|
|
|
|
জঙ্গলমহলে শিল্প স্থাপনে বিশেষ জোর, মত পার্থর
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
জঙ্গলমহলে শিল্পস্থাপনে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে ফের জানালেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবার ঝাড়গ্রামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে এসেছিলেন পার্থবাবু। সেখানে তিনি বলেন, পশ্চিম মেদিনীপুর-সহ জঙ্গলমহলের তিন জেলায় শিল্প স্থাপন করলে লগ্নিকারী সংস্থাগুলিকে রাজ্য সরকার সব থেকে বেশি সুযোগ-সুবিধা দিচ্ছে (ইনসেনটিভ)। পশ্চিম মেদিনীপুরে রিলায়েন্স গোষ্ঠী একটি সিমেন্ট কারখানা করতে চলেছে। জিন্দল গোষ্ঠীও এই জেলায় একটি বিদ্যুৎ উৎপাদন কারখানা গড়ার প্রস্তাব দিয়েছে। এ নিয়ে জিন্দলদের সঙ্গে কথাবার্তা চলছে।”
শুক্রবার কলকাতার টাউন হলে বিভিন্ন দফতরের কাজকর্মের পর্যালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শিল্প দফতরের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ফলে, এদিন ঝাড়গ্রামে পার্থবাবুর এই ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এ দিন পার্থবাবু ফের বলেন, “গোয়ালতোড়ে একহাজার একর জমির উপর আমরা ‘শিল্প-হাব’ তৈরি করছি। বিদেশ থেকে কেউ কেউ এসে ওই জমি দেখে গিয়েছেন।” পক্ষান্তরে, শিল্পমন্ত্রীর সাফ কথা, “শুধু বিনিয়োগ করলে চলবে না, নিয়োগও চাই। লগ্নিকারী সংস্থাগুলিকে কর্মসংস্থানের বিশদ তথ্য রাজ্য সরকারকে জানাতে হবে।” |
|
ছবি: দেবরাজ ঘোষ। |
তাঁর দাবি, “২০১১ সালে সারা দেশে শিল্পের ক্ষেত্রে আমাদের রাজ্য ১৭তম স্থানে ছিল। এখন আমরা শিল্পে সর্বভারতীয় ক্ষেত্রে ষষ্ঠস্থানে রয়েছি। আমাদের লক্ষ্য প্রথম হওয়া।” তৃণমূল রাজ্যের ক্ষমতায় আসার পরে যেসব শিল্পসংস্থা বন্ধ হয়েছে, সেগুলি খোলার চেষ্টা হচ্ছে বলে জানান পার্থবাবু। তাঁর দাবি, “কেন্দ্রের নানা অসহোগিতা সত্ত্বেও রাজ্যে এক লক্ষ তিরিশ হাজার কোটি টাকা বিনিয়োগ এসেছে। এ বছর জানুয়ারি থেকে এখনও পর্যন্ত দু’হাজার বিরানব্বই কোটি টাকা বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে। আগামী দিনে আরও শিল্প স্থাপনের মাধ্যমে রাজ্যে ৩ লক্ষ ৩০ হাজার কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির প্রচেষ্টা চলছে।” সরাসরি নাম না করে, মাওবাদী নাশকতার প্রসঙ্গ টেনে শিল্পসংস্থাগুলির উদ্দেশ্যে পার্থবাবু বলেন, “এই অঞ্চলে একটা পটকা ফাটলেই, এলাকা ছেড়ে চলে যাওয়া যাবে না।”
নয়াচর প্রসঙ্গে পার্থবাবু বলেন, “কেন্দ্রের পরিবেশ মন্ত্রক ছাড়পত্র না দেওয়ায় নয়াচরে ২৬ হাজার কোটি টাকার বিনিয়োগ আটকে রয়েছে।”
ছাত্র সংঘর্ষ। কলেজ নির্বাচনের আগে এসএফআই ও টিএমসিপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মাজদিয়া সুধীরঞ্জন লাহিড়ি মহাবিদ্যালয়। টিএমসিপি-র অভিযোগ, শনিবার দুপুরে আচমকা তাদের কর্মী সমর্থকদের উপর বাঁশ-লাঠি নিয়ে চড়াও হয় এসএফআইয়ের লোকজন। টিএমসিপি’র জেলা সভাপতি অয়ন দত্ত বলেন, “আমাদের এক সমর্থক জখম হয়েছেন। নির্বাচনে হার নিশ্চিত জেনেই এসএফআই বহিরাগতদের কলেজে ঢুকিয়ে সন্ত্রাস চালাচ্ছে।” এসএফআইয়ের জেলা সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাসের পাল্টা অভিযোগ, “ভোটের আগে কলেজে আমরা কিছু পোস্টার লাগিয়েছিলাম। টিএমসিপি তা ছিঁড়ে দেয়। প্রতিবাদ করতেই আমাদের দুই কর্মীকে মারধর করা হয়।”
অন্য দিকে, যাত্রী বোঝাই বাসে এক মহিলার কানের দুল ছিনতাই করে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে এক যুবক। শনিবার সকালে কান্দি বাসস্ট্যান্ড এলাকার ঘটনা। বাসের যাত্রীরা শাহালুম শেখ নামে বড়ঞ্চার মুনায়কান্দরা গ্রামের ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন। ভিড় বাসে এক মহিলা যাত্রীর কান থেকে সোনার দুল ছিনিয়ে নিয়ে পালাচ্ছিল ওই যুবক। মহিলার চিৎকারে বাসের অন্য যাত্রীরা তাকে ধরে ফেলে মার দেয়। পরে পুলিশ তাকে ধরে।
|
নন্দীগ্রাম নিখোঁজ মামলা, ফের পিছোল চার্জ-গঠন
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ফের পিছিয়ে গেল নন্দীগ্রাম নিখোঁজ মামলার চার্জ-গঠন। আগামী ১৫ জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে। শনিবার তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা আদালতে ওই মামলার চার্জ-গঠন হওয়ার কথা ছিল। সেই মতো আদালতে হাজির ছিলেন মামলায় অভিযুক্ত বর্তমানে জামিনে মুক্ত সিপিএম নেতা লক্ষ্মণ শেঠ, অমিয় সাহু , অশোক গুড়িয়া, সুকুর আলি-সহ মোট ৬৭ জন। জেল হেফাজতে থাকা তপন ঘোষ, নবকুমার সামন্ত-সহ চার অভিযুক্তকেও হাজির করা হয়। জেলা ও দায়রা বিচারক মধুমতি মিত্রের এজলাসে অভিযুক্ত দেবল দাসের আইনজীবী আবেদন করেন, তদন্ত এখনও চলছে। তাই এই পরিস্থিতিতে মামলার প্রক্রিয়া বন্ধ রাখা হোক। অভিযুক্তদের মধ্যে ৪০ জন জানান, তাঁদের চার্জশিট ও সাক্ষ্যপ্রমাণ সংক্রান্ত তথ্যাদি দেওয়া হয়নি। ফলে, আত্মপক্ষ সমর্থনে সমস্যা হবে। সরকারি আইনজীবী আব্দুল মোহিতের যুক্তি ছিল, “আইন অনুযায়ী চার্জশিট জমা পড়ার পরে বিচার প্রক্রিয়া চললেও নতুন সাক্ষ্যপ্রমাণ পেলে তদন্ত চলতে পারে। তাই এই মামলার বিচার শুরুর ক্ষেত্রে কোনও বাধা নেই।” জেলা ও দায়রা বিচারক মধুমতি মিত্র তদন্ত কোন পর্যায়ে আছে জানতে চেয়ে রিপোর্ট চান। তদন্তকারী অফিসার তীর্থঙ্কর সান্যাল সেই রিপোর্ট জমা দেন। বিকেল ৪টে নাগাদ বিচারক মামলা বন্ধ রাখার আবেদন খারিজ করে দেন। |
পুরনো খবর: নন্দীগ্রাম-মামলায় পিছোল চার্জগঠন |
|
|
|
|
|