ইন্টার কন্টিনেন্টাল হোটেল পা রাখছে রাজ্যে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ইন্টার কন্টিনেন্টাল হোটেলস এ রাজ্যে পা রাখছে জৈন গোষ্ঠীর হাত ধরে। কলকাতা , দুর্গাপুর ও শিলিগুড়িতে তিনটি হোটেল তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। সব মিলিয়ে লগ্নির পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা। এ রাজ্যে ‘হলিডে ইন’ ব্র্যান্ড নিয়ে আসছে ব্রিটিশ হোটেল সংস্থা ইন্টার কন্টিনেন্টাল। নির্মাণ সংস্থা জৈন রিয়্যালটির ঋষি জৈন জানান, রাজারহাটে প্রথম হোটেলটি চালু হয়ে যাবে আগামী বছরের শেষে। পাঁচতারা এই হোটেলে থাকছে ১৫০টি ঘর। ১ লক্ষ বর্গ ফুটের হোটেলটি তৈরির খরচ ১১৫ কোটি টাকা। মূলত কর্পোরেট মহলের দিকে নজর রেখেই তৈরি হচ্ছে এটি। দূর্গাপুর ও শিলিগুড়ির হোটেল ২০১৬-র শেষে চালু হয়ে যাবে বলে দাবি জৈন গোষ্ঠীর। ২ নম্বর জাতীয় সড়কের পাশে দুর্গাপুরের হোটেল গড়তে ৭৫ কোটি টাকা লগ্নি হচ্ছে। ৮০ হাজার বর্গ ফুটের এই হোটেলে থাকছে ১০০টি ঘর। শিলিগুড়িতে ১১০ ঘরের হোটেল গড়তে খরচ ১০০ কোটি। জৈন গোষ্ঠীর দাবি, তাদেরটিই শিলিগুড়ির প্রথম পাঁচতারা হোটেল। প্রসঙ্গত, ইন্টার কন্টিনেন্টাল ভারতে ব্যবসা বাড়ানোর দিকে নজর দিচ্ছে। ১০-১৫ বছরে এখানে ১৩৫টি হোটেল চালু করতে চায় ১০০টি দেশে ৪৬০০ হোটেল নিয়ে ছড়িয়ে থাকা এই গোষ্ঠী। ঘরের সংখ্যার ভিত্তিতে বিশ্বে তারা বৃহত্তম। |
অসমে ইউবিআইয়ের নতুন শাখা
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
অসমে আরও বেশি করে ঋণ পরিষেবা দেওয়া ও প্রত্যন্ত এলাকাগুলিতে নতুন শাখা খুলতে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলিকে অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। সম্প্রতি, ইউনাইটেড ব্যাঙ্কের ৫০টি নতুন শাখার উদ্বোধন করেন গগৈ। ওই অনুষ্ঠানে তিনি বলেন, “রাজ্যের কৃষক, বয়নকর্মী ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির মানুষকে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে বেশি করে এগিয়ে আসতে হবে। না-হলে, তাঁদের উন্নয়ন থম্কে যাবে। রাজ্য সরকারও বিশ্ব ব্যাঙ্ক, এডিবি-সহ বিভিন্ন আর্থিক সংস্থার কাছ থেকে উন্নয়নমূলক প্রকল্পের ঋণ নিচ্ছে।”
ইউবিআই-এর চেয়ারপার্সন অর্চনা ভার্গব বলেন, “১৯৩৩ সালে শিলচরে একটিমাত্র শাখা থেকে যাত্রা শুরু হওয়া ‘কুমিল্লা ব্যাঙ্কিং কর্পোরেশন’ আজ ইউবিআই নাম নিয়ে মহীরূহে পরিণত হয়েছে। রাজ্যে আরও কয়েকটি শাখা খুলে আমরা অসমের বৃহত্তম ব্যাঙ্ক হতে চাইছি।” নতুন শাখাগুলিতে স্থানীয় যুবক-যুবতীদের নিয়োগ করার প্রতিশ্রুতিও দেন তিনি। |