হাজিরা কম, ক্ষুব্ধ সভাধিপতি
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
মঞ্চ আলো করে বসে আছেন সরকারি আধিকারিকেরা। কিন্তু যাঁদের জন্য সেমিনার, সেই পঞ্চায়েতের প্রধান-উপ প্রধানেরাই বেশির ভাগ গরহাজির। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়ে দিয়েছেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান। প্রশাসন সূত্রের খবর, দিন সাতেক ধরে আরামবাগ মহকুমার সব কটি পঞ্চায়েত এলাকায় বিশেষ বার্তা পাঠানো হয়েছিল। শুক্রবার দুপুরে রবীন্দ্রভবনে উদ্যানপালন দফতরের সেমিনার হবে বলে জানানো হয়। কিন্তু এ দিন হলে হাতেগোনা কয়েক জন ছাড়া কেউ আসেননি। বেশির ভাগ চেয়ারই ফাঁকা পড়ে রইল। ক্ষুব্ধ সভাধিপতি মেহবুব রহমান অনুষ্ঠান মঞ্চ থেকেই জানিয়ে দেন, মহকুমার ৬৩টি পঞ্চায়েতের যে প্রধান এবং উপ প্রধানেরা আসেননি, তা খোঁজ নিয়ে দেখে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরামবাগের মহকুমাশাসক অরিন্দম রায়কে এই দায়িত্ব দেন তিনি। বিষয়টি লজ্জার বলেও প্রতিক্রিয়া জানিয়েছেন মেহবুব। তাঁর আক্ষেপ, “মাস কয়েক তো পঞ্চায়েত গঠন হয়েছে। কিছুই কাজ হয়নি। এখনই এত আত্মতুষ্টি?” প্রধানদের কারও কারও বক্তব্য, অনুষ্ঠানকে এত গুরুত্ব দেওয়া হবে বুঝতে পারেননি। |
স্কুলের সুবর্ণজয়ন্তীতে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • উদয়নারায়ণপুর |
উদয়নারায়ণপুরের কানুপাটে নির্ঝরিণী সরকার বালিকা বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠান শুরু হল রবিবার থেকে। চলবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত। এ দিন অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক সমীর পাঁজা। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা কাকলি বন্দ্যোপাধ্যায়, পরিচালন কমিটির সভাপতি তারাপদ মণ্ডল, সম্পাদক অমলেন্দুবিকাশ তুং-সহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবব্রত বিশ্বাস। স্কুল সূত্রের খবর, এই উপলক্ষে এ দিন বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয়। তিন দিন ধরে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন হয়েছে বলে জানান স্কুল কর্তৃপক্ষ। থাকছে ছবি আঁকা, নাচ-গান-আবৃত্তি, নাটক, ম্যাজিক শো, ক্যুইজ প্রভৃতি। আলোচনা সভারও ব্যবস্থা হয়েছে। |
ট্রাকের ধাক্কায় মৃত্যু বালকের
নিজস্ব সংবাদদাতা • হরিপাল |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বালকের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির হরিপালের বড়বাজার এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম কৌশিক দাস (১২)। বাড়ি স্থানীয় রামচন্দ্রপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কৌশিকের বাবা বড়বাজারে সব্জি বিক্রি করেন। এ দিন সকাল ১১টা নাগাদ সাইকেলে চেপে সেখানেই যাচ্ছিল কৌশিক। সে সময়ে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। ঘটনাস্থলেই মারা যায় ছেলেটি। চোখের সামনে ওই ঘটনা দেখে স্থানীয় লোকজন রাস্তায় নেমে আসেন। যান চলাচল বন্ধ হয়ে যায়। ট্রাক ফেলে চালক পালান। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠানো হয় ময়না-তদন্তের জন্য। পুলিশ কর্তারা জানিয়েছেন, ওই ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালকের খোঁজে তল্লাশি চলছে। |