ব্লক ছাত্র যুব উৎসবে স্থানীয় কংগ্রেস বিধায়ককে বাদ দিয়ে পাশের এলাকার তৃণমূল বিধায়ককে পৃষ্ঠপোষক করায় বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা। পুরুলিয়ার রঘুনাথপুর ২ ব্লকের চেলিয়ামায় অনুষ্ঠান চত্বরের কাছে শনিবার দু’ঘণ্টা ধরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান শতাধিক কংগ্রেস কর্মী। পাড়া কেন্দ্রের ওই কংগ্রেস বিধায়ক উমাপদ বাউরির মন্তব্য, “সরকারি অনুষ্ঠানে স্থানীয় বিধায়ককে বাদ দিয়ে পাশের এলাকার শাসক দলের বিধায়ককে পৃষ্ঠপোষক রাখার ঘটনা প্রমাণ করছে রাজনৈতিক সৌজন্য হারিয়েছে তৃণমূল।” তবে তৃণমূলের ওই বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি এ দিন ওই অনুষ্ঠানে ছিলেন না। ব্লক প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, কী ভাবে অনুষ্ঠান হবে, কার্ডে কাদের নাম থাকবে, মন্ত্রীর প্রতিনিধি কে থাকবেন, সবটাই রাজ্য যুব কল্যাণ দফতর স্থির করে দিয়েছে।
|
শনিবার সন্ধ্যায় শান্তিনিকেতনের লিপিকা প্রেক্ষাগৃহে হয়ে গেল বিশ্বভারতীর পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক দীপঙ্কর চট্টোপাধ্যায় স্মারক-বক্তৃতা। বিশ্বভারতীর পাঠচক্র আয়োজিত ওই অনুষ্ঠানে যোগ দেন প্রয়াত অধ্যাপকের সহপাঠী অধ্যাপক অমর্ত্য সেন। বক্তৃতার পরে অমর্ত্যবাবু বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের একটি বইয়েরও উদ্বোধন করেন। এসেছিলেন দীপঙ্করবাবুর ছেলে বিজ্ঞানী সুমন্ত্র চট্টোপাধ্যায়।
|