সাঁইথিয়ায় রেল অবরোধ
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
রেলের ওয়াগন থেকে কয়লা চুরির অভিযোগে সাঁইথিয়া মাঠপাড়ার বাসিন্দা ধনাই শেখকে আটক করল রেল সুরক্ষা বাহিনী। রবিবারের এই ঘটনার প্রতিবাদে এলাকার বেশ কিছু তৃণমূল সমর্থক দলীয় পতাকা নিয়ে দুপুর ১টা থেকে রেল অবরোধ করেন। প্রায় ১ ঘণ্টা অবরোধ চলে। এর জেরে দু’টি মালগাড়ি, রামপুরহাট-শিয়ালদহগামী একটি ট্রেন আটকে পড়ে। পুলিশ এবং রেল সুরক্ষা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কয়লা চুরির অভিযোগে আটক ধানাই শেখের দাবি, “ অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আমাকে রাস্তা থেকে আটক করা হয়।” তৃণমূলের শহর সভাপতি মানস সিংহ বলেন, “অন্যায় ভাবে ধানাইকে আটক করা হয়েছে। এর প্রতিবাদে আমরা সরব হয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে রেল। সমস্যার সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।”
|
অস্ত্র-সহ ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
ডাউন বনাঞ্চল এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দু’টি আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ম্যাগাজিন-সহ দুই যুবককে গ্রেফতার করেছে রেল পুলিশ। ধৃতেরা হল রঞ্জনকুমার রায়, মহম্মদ আখতার। তাদের বাড়ি ভাগলপুরে। রবিবার ধৃতদের রামপুরহাট আদালতে তোলা হলে ১৪ দিন জেলহাজত হয়। রেল সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে রামপুরহাট স্টেশন থেকে ধৃতদের পিছু নেয় রেল পুলিশ। সাঁইথিয়ায় ট্রেন থামলে তাদের গ্রেফতার করা হয়।
|
গাঁজা উদ্ধার, ধৃত
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
গাঁজা পাচার করার সময় পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। উদ্ধার হয়েছে দেড় কিলো গাঁজা। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দুবরাজপুর থানা এলাকার নিরাময় যক্ষ্মা হাসপাতালের কাছে। ধৃত শেখ মেহেরুলের বাড়ি কাঁকরতলা থানা এলাকার কৈথি গ্রামে। আজ সোমবার তাকে সিউড়ি আদালতে তোলা হবে।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে সিউড়ির নতুনপল্লির কাছে, ৬০ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম মুকুল সাহা (৫০)। নতুনপল্লিতেই তাঁর বাড়ি। দুর্ঘটনার পরে কিছুক্ষণ পথ অবরোধ হয়।
|
রামপুরহাট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা পরাজিত হলেন। সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, সহ-সম্পাদক এই চারটি পদে তৃণমূল বিরোধী জোট ‘আমাদের প্যানেলে’র প্রার্থীরা জয়ী হয়েছেন। এগজিকিউটিভ বডির ৭টি পদের মধ্যে মাত্র একটিতেই তৃণমূল সমর্থিত প্রার্থী জিতেছেন। তৃণমূল-বিরোধী জোটের পক্ষে আইনজীবী আব্দুল বারি ও মিল্টন রশিদ বলেন, “আমরা জুনিয়ররা মিলে তৃণমূল-বিরোধী জোট গঠন করেছিলাম।” তৃণমূল সমর্থিত প্রার্থীদের পক্ষে আইনজীবী প্রবাল বন্দোপাধ্যায় ও শুদ্ধোধন বন্দোপাধ্যায়ের দাবি, নিজেদের সঙ্ঘবদ্ধ করতে না পারায় পরাজয়। |