস্তভ বন্দ্যোপাধ্যায় প্রমুখের। স্থানীয়দের বক্তব্য, নেতাজি ক্লাব সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোলাই মদের ঠেক চলছে। নেশা করতে বাইরের বহু মানুষ এলাকায় আসেন। সমাজবিরোধীদের আনাগোনার ফলে এলাকার পরিচ্ছন্ন পরিবেশ নষ্ট হচ্ছে। সন্ধ্যার পর ক্লাব সংলগ্ন গলি দিয়ে মেয়েরা নিরাপদে যাতায়াত করতে পারেন না। এমনিতেই রাতের মেদিনীপুর খুব একটা নিরাপদ নয়। সর্বত্র পরিবেশ একই রকম থাকে না। রাত হলে শহরের বিভিন্ন এলাকায় অসামাজিক কাজকর্ম শুরু হয়। মদের আসর বসে।
আগে চোলাই মদের ঠেক উচ্ছেদের দাবিতে আন্দোলন করেছেন রাঙামাটি এলাকার বাসিন্দারা। এ বার আন্দোলন শুরু হয়েছে নতুনবাজারে। আন্দোলনের জেরে ঠেক উচ্ছেদ হয় কিনা, সে দিকেই এখন গোটা শহরের নজর। |
|
|
|
|
|