অল্প সুদে ঋণের টোপ দিয়ে এক চিকিত্সকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা চুরির অভিযোগে শুক্রবার গ্রেফতার হল দু’জন। ধৃতদের নাম ফাল্গুনী চক্রবর্তী এবং প্রত্যুষ সাহা। পুলিশ জানায়, বালিগঞ্জের ওই চিকিত্সক ১০ ডিসেম্বর গড়িয়াহাট থানায় অভিযোগ করেন, ব্যাঙ্কের প্রতিনিধি সেজে তিন জন তাঁর কাছে আসে। অল্প সুদে ঋণ দেওয়ার নাম করে তারা কয়েকটি ‘ব্ল্যাঙ্ক’ চেক এবং এটিএম কার্ডের ফোটোকপি নিয়ে যায়। কিছু দিন পরে ওই চিকিত্সক জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট থেকে চার লক্ষ পাঁচ হাজার টাকা তোলা হয়েছে। তদন্তে নেমে সোদপুর থেকে ফাল্গুনীকে ধরে পুলিশ। তার কাছ থেকেই মেলে প্রত্যুষের খোঁজ। তৃতীয় অভিযুক্ত এখনও ধরা পড়েনি। পুলিশ জানিয়েছে, টাকা হাতানোর পরে তা ফাল্গুনীর একটি অ্যাকাউন্টে রাখা হয়েছিল। ধৃতদের শনিবার আদালতে তোলা হয়। তাদের ২৩ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হবে। পুলিশের অনুমান, এই চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত। বাকিদের খোঁজ চলছে।
|
এক মহিলার হার ছিনিয়ে চম্পট দিয়েছিল এক যুবক। এর এক ঘণ্টার মধ্যে ছিনতাইকারীর বিবরণ শুনে ঘটনার কিনারা করল পুলিশ। গ্রেফতার হল বাবুয়া ওরফে ইসরাফিল শেখ নামে চম্পাহাটির বাসিন্দা ওই যুবক। পুলিশ জানায়, শনিবার কামালগাজি এলাকায় প্রাতর্ভ্রমণে বেরোন এলাকারই বাসিন্দা জিএস শুভলক্ষ্মী নামে এক মহিলা। আচমকাই তাঁর গলার হার ছিনিয়ে নিয়ে চলন্ত বাসে উঠে পড়ে বাবুয়া। কিন্তু ততক্ষণে তাকে চিনে ফেলেন শুভলক্ষ্মী। পথচলতি আর এক ব্যক্তিকে বাবুয়ার বর্ণনা দিয়ে ঘটনাটি জানান তিনি। ওই ব্যক্তি ট্রাফিক পুলিশকে ফোন করে জানালে কামালগাজি মোড়ে বাস থামিয়ে বাবুয়াকে ধরা হয়।
|
শহরে দু’টি পৃথক পথ দুর্ঘটনায় শুক্রবার রাতে মৃত্যু হয়েছে দু’জনের। পুলিশ জানায়, রাত ১টা নাগাদ দেশপ্রাণ শাসমল রোড এবং প্রিন্স আনোয়ার শাহ রোডের মোড়ে একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। মোটরসাইকেল আরোহী সুব্রত দিওয়ারিকে (৩২) বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাত আড়াইটে নাগাদ অন্য দুর্ঘটনাটি ঘটে গল্ফগ্রিনে। পুলিশ জানায়, ফরিদ খান (২৫) নামে এক পথচারীকে ধাক্কা মারে একটি গাড়ি। বাঙুর হাসপাতালে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দুই চালককেই খুঁজছে পুলিশ। |